Call Barring কি ?- Call Barring Meaning In Bengali : বন্ধুরা আজ আমরা এই পোস্ট টিতে একটি নতুন স্মার্টফোনের Advance Features Call Setting এ...

Call Barring কি ?- Call Barring Meaning In Bengali

Call Barring কি ?- Call Barring Meaning In Bengali

Call Barring কি ?- Call Barring Meaning In Bengali : বন্ধুরা আজ আমরা এই পোস্ট টিতে একটি নতুন স্মার্টফোনের Advance Features Call Setting এর বিষয়ে জানবো

Call Barring কি ?- Call Barring Meaning In Bengali

8 10 99

 Call Barring কি ?- Call Barring Meaning In Bengali : বন্ধুরা আজ আমরা এই পোস্ট টিতে একটি নতুন স্মার্টফোনের Advance Features Call Setting এর বিষয়ে জানবো যার নাম Call Barring. এই অ্যাডভান্স ফীচার টি আমাদের কি কাজে লাগে এবং কি কি প্রয়োজনে আমরা এটিকে কাজে লাগায়া তার সম্পূর্ণ তথ্য জানাব এই পোস্ট টিতে। প্রথমে জানব Call Barring কি ? এটির কাজ কি, এটিকে কিভাবে Activate করবো, এবং  এটির সুবিধা কি ?

Call Barring Meaning In Bengali
Call Barring Meaning In Bengali


Call Barring 
কি ?- Call Barring Meaning In Bengali

এ বিষয় টি আমরা একটি উদাহরনের মাধ্যমে জেনে নেব।  আমাদের মোবাইলে  অনেক সময় বিভিন্ন ধরনের International Incoming Call, Roaming Call চলে আসে যার ফলে আমরা অনেক বিরক্তি হয়ে পড়ি অথবা কোনো Outgoing Call নিজের ফোন থেকে বন্ধ করতে চাই। সমস্যা একটায় যে এগুলির থেকে রেহায় পাবেন কিভাবে। 

এ সমস্যা গুলো থেকে রেহাই পাওয়ার জন্য আমাদের Mobile এ একটি Advance Option রয়েছে যেটির নাম Call Barring  আপনি যদি এই Option টিকে Activate করলে এই সব Fack Call গুলির থেকে বাঁচতে পারেন। 


Features Of Call Barring in Bengali 

 এই Advance Features টিতে চারটি option দেওয়া রয়েছে -

1. All Incoming Call : এই Option আপনি যদি On করেন আপনার তাহলে মোবাইলে আসা সমস্থ Incoming Call বন্ধ হয়ে যাবে।আমরা অনেক কাজের সময় আমাদের মোবাইল টিকে Flight Mode করে থাকি যার কারনে আমাদের মোবাইলে Call আসা বন্ধ হয়ে যাই।

এটি যেমন Call আসা বন্ধ হয়ে অন্য দিকে এটির কারনে আমাদের মোবাইল থেকে কোনো Internet Access করতে পারি নি। 

কিন্তু আপনি যদি Call Barring Option এ গিয়ে All Incoming Call বন্ধ করেন তাহলে আপনার মোবাইল যেমন Call আসা বন্ধ হয়ে অন্য দিকে আপনি নিজের মেয়ে থেকে Internet Access করতে পারবেন। 

2. All Outgoing Call : আপনি যদি এই Option On করেন তাহলে আপনি আপনার মোবাইল থেকে কোনো Outgoing Call অর্থে পারবেন  না।  Call Dial করার সময় কোনো কল হবে না আর কোনো উত্তর দেবে না এবং কিছু সেকেন্ডের মধ্যে কল টি কেটে যাবে। এর থেকে এই Outgoing সুবিধা টি ছাড়া অন্য সব সুবিধা নিতে পারবেন। 


আরও পড়ুন 

>>Instagram থেকে কিভাবে টাকা আয় করবেন ?

>>Digital Marketing কি? কিভাবে শিখবেন?


3. International Call : এই Option Enable করলে আপনার মোবাইলে কেবল মাত্র international Call যাওয়া বন্ধ হবে। আমরা না চাইলেও কোনো না কোনো সময় ভুল বসত আমাদের মোবাইল থেকে International কল করে ফেলি আর অনেক পরিমানে টাকা কাটা যাই। আপনি যদি এই Option টি On করেন তাহলে এই সমস্যা থেকে বাঁচতে পারেন।  


4. Roaming Call এই Option টি তখন  On করতে পারেন যখন নিজের রাজ্যে থেকে অন্য কোনো রাজ্যে গেছেন বা আছেন এবং আপনি চান না আপনার মোবাইলে কোনো Incoming Call না আসে। সেই সময় আপনি এই Option টিকে Enable করতে পারেন। 


Call Barring Meaning In Bengali
Call Barring Infographics 

Call Barring কিভাবে Activate করবেন 

আপনি যদি Call Barring Option টি আপনার স্মার্টফোনে Activate করতে চান তাহলে আপনাকে মোবাইলের Setting গিয়ে খুব সহজে করতে পারবেন নিজের তার Step By Step দেওয়া রয়েছে। 

  •  প্রথমে আপনাকে মোবাইলের Call Setting চলে আস্তে হবে। Call সেটিং কোনো মোবাইলে Main Setting দেওয়া থাকে অথবা কোনো মোবাইলের Dial Call Setting থেকেও পেয়ে যাবেন। 


  •  Dial Call Setting এর তিনটি ডট্ এ ক্লিক করতে হবে। তারপর Call Setting এর  বিভিন্ন Option চলে আসবেন। সেখান থেকে Supplementary Services অথবা Call Barring Option খুঁজে Click করে নিতে হবে। 

  • তৃতীয়া আপনি কোন Sim টিতে এই পরিষেবাটি Activate করতে চান সেটিকে বেছে নিতে হবে। 

  •  আপনাকে দেখেটিতে হবে আপনি Voice Call জন্য  বা Video Call এর জন্যে  Activate করতে চান। 
Call Barring Meaning In Bengali
Call Barring Setting Step By Step



  • রপর চলে আসবে চারটি Option যেখানে দেওয়া রইবে All Incoming Call, All Outgoing Call , International Call, Roaming Call, যে পরিষেবাটি আপনি Activate করতে চান সেটিকে On করবেন। 

  • এই পরিষেবাটি On করার সময় আপনার কাছে একটি চার অক্ষরের Password চাইবে। Password আপনি পাবেন কথা থেকে।

>> গুগল ম্যাপ থেকে কিভাবে টাকা আয় করবেন 

Password এর জন্যে আপনাকে Google Search Box গিয়ে নিজের মোবাইলের Handset নম্বর ও Barring Pin লিখে Search করলে আপনার মোবাইলের Defaild Password চলে আসবে। অধিকাংশ মোবাইলের Pin 0000 থাকে। 

আপনার যদি কোনো এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে থাহলে আপনি নিচে Comment Box জানান 

0 Post a Comment:

Please Do Not enter any spam link in the comment box.