আমাদের মধ্যে অনেক ব্যাঙ্ক  গ্রাহক আছেন যারা অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা নিয়ে থাকে যেটি বর্তমানে সরাসরি নিজের স্মার্টফোনের মধ্যে পরিচালনা করতে...

What Is Mobile Banking In Bengali | মোবাইল ব্যাঙ্কিং বা ইন্টারনেট ব্যাঙ্কিং কি?

What Is Mobile Banking In Bengali | মোবাইল ব্যাঙ্কিং বা ইন্টারনেট ব্যাঙ্কিং কি?

What Is Mobile Banking In Bengali, মোবাইল ব্যাঙ্কিং বা ইন্টারনেট ব্যাঙ্কিং কি? কিভাবে এই পরিষেবা থেকে টাকার লেনদেন করবেন ও কোন কোন সুবিধে পাবেন

What Is Mobile Banking In Bengali | মোবাইল ব্যাঙ্কিং বা ইন্টারনেট ব্যাঙ্কিং কি?

8 10 99

 আমাদের মধ্যে অনেক ব্যাঙ্ক  গ্রাহক আছেন যারা অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা নিয়ে থাকে যেটি বর্তমানে সরাসরি নিজের স্মার্টফোনের মধ্যে পরিচালনা করতে পারে। এটির জন্য গ্রাহক কে কোন ভাবেই ব্যাঙ্ক যাওয়ার প্রয়োজন নেয়। সম্পূর্ণ কাজ সে নিজের স্মার্টফোনের মাধ্যমে করতে পারবে। 

যেমন এই অনলাইন ব্যাঙ্কিং সিস্টেম আমাদের কাজ কে সহজ বানিয়ে থাকে ঠিক তার বিপরীত কিছু কিছু এমন কাজ রয়েছে যেগুলি আপনাকে খুব সতর্ক ভাবে করতে হবে। কারন ব্যাংকিং পরিষেবার অধিকাংশ কাজ খুবই জরুরি হয়ে থাকে ( What Is Mobile Banking In Bengali )। 

তাই আজকে আমরা জেনে নেব মোবাইল ব্যাঙ্কিং, অনলাইন ব্যাঙ্কিং বা নেট ব্যাঙ্কিং বিষয়ে। এই অনলাইন পরিষেবা থেকে কোন কোন সুবিধে গ্রাহকরা পেয়ে থাকে এবং কোন কোন সমস্যা হতে পারে সমস্থ কিছু জানতে পারবেন সি পোস্ট টির মাধ্যমে। 

What Is Mobile Banking In Bengali ( মোবাইল ব্যাঙ্কিং কি? )

সাধারণত মোবাইল ব্যাঙ্কিং কে আমরা বিভিন্ন নামে বুঝে থাকে যেমন নেট ব্যাঙ্কিং, অনলাইন ব্যাঙ্কিং বা ওয়েব ব্যাঙ্কিং নামে।  এই সমস্থ নামে পরিচিত কারনে এই পরিষেবা সম্পূর্ণ অনলাইন ওয়েব সার্ভারের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। 
এই  ব্যাঙ্কিং পরিষেবার সাথে ব্যাংকার যেকোন গ্রাহক যুক্ত হতে পারে এবং এই online Banking System টাকার লেনদেন করতে পারবেন। এর জন্য গ্রাহক কে ব্যাঙ্ক শাখা থেকে বিষয়ে অনুমতি নিতে হবে যেখানে আপনাকে অনলাইন পরিষেবার জন্য বিশেষ ইউসার নাম ও পাসওয়ার্ড দেওয়া হবে যেটি সম্পূর্ণ ভাবে Unique হয়ে থাকবে। 

যেখান আপনি ইউসার নামে কোন রূপ পরিবর্তন করতে পারবেন না কিন্তু পাসওয়ার্ড আপনি একাধিক বার নিজের ইচ্ছে মত রাখতে বা পরিবর্তন করতে পারেন এই ইউসার পাসওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ যেটিকে আপনাকে খুব সুরক্ষিত ভাবে নিজের কাছে রাখতে হবে এবং কোন ব্যক্তির সাথে এই বিষয়ে কোন আলোচনা করা চলবে না। 

মোবাইল ব্যাঙ্কিং কিভাবে কাজ করে ( How To Work Mobile Banking )

মোবাইল বা নেট ব্যাঙ্কিং একটি অনলাইন প্রক্রিয়া যেটি সম্পূর্ণ ভাবে ইন্টারনেটের উপর নির্ভরশীল।  আপনার ডেভিসের মধ্যে ইন্টারনেট পরিষেবা থাকলেই আপনি নেট ব্যাঙ্কিং পরিচালনা করতে পারবেন। 

এই ব্যাঙ্কিং পদ্ধতি সেই ব্যাংকার অফিসিয়াল সার্ভারে মধ্যে হয়ে থাকে, যেকোন লেনদেনের সমস্ত কিছু তথ্য তার সার্ভার মধ্যে দিয়ে হয়ে থাকে এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাংকে লেনদেনের রেকর্ড ব্যাংকার ডাটা স্টোরে সেভ হয়ে থাকে। 

মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা পরিচালনা করার জন্য ব্যাঙ্ক গ্রাহক কে একটি উনিকে আইডি দিয়ে থাকে যেটি গ্রাহকের সেভিং অথবা কারেন্ট একাউন্টের থাকে লিংক করানো থাকে। অনলাইন ব্যাঙ্কিং এ গ্রাহক যেকোন কাজ করতে চাই তার সমস্থ কিছু তার ব্যাঙ্ক একাউন্টে মধ্যে হয়ে থাকে। 

ইন্টারনেট ব্যাঙ্কিংর সমস্থ কিছু ট্রান্সেকশন ফাইল ডাটা কোন রূপ Encrypted ফাইল থাকে না কারন এখানে লেনদেন করা ব্যক্তিদের মধ্যে ব্যাংকার উপস্থিতি রয়েছে তাই আপনি কি ডাটা পাঠালেন সেটির সম্পূর্ণ তথ্য ব্যাঙ্ক সার্ভার থাকে যেটি কোন পাবলিক ডোমেইনের জন্য উপলব্ধ নয়। 

মোবাইল ব্যাঙ্কিং থেকে কোন কোন কাজ করা সম্ভব 

ইন্টেরনেট ব্যাঙ্কিং এর মধ্যে অনলাইন আপনি যেকোন ধরনের কাজ করতে পারেন , বর্তমানে যেকোন সার্ভিসের জন্য অনলাইন ব্যাঙ্কিং এর সুবিধে রয়েছে যেমন -
  • NEFT
  • RTGS
  • IMPS
  • Fund Transfer
  • Online Payment 
  • Shopping Bill Payment
  • Ticket Booking

মোবাইল ব্যাঙ্কিং বা নেট ব্যাঙ্কিং এর সুবিধে ( Benefits Of Internet Banking )

বর্তমানে ইন্টেরনেট ব্যাঙ্কিং শুরু হওয়ার পর যেকোন ব্যাঙ্কিং কাজ আপনি বাড়িতে বসেই করতে পারেন তার জন্য আপনাকে কোন রূপ ব্যাঙ্ক শাখায় যাওয়ার প্রয়োজন নেয়। 
আমরা দেখে থাকি যে একাউন্ট থেকে টাকা তোলার জন্য আমাদের ঘন্টার পর ঘন্টা বাঁকি শাখায় অপেক্ষা করতে হয় কিন্তু এই ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবা নেওয়ার পর আপনাকে কোন ব্যাংক যাওয়ার প্রয়োজন নেয়। 

এক নজরে দেখে নিন কোন কোন সুবিধে পেয়ে থাকে মোবাইল ব্যাঙ্কিংর মাধ্যেমে 
  • NEFT/ RTGS / IMPS টাকা ট্রানফার করার মতো সুবিধে যেটি আপনি ব্যাঙ্ক শাখা থেকে নেওয়ার জন্য কয়েক ঘন্টা সময়ে লেগে থাকে কিন্তু অনলাইন আপনি যেকোন সময়ে করতে পারেন। নেট  ব্যাঙ্কিং এ পরিষেবা আপনি যেকোন মুহূর্তে নিতে পারেন। 
  • অনলাইন যেকোন ধরনের পেইমেন্ট করতে পারেন যেমন কোন শপিং , অনলাইন পণ্য কেনার ক্ষেত্রে আপনি খুব সহজে অনলাইন ব্যাঙ্কিং এর সাহায্যে করতে পারেন কেবল আপনার স্মার্টফোনে থাকলেই যথেষ্ট। 
  • আপনার কাছে যদি অনলাইন নেট ব্যাঙ্কিং থাকে তাহলে আপনি আপনার বাড়ির যেকোন ধরনের বিল পেমেন্ট করতে পারেন যেমন, LPG Gas Payment, ইলেক্ট্রিক বিল, মোবাইল বিল, DTH Bill ও আরও অন্যান্য বিল আপনি খুব সহজে করতে পারবেন। 
  • আমরা দেখে থেকেই আপনার বিশেষ কিছু কাজে আমাদের ব্যাঙ্ক পাস বুকের Up To Date চেয়ে থাকে যেটি আমাদের খাটাতে নিয়মিত করে থাকে না এবং করানোর জন্য অনেক সমস্যার মধ্যে দিয়ে করতে হয় ,কিন্তু আপনার একাউন্টে যদি নেট ব্যাঙ্কিং থাকে তাহলে এই কাজ টি আপনি খুব সহজে নিচের স্মার্টফোনের সাহায্যে করতে পারবেন। 
  • বর্তমানে অধিকাংশ ব্যাঙ্ক এই পরিষেবা সম্পূর্ণ বিনা মূল্যে দিয়ে থাকে যেটি সাধারণত অনেক বড় সুবিধে গ্রাহক দের জন্য। 

SBI Internet Banking ( স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নেট ব্যাঙ্কিং পরিষেবা ) 

স্টেট ব্যাঙ্ক আমাদের ভারতে এক গুরুত্বপূর্ণ সরকারি ব্যাঙ্ক যেখানে দেশের অধিকাংশ মানুষের টাকার লেনদেন হয়ে থাকে।  তাই SBI ব্যাংকার ইন্টেরনেট ব্যাঙ্কিং পরিষেবা অন্যান্য ব্যাঙ্ক থেকে অনেক বেশি পরিমান সুবিধে দিয়ে থাকে। 

তাই আপনি যদি SBI ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনি খুব সহজে এই নেট ব্যাংকিংয়ের সাথে যুক্ত হতে পারবেন কোন রূপ ব্যাঙ্ক শাখায় না গিয়ে সরাসরি অনলাইন থেকে। 

আপনি SBI Internet Banking পরিষেবা শুরু করার জন্য sbi একটি দারুন সুবিধে দিয়ে থাকে যেটি মোবাইল এপ্লিকেশনর সাহায্যে নিতে পারেন। 

SBI Yono মোবাইল এপ্লিকেশনের সাহায্যে আপনি স্টেট ব্যাংকার নেট ব্যাঙ্কিং করতে পারেন , এই এপ্লিকেশন আপনাকে নিজের সমস্থ প্রয়োজন অনুযায়ী তথ্য দিয়ে শেখেন রেজিস্ট্রেশন করতে হবে তার পর নেট ব্যাঙ্কিং শুরু করতে পারবেন। 

এই Apps দ্বারাতে নেট ব্যাঙ্কিংর সমস্ত কিছু information Paper Less হয়ে থাকে। আপনাকে কোন ভাবেই ব্যাঙ্ক শাখায় যাওয়ার প্রয়োজন নেয়।  

Conclusion

তাহলে বন্ধুরা আপনারা বুজতে পারলেন যে মোবাইল ব্যাঙ্কিং বা ইন্টারনেট বানিং মানে কি? কিভাবে ব্যাঙ্ক থেকে এই অনলাইন পরিষেবা নিতে পারবেন এবং কোন কোন ধরনের সুবিধে পেয়ে থাকবেন। এই বিষয়ে কোন রূপ প্রশ্ন থাকলে নিচে কমেন্টের মাধ্যমে জানান। 

0 Post a Comment:

Please Do Not enter any spam link in the comment box.