আপনি কি বাড়িতে বসে অনলাইনের ব্যবসা শুরু করে টাকা আয় করতে চান কিন্তু আপনি বুঝতে পারছেন না যে কিভাবে এই ব্যবসা শুরু করবেন, কোন কোন পরিষেবা গ্...

Online Cyber Cafe Business Ideas In Bengali 2021 | অনলাইন ব্যবসার আইডিয়া

Online Cyber Cafe Business Ideas In Bengali 2021 | অনলাইন ব্যবসার আইডিয়া

জেনে নিন Online Cyber Cafe Business Ideas In Bengali 2021কিভাবে অনলাইন ব্যবসা করে করে টাকা ইনকাম করবেন সম্পূর্ণ সহজ পদ্ধতিতে যে ব্যবসার আইডিয়া বিষয়ে

Online Cyber Cafe Business Ideas In Bengali 2021 | অনলাইন ব্যবসার আইডিয়া

8 10 99
আপনি কি বাড়িতে বসে অনলাইনের ব্যবসা শুরু করে টাকা আয় করতে চান কিন্তু আপনি বুঝতে পারছেন না যে কিভাবে এই ব্যবসা শুরু করবেন, কোন কোন পরিষেবা গ্রাহক দের দিবেন কিংবা এই ব্যবসা শুরু করার জন্য কত পরিমান অর্থ বিনিয়োগ করতে হবে এই ব্যবসায়। 

আপনি যদি এই Online Cyber Cafe Business Idea In Bengali 2021 ব্যবসা শুরু করেন তাহলে কোন কোন মেশিন প্রয়োজন এবং কত টাকার বিনিময়ে কিনবেন এই সমস্থ মেশিন সম্পূর্ণ তথ্য জানতে পারবেন এই পোস্ট টির মাধ্যমে জানতে পারবেন। আপনি যদি এই ব্যবসা শুরু করতে চান বা শুরু করার কথা ভাবছেন তাহলে এই আর্টিকেল টি সম্পূর্ণ শেষ পর্যন্ত পড়ুন। 

এই আর্টিকেল টিতে আপনি জানতে পারবেন এই ব্যবসা তে কোন কোন পরিষেবা দিতে হবে এবং এই ব্যবসা তে প্রয়োজনীয় কিছু তথ্য আপনি জানতে পারবেন ( ঘরে বসে ব্যবসার আইডিয়া ) . 

Online Cyber Cafe Business Idea In Bengali ( বাড়িতে বসে অনলাইন ব্যবসা করে টাকা আয় )

Online Cyber Cafe Business বা অনলাইন তথ্য মিত্র কেন্দ্র ব্যবসা একটি খুব গুরুত্ব পূর্ণ ব্যবসা যেটি যেকোন ব্যক্তি করেত পারে এবং সেখান থেকে টাকা উপার্জন করতে পারবেন। আমাদের মধ্যে অনেক ব্যক্তিরা রয়েছে যারা এই ব্যবসা করতে চান কিন্তু সঠিক কোন তথ্য না থাকার কারনে এই ব্যবসা থেকে বঞ্চিত থাকে। 
এই ব্যবসার মধ্যে অনলাইনের যাবতীয় পরিষেবা এসে থাকে, যেখানে আপনি যেকোন ধরনের ফর্ম ফিলাপ ও আরও অন্যান্য অনলাইন কাজ করতে পারেন। 

বর্তমানে আমাদের দেশে প্রায় ৯০ শতাংশ কাজ অনলাইন হয়ে পড়েছে তাই একটি চাকরির ফর্ম ফিলিপ থেকে শুরু করে কোন ট্রাভেল টিকিট বুক করা পর্যন্ত সমস্ত 'কিছু অনলাইন পরিষেবার মধ্যে পড়ে। 

অনলাইন তথ্য মিত্র কেন্দ্র করার অভিজ্ঞতা কি? ( What Is Experience Of Cyber Cafe Center )

অনলাইনে যেকোন ধরনের কাজ করার জন্য সামান্য কিছু কাজের অভিজ্ঞতা না থাকলেও কিছু পরিমানে ইংরেজির জ্ঞান ও টেকনিক্যাল অভিজ্ঞতা থাকা খুবই প্রয়োজন। 

টেকনিক্যাল অভিজ্ঞতার মধ্যে আপনার কম্পিউটার চালানোর ও ইন্টারনেটে কাজ শিখে নিতে হবে।  যেটি আপনি খুব সহজে ১০ দিনের মধ্যে নিজেকে তৈরি করে নিতে পারেন। 

যেকোন অনলাইন ফর্ম ফিলিপ করার জন্য একজন ক্যান্ডিডিটের কোন কোন তথ্য সেই ফর্মে দিতে হয় সে বিষয়ে আপনাকে জানতে হবে। তার পাশাপাশি আপনাকে এডোবি ফটোশপের সামান্য কিছু পরিমান এডিটিংর কাজ জানতে হবে, যে কিভাবে অনলাইন ফর্মের প্রয়োজন অনুযায়ী সঠিক মাপের ফটো ও অন্যান্য তথ্য উপলোড করবেন। 

যেকোন অনলাইন ফর্ম ফিলিপ করার জন্য সেই ফর্মের অফিসিয়াল ওয়েবসাইট কে ভিসিট করতে হবে, যেখান থেকে অনলাইন বিষয়ে সম্পূর্ণ তথ্য দেওয়া থাকে।  

অনলাইনে কোন কোন পরিষেবা দিবেন ( All Service Of Cyber Cafe )

অনলাইন তথ্য মিত্র কেন্দ্রে ( Online Cyber Cafe ) কাজ করার জন্য অনেক পরিষেবা রয়েছে যেগুলির মধ্যে আপনি কোন ক্যাটাগরি করেও কাজ করতে পারেন বা অনলাইনে সমস্থ পরিষেবাও দিতে পারেন। 

আপনি যদি সমস্থ অনলাইন সার্ভিস দিতে চান তাহলে নিচের দেওয়া কিছু গুরুত্ব পূর্ণ  ক্যাটাগরি গুলি দেখুন , যার থেকে আপনি আইডিয়া নিয়ে ব্যবহার শুরু করতে পারেন। 

  • অনলাইন চাকরির ফর্ম ফিলিপ 
  • কলেজ/ ইউনিভার্সিটি Admission Form Fill up  
  • Entrance Exam Form Fill up 
  • Photo Printing
  • Government Scheme Apply 

গুরুত্বপূর্ণ পরিষেবা 
  • Online Driving Licence Apply
  • Land Record ( জমি জরুরি পরিষেবা )
  • Online BDO Income / Residencial Certificate 
  • Online Hospital Facility( DocterBook )
  • Car & Bike Insurance
  • Banking Service
  • Hotel/ Train / Bus  / Flight Booking
  • Adhaar Card Service ( Only Adhaar Print, Online General Correction )

অনলাইন তথ্য মিত্র ব্যবসা করার জন্য কত টাকা ইনভেস্ট করতে হবে ( Online Cyber Cafe Business Money Invest )

অনলাইন তথ্য মিত্র ব্যবসা করার জন্য কত টাকা ইনভেস্ট করতে হবে এ বিষয়ে সঠিক কোন তথ্য না থাকার কারনে অনেকেয় আছেন যারা এই ব্যবসা করতে পারেন না। তাই আজকে জানবেন এই ব্যবসা করার জন্য সঠিক কত পরিমান অর্থ ইনভেস্ট করতে হবে।

এই ব্যবসা করার জন্য সঠিক কোন ইনভেস্ট পরিমানে নেই আপনাকে কাজের পরিষেবা অনুযায়ী টাকা বিনিয়োক করতে হবে। টাকা আপনাকে অনলাইন কাজ করার জন্য মেশিনের মধ্যে ইনভেস্ট করতে হবে। 


তাই মোটা মতি অনলাইন কাজ করার জন্য নিচের দেওয়া মেশিন অনুযায়ী টাকা ইনভেস্ট করতে হবে। 
  • Computer - ২০,০০০ টাকা
  • Printer - ১৫,০০০ টাকা 
  • Router - ৩০০০ টাকা 
  • UPS - ২০০০ টাকা 
Total = ৪০,০০০ টাকা 

অনলাইন তথ্য মিত্র ব্যবসা করার জন্য মেশিন ( Cyber Cafe Center All Instruments )

কম্পিউটার - অনলাইন তথ্য মিত্র কাজ করার জন্য আপনার কাছে একটি সঠিক ও উপযুক্ত কম্পিউটার সিস্টেম থাকতে হবে সেটির থেকে আপনাকে সমস্থ অনলাইন কাজ করতে হবে কোন রূপ সমস্যা ছাড়া।  নিচের দেওয়া তথ্য অনুযায়ী আপনি একটি সঠিক কনফিগারেশন PC কিনতে পারবেন। 

# Computer Specification

  • Motherboard - H61
  • CPU - Intel 3rd Generation
  • RAM - 4 GB ( 1600 MZ) 
  • Storage - 480 GB SSD

# Printer  Specification

  • Epson - L1350, L310

# Router / Internet Connection

  • প্রয়োজন অনুযায়ী 

অনলাইন ব্যবসা করার জন্য এই সমস্থ মেশিন গুলি আপনাকে কিনতে হবে।  এই Specification সম্পন্ন মেশিন দ্বারা আপনি খুব সহজে কোন রূপ সমস্যা ছাড়া যেকোন ধরনের অনলাইন কাজ করতে পারবেন। 

Conclusion

অনলাইন তথ্য মিত্র ব্যবসা খুবই গুরুত্ব পূর্ণ ব্যবসা যেখান থেকে আপনি ভালো পরিমানে টাকা উপার্জন করতে পারবেন। বর্তমানে এই ব্যবসা অনেক জনপ্রিয় টাকা উপার্জন করার মাধ্যম যেটি আপনি একটি ছোট রুমের মধ্যে শুরু করতে পারেন।

0 Post a Comment:

Please Do Not enter any spam link in the comment box.