বর্তমানে যেকোন ব্যক্তি টাকার লেনদেন কোন না কোন ব্যাংকের মাধ্যমে করে থাকে যেখানে কোন টাকা জমা করা বলুন বা কোন ব্যক্তিকে টাকা ট্রান্সফার করে ব...

NEFT কি? | What Is NEFT In Bengali

NEFT কি? | What Is NEFT In Bengali

NEFT কি?,what Is NEFT In Bengali কিভাবে এক ব্যাঙ্ক থেকে অন্য এক ব্যাঙ্ক একাউন্টে টাকা পাঠাবেন কোন রূপ সমস্যা ছড়ায়,আধার নম্বরের সাহায্যে টাকা পাঠান।

NEFT কি? | What Is NEFT In Bengali

8 10 99
বর্তমানে যেকোন ব্যক্তি টাকার লেনদেন কোন না কোন ব্যাংকের মাধ্যমে করে থাকে যেখানে কোন টাকা জমা করা বলুন বা কোন ব্যক্তিকে টাকা ট্রান্সফার করে বলুন সমস্ত কিছু ব্যাঙ্কিং মাধ্যমে হয়ে থাকে। 
এখানকার দিনে কোন ব্যক্তিকে টাকা পাঠানো কোন বড় বিষয় নয় ,কয়েক মিনিটের মধ্যে টাকা এক একাউন্ট থেকে অন্য ব্যক্তির একাউন্টে টাকা ট্রান্সফার করা সম্ভব। 

টাকা পাঠানোর জন্য ব্যাংকে বিভিন্ন মাধ্যম রয়েছে যেমন IMPS, RTGS ,UPI ইত্যাদি। কিন্তু এই পাশাপাশি আরেকটি সার্ভিস রয়েছে টাকা পাঠানোর জন্য যেটি হল NEFT.

NEFT মাধ্যমে খুব সহজে যেকোন ব্যাঙ্ক একাউন্টে টাকা পাঠানো সম্ভব এবং খুব দ্রুত হয়ে থাকে এই প্রক্রিয়া। বর্তমানে সমস্থ রাষ্ট্রীয় ব্যাংকে এই NEFT পরিষেবা রয়েছে। 
যেখানে খুব সহজে আপনি এক একাউন্ট থেকে অন্য ব্যাঙ্ক এক্কোউন্টে টাকা পাঠাতে পারেন। খুব কম টাকার বিনিময়ে। 
তাই আজকে আমরা এই আর্টিকেলের মাধ্যমে জেনে নেব যে NEFT কি? কিভাবে এর মাধ্যমে টাকা পাঠানো হয়। 

NEFT কি?- What Is NEFT 

NEFT একটি ব্যাঙ্কিং Systme যার সাহায্যে যেকোন এক ব্যাঙ্ক থেকে অন্য আরেক ব্যাঙ্ক একাউন্টে টাকা পাঠানো সম্ভব। 
  NEFT মানে National Electronics Funds Transfer যেটি ২০০৫ সালে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক দ্বারা শুরু করা হয়েছে। এই পরিষেবা সম্পূর্ণ ভাবে RBI দ্বারা নিয়ন্ত্রন করা হয়। 
NEFT  একটি অনলাইন Electronics Money Transfer প্রক্রিয়া যার সাহায্যে খুব সহজে এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানো সম্ভব। NEFT এর মাধ্যমে পাঠানো টাকা কাস্টমারের একাউন্টে একটি নিদিষ্ট সময়ের মধ্যে Credit হয়ে থাকে। 

বর্তমান সময়ে ব্যাঙ্কিং সিস্টেমে NEFT একটি অনেক গুরুত্ব পূর্ণ পদ্ধতি টাকা ট্রান্সফার করার যেখান ১ থেকে ২৫ লক্ষ পর্যন্ত টাকা পাঠানো সম্ভব যেখান অন্যান্য যেকোন পদ্ধতি গুলিতে টাকা পাঠানোর একটি বিশেষ লিমিট রয়েছে। 

এই পরিষেবা যেকোন ব্যাংকার থেকে অনলাইন ও অফলাইন এই দুই প্রক্রিয়ার মাধ্যমে নিতে পারেন।  যেখানে অফলাইন মানে সরাসরি ভাবে ব্যাঙ্ক থেকে নিতে পারেন এবং অনলাইন মানে ইন্টারনেট ব্যাঙ্কিং এর সাহায্যে নিতে পারেন। 

NEFT Full-From কি?

NEFT এর পুরো নাম হল National Electronics Funds Transfer. এই টাকা পাঠানোর পদ্ধতি RBI দ্বারা ২০০৫ সালে ব্যাঙ্কিং সেক্টরে নিয়ে আসা হয়ে ছিল। 

বর্তমানে যে যে ব্যাঙ্ক গুলি এই NEFT পরিষেবার সাথে যুক্ত সেই সব ব্যাঙ্ক থেকে আপনি এই পরিষেবার সুবিধে নিতে পারেন। 

NEFT Transaction Time 

বর্তমানে NEFT এর মাধ্যমে টাকা পাঠানোর মোট দুটি মাধ্যম রয়েছে যেখানে আপনি খুব সহজে যেকোন অন্য ব্যাঙ্ক একাউন্টে টাকা পাঠাতে পারেন। 

অফলাইনে ব্যাংকের মাধ্যমে NEFT করলে একটি নিদিষ্ট অফিসিয়াল সময়ে এই পরিষেবা নিতে পারেন যেখানে সকাল ৮ থেকে রাত ৭ টা পর্যন্ত এই পরিষেবার মাধ্যমে টাকা পাঠাতে পারেন এবং অন্যান্য দিনে যেমন শনি বারে ৮ থেকে দুপুর ১ টা পর্যন্ত। 

এবং অনলাইনে NEFT পরিষেবার ক্ষেত্রে কোন সময় নেই দিনে ২৪ ঘন্টা এই পরিষেবার মাধ্যমে টাকা পাঠানো সম্ভব। ২০২০ সালে RBI থেকে এই পরিষেবা বছরে ৩৬৫ দিন নিতে পারেন। 

NEFT মাধ্যমে টাকা পাঠানোর চার্জ 

যেকোন ব্যাংকের থেকে এই NEFT মাধ্যমে অন্য ব্যাঙ্ক একাউন্টে টাকা Send করলে সেখানে একটি নিদিষ্ট টাকা চার্জ নেওয়া হয়। এই চার্জ Send করা টাকার উপরে ভিত্তি করে কাটা হয় যেটিকে টাকা পাঠানো ব্যক্তির Transction সময় কাটা হয়। 

  • 10,000 টাকা পর্যন্ত - Rs. 2.50 + GST
  • 10,000 থেকে  To 1 লক্ষ পর্যন্ত  - Rs. 5 + GST
  • 1 লক্ষ থেকে 2 লক্ষ পর্যন্ত - Rs. 15  + GST
  • 2 লক্ষ থেকে  5 লক্ষ পর্যন্ত - Rs. 25 + GST
  • 5 লক্ষ থেকে 10 লক্ষ পর্যন্ত - Rs. 25 + GST

NEFT এর সুবিধে - Benefits Of NEFT 

বর্তমানে NEFT মাধ্যমে টাকা পাঠানোর অনেক সুবিধে রয়েছে যেমন -
  • প্রথমে NEFT এর মাধ্যমে আপন যেকোন কম Amount এ টাকা পাঠাতে পারেন যেটি RTGS ও IMPS এ দেওয়া হয় না। 
  • NEFT মাধ্যেম আপনি খুব কম সময়ে যেকোন ব্যক্তি কে বা কোন সংস্থা কে টাকা পাঠাতে পারেন। 
  • NEFT মাধ্যমে টাকা পাঠানোর উপর চার্জ তুলনামূলক ভাবে অন্যান্য প্রক্রিয়া গুলির থেকে অনেক কম। 
  • দিনে ২৪ ঘন্টা এই পরিষেবা নিতে পারেন। 
  • NEFT খুব সহজে যেকোন সময়ে ইন্টারনেট ব্যাঙ্কিং এর মাধ্যমে টাকা পাঠানো সম্ভব। 
  • এই পরিষেবা মাধ্যেম কাস্টমার কে ১ ঘন্টার মধ্যে টাকা পাঠানো সম্ভব। 

NEFT মাধ্যমে টাকা পাঠানোর পদ্ধতি 

যেমটা উপরে আপনাদের জানানো হয়েছে যে NEFT এর মাধ্যমে টাকা পাঠানোর মোট দুটি পদ্ধতি রয়েছে একটি offline এবং Online. তাহলে আমরা দেখে নেব কিভাবে আপনি এই দুটি পদ্ধতি ব্যবহার করে কোন অন্য ব্যাঙ্ক একাউন্টে টাকা পাঠাবেন। 

Off-Line By Bank 

  • NEFT এর মাধ্যমে যদি আপনি সরাসরি ব্যাংকের মারফে টাকা পাঠান তাহলে এই প্রক্রিয়া টি করার জন্য আপনাকে নিদিষ্ট সময়ের মধ্যে করতে হবে। 
  • এখানে আপনাকে জানতে হবে আপনার পাঠানো টাকা কাস্টমারের কাছে এক নিদিষ্ট সময়ের মধ্যে ক্রেডিট হয়ে যেটির সময় ১ ঘন্টার মতো সময় লাগতে পারে। 
  • NEFT মাধ্যমে টাকা পাঠানোর জন্য প্রথমে আপনাকে ব্যাঙ্ক থেকে একটি ফর্ম দেওয়া হয়ে। এই ফর্ম টি RTGS এবং NEFT Form নাম পরিচিত। 
  • ফর্মের মধ্যে আপনাকে নিজের নাম, ব্যাঙ্ক কোড ,IFSC ও টাকার Amount দিতে হবে অন্য দিকে টাকা পাঠানো গ্রাহকের ব্যাংকের নাম, শাখার নাম ও কোড, IFSC ,মোবাইল নম্বর, টাকার মূল্য দিয়ে ফর্ম টিকে সম্পূর্ণ করতে হবে। 
  • এই পদ্ধতি টি করার পর আপনার NEFT জন্য তৈরি হয়ে যাবে যেখানে এই NEFT প্রক্রিয়া একটি ব্যাচের মাধ্যমে হয়ে থাকে। এই ব্যাচ ১ ঘন্টা অন্তর অন্তর হয়ে থাকে। 
  • মনে করুন আপনি NEFT প্রক্রিয়া টি ১০ টার সময়ে জমা করলেন সেটি আপনার বেলা ১১ টার সময়ে সম্পূর্ণ হবে। 

Online By Internet Banking 

বর্তমানে আপনি যদি ইন্টারনেট ব্যাঙ্কিং এর সাহায্যে NEFT মাধ্যমে টাকা পাঠান তাহলে এখানে ব্যাংকের থেকে অনেক বেশি সুবিধে পেয়ে থাকেন। এবং ব্যাংকের তুলনায় অনেক সহজ হয়ে থাকে। 
  • অনলাইনের মাধ্যমে NEFT করার জন্য অবশ্য আপনার ব্যাংকে ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবা থাকতে হবে। 
  • প্রথমে আপনাকে আপনার ইন্টারনেট ব্যাঙ্কিং এ Login করে নিতে হবে User Name ও Password দিয়ে। 
  • তারপর NEFT পরিষেবা টি বেছে নিতে হবে। 
  • টাকা পাঠানোর আগে যে ব্যক্তি কে টাকা সেন্ড করবেন তাকে Benefisery তে Registration করতে হবে। এই Registration প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য বিভিন্ন ব্যাংকে একাধিক সময়ে নিয়ে থাকে। অধিকাংশ ব্যাংকে ৩০ থেকে ৬০ মিনিট সময়ে নিয়ে থাকে। 
  • তারপর NEFT Option বেছে নিতে হবে যেখানে একটি নতুন পেজে ফর্ম টি এসে যাবে যেখান টাকা পাঠানো ব্যক্তির সমস্থ তথ্য দিতে হবে। 
  • এই ব্যক্তির তথ্য হিসেবে নাম,ব্যাংকের নাম, ব্রাঞ্চ কোড, IFSC কোড, একাউন্ট নম্বর ও মোবাইল নম্বর দিয়ে অনলাইন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। 
  • বর্তমানে RBI দ্বারা NEFT তে কিছু Advance Feature নিয়ে এসেছে NEFT এর মধ্যে যেখানে টাকা পাঠানোর জন্য ব্যক্তির মোবাইল নম্বর ও আধার নম্বরের মাধ্যমে টাকা পাঠানো সম্ভব। 
  • এই সমস্থ প্রক্রিয়া টি সম্পন্ন করার পর কাস্টমারের এক্কোউন্টে সঠিক সময়ে টাকা Credit হয়ে যাবে। 

সুবিধে - Benefits Of Online NEFT 

offline Banking System এর তুলনায় অনলাইন NEFT প্রক্রিয়া অনেক বেশি সুবিধে দিয়ে থাকে ব্যাঙ্ক যেমন -
  • দিনে ২৪ ঘন্টা এই প্রক্রিয়ার সুবিধে নিতে পারেন। 
  • স্মার্টফোনের সাহায্যে এই NEFT প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। 
  • Mobile No ও Aadhaar No সাহায্যে NEFT প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। 

Conclusion

তাহলে বন্ধুরা আশাকরি NEFT কি? বুঝতে পড়েছেন এবং কিভাবে এই প্রক্রিয়ায় এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠাবেন কোন রূপ সমস্যা ছাড়াই। NEFT তে আপনি কোন গ্রাহক কে তার মোবাইল নম্বর বা আধার নাম্বারের মাধ্যমেও খুব সহজে টাকা পাঠানো সম্ভব। 
NEFT বিষয়ে কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানান। 

0 Post a Comment:

Please Do Not enter any spam link in the comment box.