বন্ধুরা বর্তমানে যেকোন ব্যক্তি টাকা পয়সা সুরক্ষিত রাখার জন্য যেকোন ব্যাংকে একাউন্ট খুলে লেনদেন  করে থাকে। যেটি আপনি খুব সহজে আপনার স্থানী ব্...

Current Account ও Savings Account মানে কি? ও পার্থক্য কি?

Current Account ও Savings Account মানে কি? ও পার্থক্য কি?

what is Current Account ও Savings Account মানে কি? সেভিংস একাউন্ট ও কারেন্ট একাউন্টের মধ্যে পার্থক্য কি? এবং কোন কোন সুবিধে পাওয়া যায় সম্পূর্ণ তথ্য।

Current Account ও Savings Account মানে কি? ও পার্থক্য কি?

8 10 99
বন্ধুরা বর্তমানে যেকোন ব্যক্তি টাকা পয়সা সুরক্ষিত রাখার জন্য যেকোন ব্যাংকে একাউন্ট খুলে লেনদেন  করে থাকে। যেটি আপনি খুব সহজে আপনার স্থানী ব্যাঙ্ক শাখা থেকে  করে থাকেন। 
কোন ব্যক্তি ব্যাংকে দুটি মাধ্যমে লেনদেন করে থাকে Saving Account এবং Current Account এর মাধ্যমে যেখানে এই দুটি একাউন্টের ভিন্ন  ভিন্ন সুবিধে রয়েছে। 
বর্তমানে অনেক ব্যাঙ্ক গ্রাহক এই দুটি একাউন্টের বিষয়ে শুনে থাকেন কিন্তু অনেকের এর বিষয়ে সম্পূর্ণ তথ্য নেই। যদিও saving account তথ্য জেনে থাকে কিন্তু Current এর বিষয়ে অনেকেই অজানা। 

তাই বন্ধুরা আজকে আমরা জেনে নেব Current Account কি সঙ্গে জানবো   কারেন্ট একাউন্ট ও সেভিং একাউন্টের মধ্যে পার্থক্য এবং সুবিধে। 

তার আগে জেনে নিন Saving Account এবং Current Account কি? কিভাবে আবেদন করবেন এই একাউন্টের জন্য। 

Current Account কি? - What Is Current Account 

যেকোন ভারতীয় রাষ্ট্রীয় ব্যাংকে কারেন্ট একাউন্টের পরিষেবা থাকে যেখানে যেকোন ব্যাঙ্ক গ্রহক এই পরিষেবা নিতে পারে। সাধারণত এই পরিষেবা ব্যবসায়ী ব্যক্তিরা নিতে পারেন যেখানে তাদের একাধিক টাকার লেনদেন করতে পারে। 
savings current Account

কারেন্ট একাউন্ট সাধারণত ব্যবসা-বাণিজ্য ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে, যাতে  ব্যাঙ্ক গ্রাহক একাধিক টাকার লেনদেন করতে পারে। এখানে গ্রাহকের কাছে কোন টাকার লিমিট থাকে না দিনে যত খুশি Transaction করার সুবিধে পেয়ে থাকে। 
এই কারেন্ট একাউন্টের গ্রাহক তার জমানো টাকার উপর কোন রূপ সুদ দেওয়া হয় না। এবং গ্রাহক কারেন্ট একাউন্টের ইন্টারনেট ব্যাঙ্কিং ও ATM কার্ডের মতো Facility পেয়ে থাকে। 

কারেন্ট একাউন্টের গ্রাহক কে কোন পাসবুক দেওয়া হয় না। 

Current Account খোলার জন্য প্রয়োজনীয় নতি 

কারেন্ট একাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় Documents 
  • প্যান কার্ড 
  • আধার কার্ড 
  • মোবাইল নম্বর 
  • পাসপোর্ট সিজের ফটো 
  • এবং প্রয়োজনীয় নতি 

Saving Account কি?-What Is Saving Account 

সেভিং একাউন্ট বর্তমানে যেকোন গ্রাহক এই একাউন্টের মাধ্যমে ব্যাংকে টাকা রেখে থাকে। এই একাউন্ট যেকোন সাধারণ ব্যক্তির সুবিধের জন্য সমস্থ Facility দিয়ে থাকে। 

এই একাউন্ট খুব সহজে যেকোন গ্রাহক Open করতে পারে যেখানে কিছু পরিমান Role এর ভিত্তিতে কোন রূপ সমস্যা ছাড়াই লেনদেন করতে পারেন। 

ব্যাঙ্ক এই সেভিং একাউন্টের মধ্যে ৪% থেকে ৬% সুদ দিয়ে থাকে যেটি ব্যাঙ্ক গ্রাহকের মোট জমা টাকার উপর সুদের হার দিয়ে থাকে। 

সেভিং একাউন্ট কোন একজন ব্যক্তি বা একের বেশি ব্যক্তি এক সাথে খাতা খুলে পারে এবং একাউন্টের মধ্যে Join গ্রাহকরা যেকেউ এই একাউন্ট কে এক্সেস করতে পারে। 

সেভিং একাউন্টের মধ্যেও আপনি ইন্টারনেট ব্যাঙ্কিং ও Debit কার্ডের মতো সুবিধে পেয়ে থাকবেন। 

Saving Account বিভিন্ন প্রকারের হয়ে থাকে যেমন -
  • Salary Saving Account 
  • Regular Savings Account 
  • 0 Balance Savings Account 
  • Senior Citizen & Minor Savings Account 

Saving  Account খোলার জন্য প্রয়োজনীয় নতি 

  • ভোটার কার্ড 
  • আধার কার্ড 
  • মোবাইল নম্বর 
  • পাসপোর্ট সিজের ফটো 
  • এবং প্রয়োজনীয় নতি 

সেভিং একাউন্ট ও কারেন্ট একাউন্টের মধ্যে পার্থক্য 

সেভিং এবং কারেন্ট একাউন্টের মধ্যে পার্থক্য অনেকেই রয়েছে যেমন -

  • সেভিং একাউন্ট গ্রাহকের টাকা Save করার জন্য হয়ে থাকে এবং কারেন্ট একাউন্ট গ্রাহকের ব্যবসার ক্ষেত্রে লেনদেন কে সহজ করার জন্য হয়ে থাকে। 
  • সেভিং একাউন্ট যেকোন গ্রাহক খুলতে পারে কিন্তু কারেন্ট একাউন্ট কেবল ব্যবসার সাথে জড়িত ব্যক্তিরাই এই একাউন্টের সুবিধে  নিতে পারেন।
  • সেভিং একাউন্টের মধ্যে সময় মত ৪ থেকে ৬ %  সুদ দেওয়া হয় কিন্তু কারেন্ট এক্কোউন্টে গ্রাহক কে কোন রূপ সুদ দেওয়া হয় না। 
  • সেভিং একাউন্টে দিনে ৪ থেকে ৫ টি লেনদেন করতে পারবেন , কারেন্ট Account এর ক্ষেত্রে কোন লেনদেনের লিমিট থাকে না। 
  • সেভিং একাউন্টে বিভিন্ন ব্যাংকে দিনে চেক ছাড়া  টাকা তোলার লিমিট থাকে কিন্তু কারেন্ট একাউন্টে এই রুপ কোন লিমিট থাকে না। 
  • সেভিং একাউন্টে গ্রাহকের কেবল একাউন্টে জমা টাকা তোলার সুবিধে থাকে কিন্তু কারেন্ট একাউন্টে জমা টাকার অধিক পরিমান টাকা তোলার সুবিধে দিয়ে থাকে। 
  •  সেভিং একাউন্টে সর্বনিম্ন ব্যালান্স না থাকায় কিছু পরিমান  টাকা পেনাল্টি হিসেবে কাটা হয় কিন্তু কারেন্ট একাউন্টেও এই পেনাল্টি লেগে থাকে কিন্তু পরিমানে অনেক বেশি। 

সুবিধে ( Benefits )

যেকোন ব্যাঙ্ক তার গ্রাহক দের বিভিন্ন ধরনের সুবিধে দিয়ে থাকে কিন্তু  সেভিং একাউন্ট এবং কারেন্ট একাউন্ট দুটির ভিন্ন ভিন্ন সুবিধে রয়েছে। 

Benefits Of  Savings Account 

Savings Account যেকোন কাজে ব্যবহার করতে পারা যায়। 

  • Savings Account এর সাথে বিভিন্ন ধরনের Life Insurance, Health Insurance এর সুবিধে Offer করে থাকে ব্যাঙ্ক। 
  • ব্যাঙ্কিং Locker Fee তে Savings Account এ  ১৫% থেকে ৩০ % ছাড়া দিয়ে থাকে যদি একাউন্টে নিয়মিত ভালো টাকার লেনদেন Maintenance করা হয় যদি। 
  • Savings এর উপর বিভিন্ন ব্যাঙ্ক প্রয়োজনের বেশি সুদ দিয়ে থাকে যদি একাউন্ট টিতে ভালো টাকার জমা হয়ে থাকে। 
  • Savings Account এর Debit Card কে International Debit কার্ডে Convert করা সম্ভব। 
  • আপনার একাউন্ট যদি অনেক বেশি টাকার একাউন্ট হয়ে থাকে তাহলে আপনি Gold কেনার সময় ৩- ৫% পর্যন্ত ছাড়  পেতে পারেন। 
  • সেভিংস একাউন্টের সাহায্যে আপনি ট্রেন্ডিং করতে পারেন যেখানে আপনার একাউন্ট কে Demat Account এর সাথে Link করা হয়। 
  • এছাড়াও সেভিংস একাউন্টের সাহায্যে আপনি যেকোন Bill Payment করতে পারবেন অতিরিক্ত মূল্য ছড়ায়। 

Benefits Of Current Account 

সেভিংস একাউন্টের মতো ঠিক কারেন্ট একাউন্টেও অনেক সুবিধে রয়েছে -
  • Current Account টাকা লেনদেনের কোন রূপ লিমিট থাকে না। 
  • Account ব্যালান্সের অধিক টাকা Withdrawal করা মতো সুবিধে। 
  • যেকোন Money Transfer এর কোন লিমিট থাকে না। 
  • Current Account এ ব্যাঙ্ক গ্রাহকে মোবাইল ব্যাঙ্কিং, অনলাইন ব্যাঙ্কিং ও Door Step Banking Facility দেওয়া হয়। 
  • কারেন্ট একাউন্টের সাহায্যে যেকোন ফিন্যান্স সেক্টর থেকে লোন খুব সহজে পেয়ে থাকেন। 
  • কারেন্ট একাউন্ট এর বিসনেস ট্রান্সক্শন যেকোন সিটির ব্রাঞ্চ থেকে করতে পারবেন। 

Conclusion

তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে Savings Account ও Current Account কি এবং এর মধ্যে পার্থক্য কি রয়েছে। এই দুই একাউন্টে কোন কোন সুবিধে দিয়ে থাকে ব্যাঙ্ক। এই বিষয়ে কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানান। 

0 Post a Comment:

Please Do Not enter any spam link in the comment box.