জুলাই ১৬, ২০২১
বন্ধুরা আজকে আমরা জানব সোশ্যাল মিডিয়া মার্কেটিং মানে কি ও কিভাবে করা হয়। আমার বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে একাধিক কোম্পানির বিজ...
সোশ্যাল মিডিয়া মার্কেটিং মানে কি?-Social Media Marketing in Bengali
সোশ্যাল মিডিয়া মার্কেটিং মানে কি?-Social Media Marketing in Bengali
তাহলে আশাকরি বন্ধুরা বুঝেছেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি? এবং কিভাবে আপনি একজন ভালো সোশ্যাল মিডিয়া মার্কেটের হবেন ,
সোশ্যাল মিডিয়া মার্কেটিং মানে কি?-Social Media Marketing in Bengali
8
10
99
বন্ধুরা আজকে আমরা জানব সোশ্যাল মিডিয়া মার্কেটিং মানে কি ও কিভাবে করা হয়। আমার বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে একাধিক কোম্পানির বিজ্ঞাপন দেখে থাকি কোন Image অথবা কোন ভিডিও ফরম্যাটে মাধ্যমে যেটি সরাসরি সম্পূর্ণ ভাবে সেই সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম থেকে আমাদের কে দেখিয়ে থাকে।
এই প্রক্রিয়া একটি ডিজিটাল মার্কেটিং পদ্ধতি যেটি সম্পূর্ণ ভাবে অনলাইনে সোশ্যাল মিডিয়া সার্ভারের মধ্যে Run হয়ে থাকে। বর্তমানে এই মার্কেটিং অনেক গুরুত্বপূর্ণ ও সহজ মাধ্যম যেখানে একজন ইউসার কে খুব সহজে তাদের Product বিক্রি করতে পারে।
এখানকার দিনে প্রায় সমস্ত সোশ্যাল মিডিয়াতে এই ধরনের মার্কেটিংব শুরু হয়েছে এবং পরবর্তী দিয়ে এ ব্যবসা বেশি পরিমানে Growth পাবে। কারন কোন ইউসার যেকোন অনলাইন প্লাটফর্মের থেকে সোশ্যাল মিডিয়াতে বেশি সময় কাটিয়ে থাকে।
তাহলে আমরা দেখে নি কিভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং মানে কি এবং কিভাবে কাজ করে তার সমস্ত তথ্য।
সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি ?-Social Media Marketing in Bengali
সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক ধরনের অনলাইন ইন্টারনেট মার্কেটিং অথবা ডিজিটাল মার্কেটিং হয়ে থাকে, এই মার্কেটিং সোশ্যাল প্লাটফর্মের ইউসার দের কে টার্গেট করে ads Campaign চালিয়ে থাকে। এই মার্কেটিং পদ্ধতি আমরা সরাসরি যেকোন সোশ্যাল মিডিয়া কন্টেন্ট পোস্টের মধ্যে দেখতে পাওয়া যায়। সোশ্যাল মিডিয়া মার্কেটিং মধ্যে ফেসবুক,ইনস্টাগ্রাম,ইউটিউব ও টুইটার মার্কেটিং হল বর্তমানে অনেক জনপ্রিয় ও অনেক ট্রেন্ডিং মাধ্যম।
এখানকার দিনে বিভিন্ন কোম্পানি তাদের প্রোডাক্ট প্রমোশন করে থাকে বা তাদের product বিক্রি করার জন্য এই সব সোশ্যাল মিডিয়ার সাহায্যে করে থাকে। কোন কোম্পানি এই প্লাটফর্ম থেকে সরাসরি নিজেদের ল্যান্ডিং পেজের মধ্যে নিয়ে পণ্য বিক্রি করে থাকে।
সোশ্যাল মিডিয়া মার্কেটিং কেন করা হয়
বর্তমানে যেকোন মোবাইল ইউসার ঘন্টার পার ঘন্টা সোশ্যাল মিডিয়াতে সময় কাটিয়ে থাকে ফলে যেকোন কোম্পানি গুলি তাদের প্রোডাক্টের সেল বাড়ানোর জন্য এই সব সোশ্যাল মিডিয়ার ইউসারদের টার্গেট করে থাকে। এখানে খুব সহজে যেকোন প্রোডাক্টের জন্য সঠিক ইউসার দের কাছে তাদের পণ্য Promote করে থাকে।
এখানে যেকোন বিশেষ পণ্যের জন্য বিশেষ ইউসার কে পণ্য বিক্রি করে থাকে। কোন পণ্য কোন শ্রেণীর ইউসার দের জন্য বেশি পছন্দের তা এখানে খুব সহজে টার্গেট করা হয়। এখানে আপনি কোন এক বিশেষ প্রোডাক্ট কোন এক নির্দিষ্ঠ Location ভিত্তিক ডিজিটাল Product বিজরী করতে পারেন।
সোশ্যাল মিডিয়া মার্কেটিং কিভাবে করবেন
সোশ্যাল মিডিয়াতে তে কোন প্রোডাক্টের মার্কেটিং করার জন্য অনেক কিছুর প্রয়োজন হয়ে থাকে, যেটির সাহায্যে আপনি খুব সহজে এখানে মার্কেটিং করতে পারবেন। নিজের দেওয়া তথ্য গুলিয়ে আপনাকে খুব সহজে একজন ভালো সোশ্যাল মিডিয়া মার্কেটের তৈরি করতে পারে।
Content Planning
সোশ্যাল মিডিয়াতে কোন পণ্যের জন্য মার্কেটিং করার জন্য অবশ্য High Quality Content এর প্রয়োজন হয়ে থাকে। একজন ইউসার কোন প্রোডাক্ট কে কেনার জন্য সবার প্রথমে তার content এর মাধ্যমে পছন্দ করে থাকে। এবং কোন পণ্যের সমস্ত কিছু তথ্য এই কন্টেন্টের মাধ্যেম দেওয়া হয় যেটি আপনার কোন image অথবা কোন Video ফরম্যাটের সাহায্যে দিতে পারেন।
বর্তমানে সোশ্যাল মিডিয়া তে বিভিন্ন প্রোডাক্টের Promotion Ads এই দুই ফরম্যাটের মাধ্যমে করে থাকে। এখানে আপনার ভিডিও বা ইমেজ কন্টেন্ট যত আকর্ষণী হবে আপনার পণ্যের মার্কেটিং তত Boots হবে।
Image Editing
একটি প্রোডাক্টকে প্রমোশন করার জন্য ভিডিওর পাশাপাশি ইমেজ কন্টেন্টের মাধ্যমেও অনেক বেশি মার্কেটিং কার সম্ভব , কারন এখনকার দিনে বেশির ভাগ প্রোডাক্ট ইমেজেগ্রাফিক্স মাধ্যমে করে থাকে। এখানে আপনি কোন পণ্যের জন্য উন্নত মানের ও আকর্ষনীয় ফটোর সাহায্যে বিজ্ঞাপন তৈরি বানিয়ে Ads Run করে থাকে।
কোন ভালো Image বানানোর জন্য ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন Tool এর সাহায্যে আপনি একটি ভালো মানের ইমেজ বানাতে পারেন যেটি একটি Product এর বিজ্ঞাপনের জন্য খুব আকর্ষণীয় হয়ে থাকে।
Video Editing
সোশ্যাল মিডিয়াতে কোন প্রোডাক্ট বিজ্ঞাপনের সাহায্যে বিক্রি করার জন্য ভিডিওগ্রাফি অনেক বেশি পরিমানে যেকোন অনলাইন ইউসার আকর্ষণীয় করে থাকে। যত বেশি Effecting Video হবে তত বেশি পণ্যের সেল আসার সম্ভাবনা থাকে।
কোন প্রোডাক্টের বিজ্ঞাপন সাধারণ ৮ থেকে ৩০ সেকেন্ডের মাধ্যমে হয়ে থাকে যেখানে এই কম সময়ের মধ্যে একটি পণ্যের সমস্ত কিছু তথ্য ইয়া ভিডিও মধ্যে দিতে থাকে। এই ধরনের ভিডিও ads বানানোর জন্য আপনি বিভিন্ন ভিডিও এডিটিং সফটওয়্যার মধ্যে বানাতে পারেন।
Social Media Ads Campaign কিভাবে করা হয়
যেকোন সোশ্যাল মিডিয়াতে কোন প্রোডাক্টের Ads Campaign চালানোর জন্য প্রতিটি সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের জন্য একটি ভিন্ন Tool দেওয়া হয় বিজ্ঞাপন চালানোর জন্য।
যেমন ফেসবুকে Ads এর জন্য facebook Business Manager এবং Twitter এর জন্য Twitter Business Manager এই দুটির টুলের সাহায্যে আপনি Facebook ও Twitter এই দুই প্লাটফর্মে বিজ্ঞাপন চালাতে পারেন। অবশ্য এখানে আপনার একটি পেজ থাকতে হবে যেটির সাহায্যে সমস্থ Ads Campaign গুলি মনিটর করতে পারবেন।
Conclusion
তাহলে আশাকরি বন্ধুরা বুঝেছেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি? এবং কিভাবে আপনি একজন ভালো সোশ্যাল মিডিয়া মার্কেটের হবেন ,এই বিষয়ে কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ড বক্সে জানান।
0 Post a Comment:
Please Do Not enter any spam link in the comment box.