বর্তমানে দিন দিন অনলাইন টাকা উপার্জনের মাধ্যম ক্রমশ বেড়ে চলেছে।  যেখানে কোন চাকরি পাওয়া যত কঠিন হয়ে উঠছে বেকার ছেলে মেয়েদের টাকা উপার্জনের ...

লোগো ডিজাইন করে টাকা আয় | Earn money From Logo Design

লোগো ডিজাইন করে টাকা আয় | Earn money From Logo Design

লোগো ডিজাইন করে টাকা আয়-earn money from logo design, কিভাবে অনলাইন থেকে টাকা উপার্জন করবেন লোগো ডিসাইন করে,freelancing থেকে টাকা আয়।

লোগো ডিজাইন করে টাকা আয় | Earn money From Logo Design

8 10 99

বর্তমানে দিন দিন অনলাইন টাকা উপার্জনের মাধ্যম ক্রমশ বেড়ে চলেছে।  যেখানে কোন চাকরি পাওয়া যত কঠিন হয়ে উঠছে বেকার ছেলে মেয়েদের টাকা উপার্জনের জন্য অনলাইন টাকা আয়ের মাধ্যম অনেক কম ও সহজ মনে হয়ে উঠছে। এখানকার দিনে অনলাইন থেকে টাকা আয়ের বিভিন্ন উৎস রয়েছে তার মধ্যে হল একটি লোগো ডিজাইন করে টাকা আয় 

লোগো ডিজাইন করে টাকা আয় করা অন্যান্য যেকোন পদ্ধতি গুলি থেকে অনেক সহজ। এখানে আপনি খুব অল্প সময়ের মধ্যে ভালো টাকা আয় করতে পারেন। আমরা দেখেছি যেকোন কোম্পানি বা ব্র্যান্ড এর জন্য অবশ্য একটি নিদিষ্ট Logo বা Symbol এর প্রয়োজন হয়ে থেকে যেটি সরাসরি সেই কোম্পানির Brand Value কে ইঙ্গিত করে। 

তাহলে আপনি যদি একজন সফল লোগো ডিজাইনের হতে চান তাহলে এই ফিল্ড কিছু বিষয়ে আপনার ভালো ভাবে অভিজ্ঞতা থাকতে হবে যেটিকে আপনি কাজে লাগিয়ে কোন কাস্টমারের লোগো ডিজাইন করে টাকা আয় করতে পারেন। তার আগে জেনে নেব লোগো ডিজাইন বিষয়ে কিছু তথ্য ও কোন কোন মাধ্যমে টাকা আয় করা যায়। 

লোগো ডিজাইন কি? What Is Logo Design 

লোগো এক এমন creativity Image fome যেটির সাহায্যে কোন কোম্পানির value কে সরাসরি ভাবে Represent করে থাকে। যেকোন কোম্পানির অবশ্য একটি নিদিষ্ট লোগো থাকা প্রয়োজন কারন কোন  কোম্পানি তার প্রমোশন করার জন্য সম্পূর্ণ নামের ব্যবহার হয় না। 
Logo Design

তারজন্য একটি নিদিষ্ট লোগো অথবা Symbol এর প্রয়োজন হয়ে থাকে। এই কোম্পানি গুলি সরাসরি অনলাইন ও অফলাইন থেকে এই ধরনের লোগো গুলি বানিয়ে থাকে যেটির জন্য তারা অনেক বেশি পরিমানে টাকা দিয়ে থাকে। 

লোগো ডিজাইন কয় প্রকারের- Types Of Logo Design

বিভিন্ন কোম্পানি তাদের প্রয়োজন মতো লোগো বানিয়ে থাকে তাই আমরা দেখে নেব লোগো কয় প্রকারের হয়ে থাকে -

  • Monogram Logo 
  • Wordmarks Logo 
  • Mascots Logo 
  • Pictorial Logo 
  • Abstract Logo 
  • Combination Marks 
  • Emblem Logo 


Monogram Logo

Monogram লোগোতে সাধারণত কোম্পানির যে নাম থাকে সেই সম্পূর্ণ পুরো নামের কিছু Latter কে নিয়ে লোগো বানানো হয় যেটি আপনার Short Form বলে থাকি। যেমন - HCL, HP, LG 

Wordmarks Logo 

এই ধরনের লোগো তে কোন কোম্পানির সম্পূর্ণ নাম কে লোগো বানানো হয়। এই ধরনের লোগো বানানোর জন্য ডিজাইনার কে বিভিন্ন ধরনের Text Font ও Color এর ব্যবহার করে তৈরি করে থাকে। যেমন - Google, Godrej, Visa 

Mascots Logo 

ম্যাসকট লোগোতে যেকোন Character অথবা Vector Cartoon কে ব্যবহার করে লোগো বানানো হয়, অবশ্য লোগোর মধ্যে কোম্পানির কাজ কে ইঙ্গিত করে থাকে। যেমন - KFC, Ambuja Cement ,MDH 

Pictorial Logo 

এই ধারনা লোগো তে কোম্পানি কোন রূপ নামের ব্যবহার করা হয় না, কেবল বিশেষ কোন Symbol কে লোগো রূপ দেওয়া হয় যেটি কোন একটি Text বা কোন Image হতে পারে। যেমন-Apple Company Logo, Twitter,  Macdonald 


Abstract Logo 

 এই লোগো তেও একটি Text বা কোন Image ব্যবহার করা হয় কিন্তু Pictorial Logo থেকে কিছুটা আলাদা, এখানে কোন Symbol সাথে Text ও কাজের ধরনের ইঙ্গিত দিয়ে থাকে। যেমন -Adidas, Asian Paints, Pepsi 


Combination Marks 

এই লোগো বানানোর জন্য বিভিন্ন Text বা Image logo এর সংমিশ্রন করে বানানো হয় যেখানে কোন Symbol এর সাথে কোম্পানির নাম থাকবে। যেমন - HDFC Bank, Pizza Hut, Atari 


Emblem Logo 

এই ধরনের লোগো একটি নিদিষ্ঠ Circle অথবা একটি Shape মধ্যে হয়ে থাকে, লোগো সমস্ত ডিজাইন এই Circle ভেতরে হয়ে থাকে। যেমন-Indian Railway, BMW, Amazon 


লোগো ডিজাইনার কিভাবে হব

একজন ভাল লোগো ডিজাইনার হওয়ার জন্য আপনার মধ্যে ভালো Creativity Idea থাকতে হবে,যেখানে আপনি ভালো ও উন্নত মানের Unique Logo বানাতে হবে। তারপাশে আপনার বিভিন্ন Graphic Design সফটওয়্যার এর ব্যবহার জানতে হবে। একটি ভালো ও আকর্ষণীয় লোগো বানানোর জন্য আপনাকে ভালো tool মাধ্যমে বানাতে হবে। যেমন Adobe Photoshop, CorelDraw , Abode Illustrator . 

অথবা বর্তমানে বিভিন্ন ধরনের Application রয়েছে যেটি আপনি নিজের স্মার্টফোনের ব্যবহার করে সেখান থেকেও ভালো লোগো বানাতে পারেন। মোবাইল এপ্লিকেশনের মধ্যে PicsArt, PixelLab মাধ্যমে ভালো লোগো খুব সহজে বানাতে পারেন।


লোগো ডিজাইন করে টাকা আয় কিভাবে করবো 

বন্ধুরা লোগো ডিসাইন একটি অনেক ভালো টাকা  আয় করার কাজ। আপনি যদি একজন লোগো ডিজাইনার হয়ে থাকে থাকেন তাহলে আপনি এখন থেকে ভালো টাকা আয় করতে পারেন। এখানে টাকা আয় সাধারণত দুই মাধ্যমে করতে পারেন একটি অনলাইন মাধ্যমে ও অপরটি অফলাইন মাধ্যমে। 

অফলাইনে লোগো ডিসাইন করে টাকা আয় 

আপনি যদি লোগো ডিজাইনের হয়ে থাকেন তাহলে আপনি নিজের লোকাল এরিয়ার লোগো ডিজাইনের কাজ করে তাকে আয় করতে পারেন। এখানকার দিনে লোকাল এরিয়াতে বিপুল পরিমানে লোগো ডিজাইনের কাজ রয়েছে যেটি আপনি খুব সহজে অর্ডার নিয়ে এসে কাজ করে দিতে পারেন। 

অনলাইনে লোগো ডিজাইন করে টাকা আয় 

বর্তমানে যত লোগো ডিজাইনের রয়েছে তার ৯০ শতাংশ আয় অনলাইন থেকে করে থাকে। অনলাইনে লোগো ডিজাইনের বিভিন্ন টাকা আয়ের মাধ্যম রয়েছে যেখান থেকে আপনি দিনে ভালো টাকা উপার্জন করতে পারেন। যেমন 

Freelancing থেকে টাকা আয় 

একজন Logo অথবা Graphics ডিজাইনার সবচেয়ে বেশি টাকা আয় করে থাকে ফ্রীল্যান্কিং থেকে ,বর্তমানে বিভিন্ন Freelance সাইট রয়েছে যেখানে আপনি নিজের Profile বানিয়ে সেখান থেকে কাজ নিয়ে এসে টাকা আয় করতে পারেন খুব সহজে। 

ফ্রিল্যান্স সাইট গুলির মধ্যে Upwork, Fiverr , Freelance.com , Pepole per houre এই সব অনলাইন মার্কেট প্লেস গুলিতে বিপুল পরিমানে লোগো ডিজাইনের কাজ রয়েছে যেখান এক একটি লোগো ডিজাইন করার জন্য অনেক পরিমানে টাকা দিয়ে থাকে। 

এখানে আপনি টাকা কাজ শেষ করার পর সরাসরি আপনার Client কাজ থেকে পেয়ে থাকবেন। 

Logo Design Website 

আপনি যদি Professionally ভাবে লোগো ডিজাইনের কাজ করে থাকেন তাহলে আপনি একটি নিজের পোর্টফোলিও ওয়েবসাইট বানিয়ে যেখানে নিজের কাজের অভিজ্ঞতা ও Logo Image Uplode করে যেখানথেকেও Client কাজ নিয়ে এসে টাকা আয় করতে পারেন। 

এখানে আপনি লোগো ডিজাইনের টাকা আপনি কোন Payment Gateway বা Paypal একাউন্টের মাধ্যমে নিতে পারেন। 

ইউটিউব ভিডিও বানিয়ে টাকা আয়

আপনি কোন লোগো designing করার পাশাপাশি ইউটিউবে চ্যানেল বানিয়েও টাকা আয় করতে পারেন। এখানে আপনি সরাসরি সফটওয়্যারের মাধ্যমে লোগো কিভাবে বানাতে হয় ,কোন কাজে কোন লোগো ব্যবহার হয়ে থাকে এ সব ধরনের Tutorial শিখতে পারেন। 

এখানেও আপনি টাকা দুই ভাবে আয় করতে পারেন গুগল এডসেন্স থেকে ও ভিডিও প্রমোশন কাজের অভিজ্ঞতা থেকে কাজ নিয়ে এসে , ইউটিউবে আপনার লোগো বানানো পছন্দ হয়ে থাকে তাহলেও সেখান থেকেও আপনার সাথে যোগাযোগ করে লোগো বানিয়ে থাকে। 

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লোগো ডিজাইন করে টাকা আয় 

যেকোন লোগো ডিজাইনার কে অবশ্য কোন মাধ্যমে নিজের কাজ কে Promote করতে হবে ,কারন এখানকার দিনে অধিকাংশ ইউসার বলুন বা Clint বলুন সোশ্যাল মিডিয়াতে সময় কাটিয়ে থাকে। বিশেষ করে Facebook, Twitter সাইট কিন্তু এই সব Professional কাজ এসে থাকে Linkedin থেকে এখানে যদি আপনি ভালো ভাবে নিজের প্রোফাইল কে কাস্টোমাইজটিন করতে পারেন। তাহলে এখানে থেকে আপনি ভালো লোগো ডিজাইনের কাজ পেতে পারেন কারন এখানে অধিকাংশ ইউসার ব্যবসায়িক বা Professional হয়ে থাকে। 

Conclusion 

তাহলে আশাকরি বন্ধুরা বুঝতে পারলেন কিভাবে লোগো ডিজাইন করে টাকা উপার্জন করবেন। এবং এই Article টির থেকে জানলেন কোন সফটওয়্যারের সাহায্যে লোগো ডিজাইন করতে পারবেন ,এই বিষয়ে কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে সাহায্যে জানান। 

0 Post a Comment:

Please Do Not enter any spam link in the comment box.