বন্ধুরা আজকে আমরা জেনে নেব কিভাবে আপনি নিজের মোবাইল থেকে অনলাইনের মাধ্যমে জমি  সংক্রান্ত তথ্য় (  west  bengal land record online )বের করবেন...

West Bengal Land Record -পশ্চিমবঙ্গ জমির তথ্য

West Bengal Land Record -পশ্চিমবঙ্গ জমির তথ্য

West Bengal Land Record -পশ্চিমবঙ্গ জমির তথ্য

8 10 99
বন্ধুরা আজকে আমরা জেনে নেব কিভাবে আপনি নিজের মোবাইল থেকে অনলাইনের মাধ্যমে জমি  সংক্রান্ত তথ্য় ( west  bengal land record online )বের করবেন সম্পূর্ণ বিনা মূল্যে।

আমরা অনেক সময় দেখে থাকি এই সমস্থ জমি সংক্রান্ত তথ্য় নেওয়ার জন্য় আমাদের কে ভূমি রাজ্যস দপ্তরে ঘন্টার পর ঘন্টা অপেখ্যা করতে হত। এ ছাড়া আমাদের এলাকার বিভিন্ন ইন্টারনেট দোকানে এই জমির কাগজ বের করার জন্য অনেক সমস্যা হয়ে থাকে। 

তাই আজ এই জমি সংক্রান্ত সমস্যা থেকে কিভাবে রেহাই পাবেন তার সমস্থ তথ্য আজ টি পোস্ট টিতে জেনে যাবেন। কেবল আপনাকে এই Article টি সম্পূর্ণ পড়তে হবে .

এখানে সংক্ষেপে জানাব কিভাবে আপনি নিজের জমির কাচা বা পাকা পর্চা, খতিয়ান ও জমির রেকর্ড বের করবেন নিজের মোবাইল এর মাধ্যমে। 

এছড়াও এখানে আপনি জানবেন কিভাবে কোন ব্যক্তির নামের ভিত্তিতে জমির তথ্য বের করবেন। জমির প্লট নম্বর দিয়ে কিভাবে পর্চা বের করবেন .

জমি সংক্রান্ত যেকোন তথ্য west bengal land record online information-বের করার আগে আপনাকে জানতে হবে আপনি এই তথ্য গুল কোন জায়গার থেকে পাবেন বা কিভাবে পাবেন .

West Bengal Land Record

West Bengal Land Record -পশ্চিমবঙ্গ জমির তথ্য

পশ্চিমবঙ্গ রাজ্যের যেকোন জেলার জমি একটি নিদিস্থ পদ্ধতির মাধ্যমে পরিচালনা করা হয়.যেকোন জমি কেনা বেচার সমস্থ রেকর্ডএটি বিশেষ Protocal মাধ্যমে রাখা হয়ে যেটি পশ্চিমবঙ্গ ভূমি দপ্তর করে থাকে .

এবং অনলাইন বিভিন্ন জমি সংক্রান্ত তথ্য নেওয়ার ক্ষেত্রে একটি বিষয়ে প্রক্রিয়ার মধ্যে গিয়ে করতে হয়. এই প্রক্রিয়া টি জানার আগে আপনকে জানতে হবে Bangalrbhumi কি এবং এখান থেকে  কোন কোন পরিসেবা পাওয়া যায় .

বাংলার ভূমি কি ? What Is Banglarbhumi Portal.

যেকোন জমি সংক্রান্ত তথ্য নেওয়ার আপনাকে জানতে হবে বাংলার ভূমি কি ? কার দ্বারা এটি পরিচালিত হয়. এছাড়া এখান থেকে কি কি পরিষেবা দেওয়া হয় তার সমস্থ তথ্য .

বাংলার ভূমি পোর্টাল টি একটি জমি সংক্রান্ত তথ্য প্রদান কারি সাইট যেটিকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার West bengal land record department দ্বারা পরিচালিত করে .

এখানে পশ্চিমবঙ্গ রাজ্যের যেকোন জেলার জমির তথ্য খুব সহজে পেয়ে যাবেন . এছাড়াও এখান থেকে আপনি জমির Mutation, জমির রেকর্ড, জমি Conversation, জমির পর্চা বা খতিয়ান খুব সহজে এখান থেকে আবেদন করতে পারবেন .


এই বাংলার ভূমি পোর্টাল থেকে আপনি রাজ্যের যেকোন জায়গার জমির তথ্য দেখতে পারেন কোন নাম ভিত্তিক না প্লট নম্বর দিত্তিক .তাই আমরা দেখে নেব এই পোর্টালের মাধ্যমে কিভাবে জমির তথ্য বের করবেন .


জমির রেকর্ড কিভাবে বের করবেন - West Bengal Land Record Search.


পশ্চিমবঙ্গ রাজ্যের কোন জমির তথ্য বের হয় কোন ব্যক্তির নামের মাধ্যমে West Bengal Land Record Search By Name যেটিকে আমরা খতিয়ান নম্বর ( Khatiyan Number ) বলে থাকি অথবা জমির প্লট নম্বর এর মাধ্যমে West Bengal Land Record Information বের করতে পারেন .

আপনারা এই সাইটের মাধ্যমে খুব সহজে এখান থেকে জমির রেকর্ড বা জমির তথ্য পেয়ে থাকবেন . এই পোর্টালে কেবল বর্তমান যে রেকর্ড থাকবে সের তথ্য আপনাকে দেখাবে . বর্তমান কোন ব্যক্তির নাম জমি রয়েছে . একটি প্লটে কোন কোন ব্যক্তির নাম রয়েছে এই সমস্থ তথ্য .

কোন জমির রেকর্ডবের করার আগে আপনাকে কিছু বিষয়ে জানতে হবে যেমন 

Mouza কি ? What Is Mouza Number

মৌজা মানে হল কোন রাজ্যের জেলার ব্লকের অধীনে যে এলাকা ভিত্তিক জমি পরিভাগ হয়ে থাকে তাকে Mouza বলে। এই mouza টি একটি Qnique নম্বরের মাধ্যমে ভাগ করা থাকে যেটিকে Mouza Number বলে। 

এই মৌজার মধ্যে একাধিক ব্যক্তির জমি থাকতে পারে।এক মৌজায় এক ব্যক্তির একাধিক এলাকায় জমি থাকতে পারে। সে ক্ষেত্রে তার সমস্থ জমি প্লট ভিত্তিক ভাগ করা থাকে। 

what is Plot Number - প্লট নম্বর কি?


প্লট নম্বর হলো কোন ব্লকের মধ্যে যে mouza ভিত্তিক জমি থাকে সেই জমি কে একটি বিশেষ মাধ্যমে পৃথক পৃথক পরিমানে বিভাজন করে থাকে তাকে প্লট বলে। এই প্লটের একটি নম্বরের মাধ্যমে সমস্থ রেকর্ড রাখা হয়। 

একটি মৌজায় প্লট নম্বর ভিন্ন ভিন্ন হয়ে থাকে যেটি প্লট নম্বর নলে। 


খতিয়ান নম্বর কি ? What is Khatiyan Number.


খতিয়ান নম্বর হলো কোন মৌজার জমি যে ব্যক্তির নাম নতিভুক্ত করানোর সময় যে নম্বর হিসের এই জমি তার নাম রেকর্ড করা হয় সেই Qnique নম্বর কে খতিয়ান নম্বর বলে। 

এই খতিয়ান নম্বর মৌজার মধ্যে এক বাক্তিকে একটি নম্বর দেওয়া হয় এবং এই নম্বর mouza ভিত্তিক ভিন্ন ভিন্ন হয়ে থাকে। 

এই খতিয়ান নম্বরের মধ্যে একটি মৌজায় সমস্থ প্লটের রেকর্ড ওই ব্যক্তির মানে রাখা হয়। 


বাংলার ভূমি থেকে জমির রেকর্ড - West Bengal Land Record Online Search


পশ্চিমবঙ্গ জমির তথ্য বা West bengal Land Record Information search করার আপনাকে নিজের স্মার্টফোনের যেকোন Web Broswer চলে আসতে হবে অথবা বাংলার ভূমি জমি তথ্য App টিকেও ব্যবহার করতে পারেন। 

West Bengal Land Record image


প্রথমে আপনকে সাইডটির Home পেজে চলে আসতে হবে যেখানে অনেক বিকাপ্লা দেওয়া থাকবে যার মধ্যে আপনাকে Know Your Proparty অপসন টিতে ক্লিক করতে হবে। 

ক্লিক করার পর আপনাকে mouza Identification করতে বলা বলে যেখানে তিনটি info দিয়ে মৌজা টি বেছে নিতে হবে। 

West Bengal Land Record image
কাচা পর্চা সার্চ  

  • District Name - জেলার নাম 
  • Block Name - ব্লকের নাম 
  • Mouza Name - মৌজার নাম 
এই তিনটি বেছে নেওয়ার পর জমির তথ্য বা Land Record Search করার জন্য় আপনি এখানে দুই রকম land record বের করতে পারেন একটি প্লট ভিত্তি land Information এবং দুই খতিয়ান নম্বর দিয়ে পর্চা ভিত্তিক 

  • যদি Plot Number দিয়ে তথ্য নিতে চান তাহলে Search By Plot
  • যদি Khatiyan Number দিয়ে পর্চাবের করতে চান তাহলে  Search By Khatiyan
এই দুটির মধ্যে যেকোন একটি কে বেছে নিয়ে নম্বর বসিয়ে captcha দিয়ে View Option অ ক্লিক করলে জমি তথ্য চলে আসবে। 


যেখানে আপনি খতিয়ান নম্বর দিয়ে land Record Search করলে কেবল একজন বাক্তির তথ্য হিসেবে পর্চা এসে যাবে যেটিতে সেই ব্যাক্তির ওই মৌজায় কটি প্লটে কত  জমি পরিমান আছে সমস্থ জমির হিসেব চলে আসবে। 

এবং Plot Number দিয়ে search করলে কবল একটি প্লটের তথ্য এসে যাবে যেখানে ওই প্লট টিতে কয়জন ব্যক্তির জমি আছে তাদের তথ্য চলে আসবে। 


এই সমস্থ জমির তথ্যকে কাচা তথ্য বলা হয় যেটিকে আপনি কোন অফিসিয়াল কাজের ক্ষেত্রে ব্যবহার করতে পরবেন না। আপনি যদি এই তথ্যের পাকা বের করতে চান তাহলে নিচে এই সমস্থ পাধ্তি দেওয়া রয়েছে। 


অনলাইন পাকা পর্চা কিভাবে বের করবেন 

আপনি যদি বাংলার্ভুমি পোর্টাল থেকে জমির পাকা তথ্য বের করতে চান তাহলে এখানে একটি Account Registrtion করে নিতে হবে যটি খুব সহজে করতে পারেবন .নিচে তার পাধ্তি দেওয়া হল। 

West Bengal Land Record image
Banglarbhumi Account Registration


অনলাইন পাকা জমির তথ্য বের করার জন্য আপনাকে Banglarbhumi অফিসিয়াল ওয়েবসাইটের home পেজে আসতে হবে। 

  • যেখানে Sign Up option টি বেছে Click করে নিতে হবে। 
  • SignUp ক্লিক করার পর এখানে আপনাকে একটি ফর্ম দেওয়া হবে যেটিকে পূরণ করে হবে নিদিস্থা তথ্য দিয়ে। 
  • এখানে আপনের ইমেইল আইডি ও মোবাইল নম্বরে একটি করে দুটি OTP এসে যাবে যেটির কে বসতে সবে ফর্মের নিদিস্থ জায়গায়। 
  • সমস্থ তথ্য দেওয়ার পর এখানে আপনের একাউন্ট তৈরি হয়ে যাবে। 
  • এখানে আপনের UserName আপনের Mobile Number হবে এবং password নিজেকে বসতে হবে। 

জমির পাকা তথ্য apply

বাংলার্ভুমি পোর্টাল থেকে জমির পাকা পর্চা বা খতিয়ান বের করার জন্য প্রথমে এই পোর্টালের Home পেজে এসে যেতে হবে যেখানে উপরে option গুলির মধ্যে প্রথমের অপসনেক্লিককরে নিতে হবে। 

  • যেখানে  Username ও Password দিয়ে login করতে হবে। 

West Bengal Land Record image
banglarbhumi LoginProcess

  • তারপর আপনের একাউন্ট টি খোলার পর প্রথমে Online Application ক্লিক করুন। 
  • তারপর এখানে নিজের প্রয়োজন মত তথ্য বের করতে পারেন। 
  • খতিয়ান দিয়ে পর্চা আবেদনের জন্য ROR Request ও প্লট নম্বর দিয়ে Inforation এর ক্ষেত্রে Plot Info Request করতে হবে। 
  • এখানে দুটি Option এর মধ্যে যেকোন একটি option এ ক্লিক করার পর জমির পাকা তথ্যের আবেদনের  ফর্ম টি চলে আসবে।
  • ফর্ম ফর্ম টিতে আপনের খতিয়ান নম্বর বা প্লট নম্বর সাথে নিয়ের নাম ঠিকানা দিয়ে submit করতে হবে। 
  • তারপর এখানে আপরে জমির পরিমান তথ্য অনুযায়ী কিছু টাকা Fee লাগবে যেটি অনলাইনের মাধ্যমে দিতে হবে.টাকা দেওয়ার  সঙ্গে সঙ্গে আপনার আবেদনের প্রক্রিয়াটি  সম্পন্নহবে। 

এখানে আপনাকে একটি Slip দেওয়া হবে যেটির সাহায্যে কিছু দিন পরে এই পাকা জমির তথ্যের কাগজ গুলি বের করতে হেব। 


আপনার আসা করি বুঝতে পরেছেন কিভাবে অনলাইনের মাধ্যমে পশ্চিমবঙ্গ জমির তথ্য বের করবেন .এই নিয়ে কোন কমেন্ট থাকলে নিচে অবশ্য জানান।


0 Post a Comment:

Please Do Not enter any spam link in the comment box.