অনেকর প্রশ্ন আসে কিভাবে অনলাইনে পশ্চিমবঙ্গ যুবশ্রী প্রকল্পরে জন্যে নাম নতিভুক্ত করব অর্থাৎ West Bengal Employment Bank এ নাম কিভাবে রেজিস্ট...

WB Employment Bank-যুবশ্রী প্রকল্পে নাম নতিভুক্ত করার পদ্ধতি

WB Employment Bank-যুবশ্রী প্রকল্পে নাম নতিভুক্ত করার পদ্ধতি

WB Employment Bank-যুবশ্রী প্রকল্পে নাম নতিভুক্ত করার পদ্ধতি

8 10 99

 অনেকর প্রশ্ন আসে কিভাবে অনলাইনে পশ্চিমবঙ্গ যুবশ্রী প্রকল্পরে জন্যে নাম নতিভুক্ত করব অর্থাৎ West Bengal Employment Bank এ নাম কিভাবে রেজিস্ট্রেশন করব। 

পশ্চিমবঙ্গে দিন দিন প্রচুর বেকারত্বর সংখ্যা বৃদ্ধি পাছে যে কারনে রাজ্য সরকার থেকে এই যুবশ্রী প্রকল্প টি শুরু করেছেন। এই প্রকল্পে পশ্চিমবঙ্গে অনেকই নাম নথিভুক্ত করিয়ে রেখেছে। 

এই প্রকল্প নাম নতিভুক্ত করালে অনেক সুযোগ সুবিধা পেয়ে থাকবেন বর্তমানে অনেকই এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন। 

আজকে সরাসরি জেনে নেব কিভাবে এই প্রকল্পের জন্য নাম নতি ভুক্ত করবেন সম্পূর্ণ নিজের মোবাইল থেকে এবং কোন কোন নতি থাকলে এই প্রকল্পের জন্য নাম নতিভুক্ত করাতে পারবেন। 

WB Employment Bank


যুবশ্রী প্রকল্প কি ? 

যুবশ্রী প্রকল্প একটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা শুরু করা রাজ্যের বেকারত্বের কর্ম সার্থে এই প্রকল্প চালু করা হয়েছে। গত ২০১২ সালে এই  প্রকল্প রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বানার্জী দ্বারা এই প্রকল্প শুরু করা হয়েছে। 

এবং ২০১৩ সালে এই প্রকল্পের জন্য নাম নতিভুক্ত করন শুরু করা হয়েছে .এই প্রকল্পের মূল উদ্দেশ্য রাজ্যের বেকারত্বের হার কমানো এবং প্রকল্পরে মাধ্যমে রাজ্যের বেকার দের কর্ম দেওয়া। 

এছাড়াও এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের ১ লক্ষ বেকার দের মাসিক ১৫০০ টাকা করে ভাতা দেওয়া হয় .এই ভাতা ৪৫ বছর বয়স পর্যন্ত দেওয়া হবে। 

মাসিক এই ভাতা ১৫০০ টাকার খরচ অনুয়ায়ী ৬ মাস অন্তর অন্তর Annexure III ফর্ম জমা করতে বলা হত যেখানে আপনি কোন কাজে এই ভাতার টাকা খরচ করেন তার তথ্য দেওয়া। কিন্তু বর্তমান করোনা পরিস্থির জন্য এই Annexure III ফর্ম অনিদিস্থা কালের জন্য বন্ধ রাখা হয়েছে রাজ্য সরকার থেকে। 


যুবশ্রী প্রকল্পরে কি কি সুবিধা রয়েছে 

এই প্রকল্পের বিশেষ সুবিধে বলতে এখানে মাসিক ১৫০০ টাকা করে ভাতা কে বল হয় এছাড়া এখান থেকে আপনি সরকারি mock Test, Job Search ও বিভিন্ন ধরনের সরকারি Training  করতে পারেন এবং আরও বিশেষ কিছু। 

বর্তমানে এখানে  রাজ্যের বিভিন্ন পাট শিল্প গুলিতে এই প্রকল্পরে মাদ্যমে কাজের সন্ধান দিয়ে থাকে যেখান ৩ মাসের একটি Training করে কাজ দিয়ে থাকেন। 

রাজ্যের মুখ্যমন্ত্রী এই প্রকল্পের মধ্যে বিভিন্ন কাজের প্রতিশ্রুতি দিয়ে ছিলেন কিন্তু বর্তমানে এই কোন খোজ নেই। 

তো আমরা সরসরি দেখে নেব কিভাবে এখানে নিজের নাম নতিভুক্ত করবেন এবং কোন কোন নতি থাকলে এখানে আবেদন করতে পারবেন। 


online Employment Bank Registration Process- যুবশ্রী প্রকল্পে নাম নতিভুক্ত করন 

 যুবশ্রী প্রকল্প এ নাম নতিভুক্ত করার জন্য প্রথমে চলে আসতে হবে Employment Bank official Website এর যেটি আপনি নিজের স্মার্টফোনের যেকোন web ব্রাউসার open করে আসতে পারেন। 

Employment Bank home পেজে আসর পর এখানে বাম দিকে Navigation Notice সেকশনে দেওয়া থাকে যেখান অনেক গুলি বিকল্প দেওয়া থাকে তার মধ্যে Yubashree option টিকে বেছে ক্লিক করতে হবে . এর পর নিচে তার সম্পূর্ণ পদ্ধতি দেওয়া রয়েছে।  

  • Yubashree option এ ক্লিক করার পর উপরে ডান দিকে দুটো বিকল্প তার মধ্যে  New Enrolment Job Seeker অপসন টিতে ক্লিক করতে হবে। 

  • ক্লিক করার সঙ্গে সঙ্গে Employment bank এর Policy জলে আসবে যেটিকে Thik করে Accept & continue  বোতামে ক্লিক করতে হবে। 

WB Employment Bank registration


  • এখানে আপনের Registration Form টি চলে আসবে আপনের সমস্থ বাক্তিগত তথ্য ,শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ  সঠিক তথ্য দিয়ে ফর্ম টি পূরণকরতে হবে। 

  • ফর্মের সাথে নিজের এক Copy বর্তমান রঙ্গিন ছবি ও একটি CV Uplode করে দুটো ঠিক অ ক্লিক করে submit করতে হবে। 

  • Registration Submit করার পর আপনার একটি ফর্ম  দেওয়া হবে যেকটি কে Printout করিয়ে নিতে হবে। 

  • এই Printout এর সঙ্গে আপনাকে সমস্থ আপনের নতি সমেত নিচের Employment Exchange অফিসে যেতে হবে যেখনে এই সমস্থ নতি গুলি জমা করতে হবে। 
  • তারপর যুবশ্রী প্রকল্পের সমস্থ তথ্য আপনাকে মোবাইল নম্বরের ম্যাসেজের মাধ্যমে জানানো হবে। 

বন্ধুরা দেখলেনা কিভাবে নিজের মোবাইল থেকে যুবশ্রী প্রকল্পে নাম নতিভুক্ত করন করবেন এই নিয়ে কোন সমস্যা হলে নিচে কমেন্ট এ জানান। 


0 Post a Comment:

Please Do Not enter any spam link in the comment box.