বন্ধুরা আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ নতির বিষয় নিয়ে। সেটি হল West Bengal Domicile Certificate .পশ্চিমবঙ্গের বিভ...

Domicile Certificate WB Online Apply- eDistrict Portal কি?

Domicile Certificate WB Online Apply- eDistrict Portal কি?

আজকে আমরা জেনে নেব অনলাইন থেকে কিভাবে Domicile Certificate West Bengal apply করতে হয় এবং কোন কোন Documents থাকলে এই সার্টিফিকেট পাওয়া যায়

Domicile Certificate WB Online Apply- eDistrict Portal কি?

8 10 99

বন্ধুরা আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ নতির বিষয় নিয়ে। সেটি হল West Bengal Domicile Certificate.পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি বেসরকারি কাজে এই প্রমান পত্রের প্রয়োজন হয়ে থাকে। 

Domicile Certificate West Bengal বর্তমানে রাজ্যে বা দেশ করোনা ভাইরাসের জন্য একাধিক পরিষেবা বন্ধ হয়ে আছে। গ্রামে শহরে বিভিন্ন Online cafe গুলি তাদের পরিষেবা বন্ধ রাখার কারনে এই সব Domicile Certificate সরকারি নতি বানানো খুব সমস্যা হয়ে পড়েছে। তাই আপনার আজকে জানাব কিভাবে Domicile Certificate আপনি নিজের Phone থেকে আবেদন র্তে পারবেন। 

কোন পড়াশুনোর ক্ষেত্রে বলুন বা কোন অফিসিয়াল কাজের ক্ষেত্রে বলুন আপনার এই নতির প্রয়োজন হয়ে থাকে। এবং তখন আপনার মাথায় একটায় প্রশ্ন আসে কিভাবে এই প্রমাণপত্রটি  বানাবো বা কথা থেকে আবেনডান করবো। 

দেখুন Domicile Certificate বা Permanent Residential Certificate  এটি একটি খুব গুরুত্বপূর্ণ একটি Documents পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের। আপনাকে এই সার্টিফিকেটের বিষয়ে বিস্তারিত ভাবে জানাব যে কিভাবে আবেদন করবেন, কি কি শংসা পত্র থাকে এই সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেবন। সমস্থ তথ্য আমার আলোচনা করবো। 

West Bengal Domicile Certificate


Domicile Certificate কি ? Domicile Certificate West Bengal

Domicile Certificate বা Permanent Residential Certificate হল কোন রাজ্যের ব্যাক্তি কে সেই রাজ্যের স্থায়ী বাসিন্দা প্রমাণিত করে এবং সেই ব্যাক্তির স্থায়ী ঠিকানার নাগরিক হিসেবে গণ্য করে এই নতি। 

এই নতি রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয় যেটি নিজের স্থায়ী ঠিকানার জেলার মহুকুমা দপ্তর থেকে দিয়ে থাকেন। 

এই Certificate এর জন্য আপনাকে অনলাইনের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট Edistrict.gov.in থেকে আবেদন করতে হবে। 


eDistrict Portal কি ?

eDistrict Portal পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি অফিসিয়াল ওয়েবসাইট যেখান থেকে রাজ্যের যেকোন সরকারি পরিষেবা দেওয়া হয়। 

পশ্চিমবঙ্গের যেকোন সরকারি কাজ এই অফিসিয়াল সাইট থেকে হয়ে থাকে রাজ্যের - জমি সংক্রান্ত কাজ, ব্লক ডেভেলপমেন্টের কাজ,কোন Licenses বলুন সমস্থ কাজ এই সাইট থেকে হয়ে থাকে। 


Domicile Certificate বানানোর জন্য কি কি Documents প্রয়োজন 

 Permanent Residential Certificate বানানোর জন্য বিভিন্ন সরকারি documents এর প্রয়োজন হয়ে থাকে। নিচে দেওয়া নতি গুলিও দেখুন 

 Domicile Certificate West Bengal PDF documents 

Identity Proof  Documents - আধার কার্ড / প্যান কার্ড /সরকারি ID কার্ড /রেশন কার্ড /পাসপোর্ট/ড্রাইভারিং লাইসেন্স/EPIC Id /ফটো কপি গোর্খা সার্টিফিকেট /গ্রাম পঞ্চায়েত সার্টিফিকেট / MLA সার্টিফিকেট / মাধ্যমিক সার্টিফিকেট। 

Residential Proof - স্থায়ী বাসিন্দার প্রমান পত্র হিসেবে জমির দলিল / জমির পর্চা বা খাটিয়া/ খাজনা রশিদ। 

Birth Proof - মাধ্যমিক এডমিট কার্ড।/ জন্ম সার্টিফিকেট। 

Photograph - এক কপি Recent রঙ্গিন ফটোগ্রাফ। 


কিভাবে Domicile Certificate Apply করবেন ?

এই সার্টিফিকেট টি  আপনাকে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। যেটি আমরা আপনাকে দেখাবো কিভাবে আপনি আপনার স্মার্টফোনের মাধমে আবেদন করবেন। 

edistrict এ থেকে Domicile Certificate বানানোর জন্য সবার আগে এখানে একটি Account বানিয়ে নিতে হবে। 

eDistrict এ কিভাবে Account বানাবেন ?


প্রথমে আপনাকে পশ্চিমবঙ্গের অফিসিয়াল ওয়েবসাইট edistrict.gov.in চলে আস্তে হবে যেখানে আপনাকে একটি একাউন্ট বানিয়ে নিতে হবে। নিচে তার step by Step দেওয়া হয়েছে। 

  • প্রথমে আপনাকে edistrict.gov.in সাইট আস্তে হবে যেখানে অনেকগুলি বিকল্প দেওয়া থাকবে তার মধ্যে আপনাকে নিচের দিকে New Registration অপশনে ক্লিক করতে হবে। 
Edistrict Registration Page


  • ক্লিক করার সঙ্গে আপনার কাজে একটি পেজ চলে আসবে যেখানে আপনার নাম,মোবাইল নম্বর, ইমেইল Id দিয়ে Next করতে হবে। 
  • তারপর আপনাকে Account Create করতে বলা হবে যেখানে আপনার ইচ্ছে মতো Username ও Password দিয়ে Next করতে হবে। 
Edistrict Registration Page Step


  • সবার শেষ আপনাকে মোবাইল Verification করতে হবে যেটি আপনাকে OTP দ্বারা সম্পন্ন করতে হবে। 
এই প্রক্রিয়া করার পর eDistrict এ আপনার Account তৈরি হয়ে যাবে। 


আরও পড়ুন Bio Data, Resume ও CV মধ্যে পার্থক্য কি ?


How to apply Domicile Certificate in West Bengal 

অনলাইনে আবেদন করার আগে আপনার স্মার্টফোনে উপরের দেওয়া নতির Photo Copy থাকতে হবে। এই Photo Copy গুলি আপনার স্মার্টফোন ক্যামেরা থেকে তুলে কোন ফটো Editor App থেকে edit করে নিতে হবে। 

domicile certificate documents

  • প্রথমে আপনাকে edistrict সাইটে চলে আস্তে হবে যেখানে Username, Password ও Captcha দিয়ে Login করতে হবে। 

  • Login করার সঙ্গে সঙ্গে আপনার কাজে Edistrict এর সম্পূর্ণ পেজ টি এসে যাবে যেখানে সমস্থ পরিষেবা গুলি দেওয়া থাকবে তার মধ্যে আপাকে উপরে Certificate এ ক্লিক করে Local Residence ( Domicile ) Certificate ক্লিক করে Next Page এ টিক দিয়ে Apply বোতামে ক্লিক করতে হবে। 
edistrict service image



  • পরবর্তী Apply এ ক্লিক করার সাথে সাথে Domicile Certificate এর সম্পূর্ণ ফর্ম টি চলে আসবে প্রথমে আপনাকে নিজের ব্যাক্তিগত তথ্য দিয়ে ( Basic Info ও Permanent Address info ) Save & Next করতে হবে। 

  • পরবর্তী পেজ আপনাকে আপনার পিতার নাম, জন্ম স্থানের তথ্য ও শিক্ষাগত যোগ্যতার তথ্য এবং কোন কাজের ক্ষেত্রে এই সার্টিফিকেট ব্যবহার করবেন সমস্থ তথ্য দিয়ে ফর্ম টিকে পূরণ করে Save & Next এ Click করতে হবে। 
  • এই পদ্ধতি টি সম্পন্ন করার পর আপনি যে চারটি নতির ফটো কপির আপনার স্মার্টফোনে রেখেছেন সেগুলিকে Upload করতে হবে। 
  • সমস্থ কিছু পূরণ করার পর আপনাকে ভালো ভাবে যাচাই করে নিতে হবে আপনার ফর্ম টির সমস্থ তথ্য নির্ভুল কি না। যাচাই করার পর আপনাকে Submit করে দিতে হবে। 
  • Submit করার পর আপনাকে একটি Slip দেওয়া হবে যেটিকে আপনাকে প্রিন্টআউট করিয়ে নিতে হবে এবং সংস্থা নতির Xerox Copy এর সঙ্গে Printout Copy টি নিয়ে স্থানী Block office এ যোগাযোগ করতে হবে 

এই আবেদন করার পর ৭ দিনের মধ্যেই আপনার Domicile Certificate টি দেওয়া হবে মহকুমা অফিস থেকে। 

0 Post a Comment:

Please Do Not enter any spam link in the comment box.