SIP Meaning In Bengali - বর্তমানে ভারতের স্টক মার্কেটে বা শেয়ার বাজারে টাকা বিনিয়োগ করার অনেক মাধ্যম রয়েছে তার মধ্যে একটি হল মিউচুয়াল ফান্...

SIP Meaning In Bengali | SIP Full Form in Bengali 2021

SIP Meaning In Bengali | SIP Full Form in Bengali 2021

SIP Meaning In Bengali জানুন কিভাবে sip এর মাধ্যমে মিউচুয়াল ফান্ডে টাকা বিনিয়োগ করবেন ,Sip full Fome কি ও এবং কিভাবে এসআইএপি কাজ করে

SIP Meaning In Bengali | SIP Full Form in Bengali 2021

8 10 99

 SIP Meaning In Bengali-বর্তমানে ভারতের স্টক মার্কেটে বা শেয়ার বাজারে টাকা বিনিয়োগ করার অনেক মাধ্যম রয়েছে তার মধ্যে একটি হল মিউচুয়াল ফান্ডে টাকা বিনিয়োগ। এখানকার সময়ে ভারতের শেয়ার বাজারে অনেক দ্রুত গতিতে টাকা নিবেশ করে চলেছে। 

তাই আজকে আমরা জেনে নেব SIP মাধ্যমে কিভাবে মিউচুয়াল ফান্ডে টাকা বিনিয়োগ করবেন সম্পূর্ণ সুরক্ষিত ভাবে। বর্তমানে আমাদের মধ্যে অনেক ব্যক্তিরাই মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করতে চান কিন্তু সঠিক তথ্য না থাকায় কোন ব্যক্তি এই প্লাটফর্মে টাকা নিবেশ করতে সংকোচ করে থাকে। 

এই আর্টিকেলের মধ্যে সম্পূর্ণ সহজ ভাবে বোঝাবো কিভাবে আপনি SIP মাধ্যমে টাকা বিনিয়োগ করবেন এবং কেন অন্যান্য সমস্থ স্কিম গুলির থেকে SIP তে টাকা Invest করা লাভ জনক হয়ে থাকে। তাই আজকে আমরা এই আর্টিকেলে SIP Meaning In Bengali বা এসআইপি কি এই বিষয়ে সম্পূর্ণ তথ্য জেনে নেব। 

SIP Meaning In Bengali - SIP কি?

SIP একটি মিউচুয়াল ফান্ডে টাকা বিনিয়োগ করার সিস্টেমেটিক প্ল্যান যেকটি সাধারণত Systemetic Investment Plane বলা হয়ে থাকে। যেখানে বিনিয়োগকারী নিয়মিত বাজেটে মিউচুয়াল ফান্ডে টাকা বিনিয়োগ করে থাকে। 
SIP investment


SIP এর মাধ্যমে কেবল Open-Ended Mutual Fund এর মধ্যে টাকা বিনিয়োগ হয়ে থাকে। ফলে বিনিয়োগকারী যেকোন মুহূর্তে তার Investment করা স্কিম থেকে বেরিয়ে আস্তে পারে। 

SIP তে টাকা ইনভেস্ট করার জন্য নিবেশকারী সাপ্তাহিক, মাসিক বা বছরের হিসেবে টাকা বিনিয়োগ করার মতো সুবিধে পেয়ে থাকে। এখানে ইনভেস্ট কারী যেকোন মূল্যে টাকা বিনিয়োগ করতে পারে যেমন - ১০০ টাকা , ৫০০টাকা  বা ১০০০ টাকা মতো ছোট বড় মূল্যে টাকা বিনিয়োগ করার মতো সুবিধে পেয়ে থাকেন। 

SIP সাধারণত Money-Cost অ্যাভারেজ হিসেবে কাজ করে থাকে। যেসময় শেয়ার মধ্যে Up বা Down হওয়ার সময়ে বিনিয়োগকারীর টাকা ইনভেস্ট সমান ভাবে কাজ করে থাকে। 

SIP Full-Form- এসআইপি পুরো কি ?

SIP Full-Form-Systematic Investment Plan যার বাংলায় অর্থ হল পদ্ধতিগত বিনিয়োগ পরিকল্পনা। বর্তমানে SIP মাধ্যমে টাকা বিনিয়োগ করা অনেক সুবিধে ও সুরক্ষিত হয়ে থাকে। 

যেখানে বিনিয়োগকারী তার প্রয়োজন মতো মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করতে পারে। এবং অন্যান্য যেকোন ফান্ড গুলির তুলনায় SIP কম সময়ে বেশি পরিমানে মুনাফা দিয়ে থাকে। 

SIP কি? ভিডিও মাধ্যমে বোঝার জন্য এখানে  ক্লিক করুন 

SIP কিভাবে কাজ করে - How To Work SIP 

SIP একটি Short Term থেকে শুরু করে Long Term পর্যন্ত টাকা বিনিয়োগ করার মাধ্যম। যেখানে স্টক মার্কেটের প্রয়োজন অনুযায়ী বিনিয়োগকারীকে সুবিধে দিয়ে থাকে। 

Sip Open-Ended মিউচুয়াল ফান্ডের মধ্যে টাকা বিনিয়োগ করে থাকে। এবং এখানে Money-Cost মতো ভালো সুবিধে দিয়ে থাকে। যেখানে শেয়ার বাজারের বর্তমান স্টক মূল্য হিসেবে ইনভেস্টকারীর NAV কিনে থাকে। 

মনে করুন আজ এক NAV মূল্য ২০ টাকা সেখানে আপনি ১০০০ টাকা  বিনিয়োগ করলেন যেখানে আপনি মোট ১০০০/২০=মোট ৫০ টি NAV বা শেয়ার কিনলেন। 

তারপর পরবর্তী মাসে বা সপ্তাহে এক NAV এর মূল্য ৪০ টাকা সেখানে আপনি ১০০০ টাকা বিনিয়োগ হয়ে থাকবে কিন্তু আপনার NAV হবে ২৫ টি মানে ( ১০০০/৪০=২৫ NAV )

এখানে শেয়ার বাজারে যে সময় DOWN থাকবে সেই সময় আপনি বেশি NAV কিনে থাকেন এবং শেয়ার বাজার HIGH থাকবে সেই সময় আপনি আগের তুলনায় কম NAV কেনার সাথে সাথে কম রিটার্ন পেয়ে থাকেন। 

NAV কি? - What Is NAV 

SIP Meaning In Bengali পোস্ট টিতে জন্য NAV মানে হল Net Asset Value এটির মানে হল মিউচুয়াল ফান্ডে এক উনিটের মূল্য। যেমন শেয়ার বাজারে এক ইউনিট মানে ১ শেয়ার ঠিক মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ও ১ ইউনিট মানে ১ NAV.

NAV বাজারের বর্তমান পরিস্থিতি অনুসারে কাজ করে থাকে। যেসময় স্টক মার্কেটে হাই থাকে সেই সময় কম NAV কিনে থাকে এবং স্টক মার্কেট ডাউন থাকে অবস্থায় বেশি NAV কিনে থাকে এবং বেশি টাকা রিটার্ন পেয়ে থাকে। 

SIP সুবিধে- Benefits Of SIP 

বর্তমানে মিউচুয়াল ফান্ডে টাকা নিবেশ করার জন্য SIP একটি অনেক সহজ ও সরল মাধ্যম। যার সাহায্যে আপনি কোন মিউচুয়াল ফান্ডে টাকা বিনিয়োক করার অনেক সুবিধে পেয়ে থাকেন -
  • SIP এর মাধ্যমে নিম্ন শ্রেণীর ব্যক্তিরা খুব সহজে কম তাকাতে মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করতে পারে। 
  • SIP তে বিনিয়োক সাপ্তাহিক, মাসিক ও বছরের হিসেবে টাকা ইনভেস্ট করতে পারেন। 
  • SIP তে যেকোন মূল্যে টাকা বিনিয়োগ করতে পারেন। 
  • SIP তে টাকা ইনভেস্ট করা রিটার্ন আপনি বিনিয়োগে লাগাতে পারেন। 
  • এই স্কিমে টাকা ইনভেস্ট  বা রিটার্ন টাকার উপর কোন রূপ Tex দেওয়ার প্রয়োজন হয় না। 
  • SIP প্ল্যান সম্পূর্ণ হওয়ার পরেও আপনি প্ল্যান টির মেয়াদ বাড়াতে পারেন। 
  • যেকোন সময়ে আপনি এই ধরনের প্ল্যান থেকে বেরিয়ে আস্তে পারেন। 

SIP তে কিভাবে টাকা বিনিয়োগ করবো 

আজ এই SIP Meaning In Bengali আর্টিকেল টিতে আমরা জানবো কিভাবে আপনি SIP এর মাধ্যেমে  মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করবেন। 

বর্তমানে বিভিন্ন এপ্লিকেশন রয়েছে যার সাহায্যে আপনি এই ধরনের স্কিম টাকা ইনভেস্ট করতে পারবেন। 

যেকোন এপ্লিকেশনে খুব সহজে নিজের একাউন্ট বানিয়ে, নিজের কিছু ফিন্যাসিয়াল তথ্য দিয়ে একাউন্ট ওপেন করে ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন। 

ইনভেস্ট করার সময় আপনাকে জানতে হবে আপনি SIP তে কত দিনের জন্য বিনিয়োগ করতে চাইছে এবং এই ইনভেস্টমেন্ট আপনি কতটা Risk নিতে পারবেন। এই সমস্থ কিছু তথ্যের সাথে SIP তে টাকা ইনভেস্ট করতে পারেন। 

Conclusion

বন্ধুরা আজকে SIP Meaning In Bengali এই আর্টিকেলের মাধ্যমে জানলেন যে SIP কি? কিভাবে SIP এর মাধ্যমে সুরাখত ভাবে মিউচুয়াল ফান্ডে টাকা বিনিয়োগ করবেন। এই বিষয়ে যেকোন ধরনের প্রশ্ন থাকলে নিচে কমেন্টের মাধ্যেমে জানান। 

0 Post a Comment:

Please Do Not enter any spam link in the comment box.