ফ্লিপকার্ট ভারতের এক জনপ্রিয় ই-কমার্স প্লাটফর্ম যেখানে প্রচুর পরিমানে ইউসারা নিজের দের পছন্দ মতো পণ্য অথবা Product কিনে থাকে বাড়ি থেকে। তাই...

কিভাবে ফ্লিপকার্ট থেকে টাকা আয় করবেন | Make Money Online From Flipkart 2021

কিভাবে ফ্লিপকার্ট থেকে টাকা আয় করবেন | Make Money Online From Flipkart 2021

Make Money Online, কিভাবে কোন রূপ টাকা না ইনভেস্টমেন্ট করে অনলাইন ফ্লিপকার্ট থেকে টাকা ইনকাম করবেন ,অনলাইন থেকে টাকা উপার্জন করার সহজ উপায় ২০২১।

কিভাবে ফ্লিপকার্ট থেকে টাকা আয় করবেন | Make Money Online From Flipkart 2021

8 10 99

 ফ্লিপকার্ট ভারতের এক জনপ্রিয় ই-কমার্স প্লাটফর্ম যেখানে প্রচুর পরিমানে ইউসারা নিজের দের পছন্দ মতো পণ্য অথবা Product কিনে থাকে বাড়ি থেকে। তাই আজকে এই আর্টিকেল থেকে জানাবো কিভাবে আপনি বাড়িতে বসে ফ্লিপকার্ট থেকে অনলাইন ইনকাম করবেন  Earn Money Online free.

বর্তমানে ভারতে ফ্লিপকার্টের ব্যবহার করে অনেকেই টাকা উপার্জন করে চলেছে। তাই আপনি যদি ফ্লিপকার্ট থেকে টাকা ইনকাম করতে চান তাহলে আপনি এই পোস্ট টি সম্পূর্ণ শেষ পর্যন্ত পড়ুন। 

ফ্লিপকার্ট অনেক বড় একটি ই-কমার্স যেখানে খুব সহজে মাসে ১০ থেকে ২০ হাজার টাকা আয় করা কোন জটিল বিষয় নয় কেবল আপনার কাছে সঠিক টাকা আয়ের মাধ্যম থাকতে হবে বা আপনাকে সঠিক পদ্ধতি জানতে হবে। 

তাহলে চলুন দেখে নিন কিভাবে আপনি ফ্লিপকার্ট থেকে বা অনলাইন থেকে টাকা ইনকাম করবেন। 

ফ্লিপকার্ট থেকে টাকা আয় - Make Money Online From Flipkart 

ফ্লিপকার্ট একটি ভারতের সবচাইতে জনপ্রিয় অনলাইন Store যেখানে অনেক প্রকারের পণ্য Listed রয়েছে। যার কারনে ফ্লিপকার্ট এত জনপ্রিয় এখানে যেকোন ধরনের পণ্য বিক্রি হয়ে থাকে যেটি সাধারণ দোকান দার রা বিক্রি করে থাকে। 
এখানে সমস্থ Product বিভিন্ন সাধারণ দোকান দার রা বিক্রি করে থাকে, ফ্লিপকার্ট কেবল একটি পণ্য বিক্রি করার অনলাইন মার্কেট। যেমন আমাদের বাড়ির আসে পাশে কোন বাজার হয়ে থাকে সেখানে বিভিন্ন দোকান থাকে এবং সেখানে একাধিক পণ্য বিক্রি করে থাকে। ঠিক সেপ্রকারের ফ্লিপকার্ট একটি আশেপাশের বাজারের মতো। 

ফ্লিপকার্টে যেকোন সালেরা পণ্য বিক্রি করতে পারে তার জন্য তাদের ফ্লিপকার্টে কে কেবল কমিশন দিয়ে থাকে ,সেই কমিশন হল ফ্লিপকার্টের আয়। 

এবার জেনে নিন আপনি এখান থেকে কিভাবে টাকা আয় করবেন। অনেকেই এই বিষয়ে সঠিক কোন তথ্য না থাকায় এখান থেকে টাকা আয় করার সুযোগ হারিয়ে ফেলে। তাহলে জেনে নিন কিভাবে ফ্লিপকার্ট থেকে টাকা আয় করবেন। 

Flipkart Affiliate Marketing 

যেকোন অনলাইন র্ই-কমার্স ষ্টোরে এই ধরনের অ্যাফিলিয়েট প্রোগ্রাম হয়ে থাকে যেখান থেকে ইউসারা এই ই-কমার্স সাইট গুলিকে পণ্য নিজের মাধ্যমে Promote করে টাকা আয় করে থাকে। 

আপনি যদি এই ধরনের অনলাইন ব্যবসা করে টাকা আয় করতে চান তাহলে আপনাকে প্রথমে ফ্লিপকার্ট ই-কমার্স সাইটে Affiliate Program এ Join হতে হবে। যেখানে আপনার নাম, ইমেল আইডি, ও অনলাইন Promote Platform  এ URL  দিতে হবে মানে আপনি এখানে Product  অনলাইনের  প্লাটফমে Promote করবেন যেমন Website, Facebook Page ,YouTube.

Flipkart এ অনেক পণ্য পেয়ে যাবেন Promote করার জন্য যেখানে বিভিন্ন Product এর জন্য ভিন্ন ভিন্ন কমিশন দিয়ে থাকে সাধারণত Flipkart ১ % থেকে ১৫ % পর্যন্ত কমিশন দিয়ে থাকে। 

তাহলে আমরা দেখে নেব যে কিভাবে ফ্লিপকার্টে পণ্য বিক্রি করে অনলাইন ইনকাম করতে পারবে। 


Website Or Blog ( ব্লগ থেকে টাকা আয় )

অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য ব্লগ হল সবচাইতে উন্নত ও সঠিক মাধ্যম যেখান থেকে অনেক বেশি পরিমানে সেলস নিয়ে আসা সম্ভব। বর্তমানে অধকাংশ এফিলিয়াটে  মার্কেটের এই ব্লগ ওয়েবসাইটের মাধ্যমে পণ্যের জন্য সেলস নিয়ে আসে। 

কারণ এই ব্লগ আর্টিকেল সাহায্যে যেকোন Product এ সম্পূর্ণ তথ্য দেওয়া সম্ভব , কোন গ্রাহক একটি পণ্য কেনার জন্য সেই বিষয়ে সম্পূর্ণ ইনফরফমেশন নিয়ে তারপর সেটি অনলাইন থেকে কিনে থাকে। 
তাই যেকোন পণ্যের সম্পূর্ণ তথ্য দেওয়া জন্য ব্লগ আর্টিকেল হল সবচাহিতে উপযুক্ত পদ্ধতি এখানে আপনি টেক্সট এর পাশাপাশি ভিডিও ,ইনফোগ্রাফিক্স ও আরও অন্যান্য ফরম্যাটে পেয়ে থাকে কন্টেন্ট লেখার জন্য । 


এফিলিয়াতে মার্কেটিং করার জন্য কিভাবে ব্লগ বানাবেন 

একটি Professional Affiliate Blog বানানোর জন্য সবচাইতে সহজ প্লাটফর্ম হল WordPress. এটি একটি CMS সফটওয়্যার যার সাহায্যে আপনি যেকোন ধরনের ওয়েবসাইট বানাতে পারেন কোন রূপ কোডিং এর অভিজ্ঞতা ছাড়াই। 

একটি ওয়েবসাইট বানানোর পর আপনাকে Article Writing, SEO, Image Optimization এই সমস্থ বিষয়ে ধারনা থাকতে হবে। যেটি আপনি  খুব সহজে ও অল্প সময়ের মধ্যে শিখে নিতে পারবেন। 

এই ধরনের ব্লগ বানানোর জন্য আপনাকে ইনভেস্ট করতে হবে 
  • Hosting - 2000/-
  • Domain - 500/-
  • Blog Theme - 500/- ( Third Party )


Facebook Group Or Page ( ফেসবুক থেকে টাকা আয় করার সহজ উপায় )

এফিলিয়েট মার্কেটিং করার জন্য ব্লগ ওয়েবসাইটের পাশাপাশি ফেসবকের মাধ্যেমও  অনেক ভালো পরিমানে টাকা আয় করা সম্ভব কারন ফেসবুক হল সবচাইতে বড় সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম সেখানে বিভিন্ন ধরনের ইউসার রয়েছে। 
ফেসবুকের মাধ্যমে যেকোন পণ্যের তথ্য দেওয়ার জন্য আপনাকে কাছে যেকোন একটি মাধ্যমে থাকতে হবে ফেসবুক গ্রুপ অথবা ফেসবুক পেজ । ফেসবুকে কোন প্রোডাক্টের Review দেওয়ার জন্য আপনি Image এবং ভিডিও এই দুই ফরম্যাটের সাহায্যে ইউসারদের তথ্য দিতে পারেন। 

বর্তমানে ফেসবুকে Reels অনেক ট্রেন্ডিং এ রয়েছে তাই আপনি যেকোন প্রোডাক্টের Review খুব অল্প সময়ের ভিডিও বানিয়ে দিতে পারেন।  এই ধরনের Shorts Video Reels অনেক বেশি Grow হয়ে থাকে। কোন ভিডিও উপলোডে করার পর সেই ভিডিওর Description সেই Product এর affiliate Link দিয়ে দিতে হবে যেটি আপনি Flipkart থেকে Copy করে থাকবেন। 

তারপর যেকোন ইউসার আপনি Reels দেখে তার Description এর লিংকে ক্লিক করে ফ্লিপকার্ট থেকে Product কিনলে আপনি সেখান থেকে কমিশন পেয়ে থাকবেন। ফেসবুক থেকে এই ব্যবসা করার জন্য কোন রূপ ইনভেস্ট করতে হয় না- Make Money Online Without Investment.

YouTube Shorts Channel ( ইউটিউব থেকে টাকা আয় )

বর্তমানে YouTube এর মধ্যে Shorts ভিডিও খুব ট্রেন্ডিং চলছে তাই যেকোন Shorts YouTube এর Rank হতে বেশি সময়ে লাগে না। অল্প সময়ের মধ্যে অনেক পরিমানে View এসে থাকে ভিডিওর মধ্যে। 

আপনি যদি যেকোন একটি প্রোডাক্টের ক্যাটাগরি অনুযায়ী চ্যানেল বানিয়ে সেখানে নিয়মিত সেই পণ্যের উপর ১ মিনিটের Review ভিডিও বানিয়ে সেই Product অ্যাফিলিয়েট লিংক ভিডিও ডেস্ক্রিপশনে দিয়ে সেলস নিয়ে আস্তে পারেন। 

এই ধরনের ভিডিও থেকে খুব কম সময়ের মধ্যে অনেকে পণ্য বিক্রি করতে পারেন। এবং সেখান থেকে আপনি ভালো পরিমানে কমিশনের মাধ্যমে টাকা আয় করতে পারেন। ইউটিউব শর্টস থেকে আরও টাকা ইনকাম করার পদ্ধতি বিষয়ে জানার জন্য ক্লিকে করুন। 

ফেসবুক ও ইউটিউব শর্টস ভিডিও বানানোর জন্য আপনি TikTok ভিডিও ব্যবহার করতে পারেন এবং আপনাকে দেখতে হবে ভিডিওর মধ্যে কোন রূপ Watermark যেন না থাকে। 

ফ্লিপকার্ট থেকে আয় করা টাকা কিভাবে নিবেন 

ফ্লিপকার্ট Affiliate Account এর সাথে অবশ্য আপনাকে একটি রাষ্ট্রীয় ব্যাংকার একাউন্ট যুক্ত করতে হবে। ফ্লিপকার্ট থেকে উপার্জন করা টাকা আপনাকে মাসের শেষে একটি নির্দিষ্ট তারিখের মধ্যে আপনার ব্যাঙ্ক একাউন্টে দিয়ে থাকে। 

কোন Product বিক্রি হওয়ার পর সেই পণ্যের কমিশন প্রোডাক্টের Return Policy Date পার হওয়ার পর দেওয়া হয়। কোন কারনে পণ্য টি গ্রাহক নেওয়ার পর কিছু দিন পর রিটার্ন করলে সেই পণ্যের মূল্য আপনি পাবেন না। 

Conclusion

তাহলে বন্ধুরা আপনারা আশা করি বুঝতে বেড়েছে যে কিভাবে Flipkart থেকে টাকা ইনকাম বা অনলাইন থেকে টাকা আয় করবেন ( অনলাইন ইনকাম মোবাইল দিয়ে ২০২১ ) সম্পূর্ণ নিজের স্মার্টফোনের ব্যবহার করে। এই বিষয়ে কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ড বক্সের মাধ্যমে জানান। 

0 Post a Comment:

Please Do Not enter any spam link in the comment box.