আমাদের মধ্যে অধিকাংশ ব্যক্তিরাই ফেসবুক ব্যবহার করে থাকে এবং বিভিন্ন প্রকারের কন্টেন্ট পোস্ট করার পাশাপাশি নিজেদের প্রিয়জন দের সাথে চ্যাট কর...

ফেসবুকে এই ৫ ধরনের কন্টেন্ট পোস্ট করা নিষিদ্ধ

ফেসবুকে এই ৫ ধরনের কন্টেন্ট পোস্ট করা নিষিদ্ধ

জেনে নিন ফেসবুকে এই ৫ ধরনের কণ্টেন্ট পোস্ট করলে হতে পারে আপনার একাউন্ট ডিলিট। ফেসবুকে পোস্ট করার সঠিক নিয়ম

ফেসবুকে এই ৫ ধরনের কন্টেন্ট পোস্ট করা নিষিদ্ধ

8 10 99

 আমাদের মধ্যে অধিকাংশ ব্যক্তিরাই ফেসবুক ব্যবহার করে থাকে এবং বিভিন্ন প্রকারের কন্টেন্ট পোস্ট করার পাশাপাশি নিজেদের প্রিয়জন দের সাথে চ্যাট করে থাকে। ফেসবুক যে সময় সোশ্যাল মিডিয়ায় জগতে আসে তখন কিন্তু কেবল নিজেদের বন্ধুদের সাথে চ্যাটিং, ফটো শেয়ার করার মতো কিছু ফীচার ছিল। 

কিন্তু সময় যত যায় ফেসবুক algorithm তত কঠিন হতে থাকে কারন ফেসবুক বর্তমানে কোন চ্যাটিং সোশ্যাল মিডিয়া সাইট এখন আর নয় ফেসবুক সবচাইতে বড় অনলাইন মার্কেটিং প্লাটফর্ম।  তাই ফেসবুকে এখন আর যেকোন ধরনের কন্টেন্ট পোস্ট করা যাবে না। 

তাই আজকে আমরা দেখে নাম এমন ৫ ধরনের কন্টেন্ট যদি আপনি ফেসবুক পোস্ট করেন তাহলে আপনার ফেইসবুক একাউন্ট বন্ধ হতে পারে বা আপনার উপর আইন ব্যবস্থাও নিতে পারে। 

ফেসবুকে ৫ ধরনের কন্টেন্ট পোস্ট করা নিধেষ -

আপনি যদি ফেসবুকে এই ৫ ধরনের কন্টেন্ট পোস্ট করেন নিজের একাউন্টের মধ্যে তাহলে খুব শিগ্রী হতে পারে আপনার একাউন্ট বন্ধ। থাহলে জেনে নিন কোন কোন পোস্ট করবেন না নিজের একাউন্টের মধ্যে। 
Facebook policy


অশ্লীলতা জনক পোস্ট 

আপনি যদি ফেসবুক পার্সোনাল একাউন্টের মধ্যে ইমেজ বা ভিডিও ফরম্যাটে কোন অশ্লীলতা বিষয়ে কোন মন্তব্য করেন তাহলে খুব শিগ্রী এই ধরনের কন্টেন্ট পোস্ট বন্ধ করুন এবং যদি করে থাকেন তাহলে খুব তাড়াতাড়ি সেগুলি Delete করুন। 

কারন ফেসবুক তার Content Policy তে প্রায় কিছু পরিবর্তন করে থাকে ,তাই এই ধরনের কনটেন্ট পোস্ট করেন তাহলে কোন অ্যাডভান্স ম্যাসেজ না করে আপনার একাউন্ট Ban করতে পারেন।  এই ধরনের কন্টেন্ট ফেসবুকের ইউসার Exprince নষ্ট করে থাকে। 

দুর্ঘটনা জনিত ফটো পোস্ট 

আপনি যদি কোন রাস্তা বা অন্য কোন দুর্ঘটনা বিষয়ে কোন রূপ ফটো পোস্ট করেন যেখানে সরাসরি ভাবে সেই বিষয়ে তথ্য ইউসার দের দিয়ে থাকে সেক্ষেত্রে আপনার একাউন্ট Ban হতে পারে। এই ক্ষেত্রে আপনাকে অবশ্য ফেসবুক থেকে ওয়ারিং ম্যাসেজ দিয়ে থাকে। 

বর্তমানে ফেসবুক এই ধরনের কন্টেন্ট পোস্ট Hide করার জন্য AI টেকনোলজির ব্যবহার করে থাকে।  যার থেকে এই ধরনের কন্টেন্ট সরাসরি ভাবে দেখা যায় না। 

দেশ বিরোধী কন্টেন্ট 

ফেসবুকে কোন দেশের সাস্কৃতিক, সাম্প্রভূত , দেশের বিরুদ্ধে ও অন্যান্য আপত্তি জনক কন্টেন্ট পোস্ট করে থাকেন তাহলে ফেসবুক এই ধরনের কন্টেন্টের জন্য আপনার একাউন্ট ডিলিট হতে পারে। 

কারন এই ধরনের কন্টেন্ট সোশ্যাল মিডিয়াতে অনেক দ্রুত জড়িয়ে থাকে এবং এই থেকে কোন দেশের মধ্যে আইন বিশেঙ্খলা নষ্ট হতে পারে।  এই ধরেন কন্টেন্ট পোস্ট ফেসবুকের মতো বড় সোশ্যাল প্লাটফর্মে পোস্ট করার অনুমতি হয় না। 

অস্ত্র বিষয়ে পোস্ট 

এমন কিছু অস্ত্র রয়েছে যেগুলি সরাসরি ইউসার দের সামনে কোন ভাবেই রিপ্রেসেন্ট করলে ফেসবুক আপত্তি করে থাকে। এবং এই ধরনের কোন রূপ কন্টেন্ট ফেসবুক তা প্লাটফমে অনুমতি হয় না। 

তাই আপনি যদি অন্য কোন রূপ অস্ত্র বিষেয় ফেসবুকের মধ্যে কন্টেন্ট পোস্ট করেন তাহলে যেকোন মুহূর্তে আপনার একাউন্ট সাসপেন্ড হতে পারে। 

স্পাম লিংক পোস্টিং 

আপনি যদি কোন রূপ থার্ড পার্ট Url লিংক যদি আপনার একাউন্টের মধ্যে কোন গ্রুপ বা কমিউনিটি তে পোস্ট করেন সেই কমিউনিটির অনুমতি না নিয়ে সে ক্ষেত্রে আপনার একাউন্ট ডিলিট তো হবে না কিন্তু আপনার কাছে Policy Violation ম্যাসেজ দিয়ে থাকনে। 

এই ধরনের পোস্ট আপনার একাউন্টের জন্য সমস্যা হতে পারে। তাই কোন কমিউনিটি তে কোন লিংক শেয়ার করার আগে অনুমতি নিয়ে পোস্ট করবেন। 

কিভাবে জানবেন আপনি Facebook Policy Violation করছেন 

আপনি যদি এই ধরনের Policy Violation করছেন তাহলে খুব সহজে দেখতে পারবেন তার জন্য আপনাকে নিজের একাউন্টে থ্রী লাইনে ক্লিক করে নিতে হবে। 

তারপর আপনাকে Support Inbox Option টিতে ক্লিক করলে দেখতে পাবেন আপনার একাউন্টে আসা Policy Violation নোটিফিকেশন। 

Conclusion

তাহলে আশাকরি বুঝতে পারলেন কোন কোন ধরনের কন্টেন্ট পোস্ট করা ফেসবুক সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে নিষিদ্ধ। এই বিষয়ে কোন প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে জানান। 

0 Post a Comment:

Please Do Not enter any spam link in the comment box.