Digital Health Id Card - ভারতবর্ষের সাধারণ মানুয়ের জন্য ভারত সরকার নিয়ে এলো এক বড় স্বাস্থ্য পরিকল্পনা যেটি নাম ডিজিটাল হেলথ আইডি কার্ড। এই...

Digital Health Card Online Apply 2021 | ডিজিটাল হেলথ কার্ড কি ?

Digital Health Card Online Apply 2021 | ডিজিটাল হেলথ কার্ড কি ?

ডিজিটাল হেলথ কার্ড কি? কিভাবে অনলাইন থেকে এই কার্ড বানাতে হয় এবং এই হেলথ কার্ডের কি কি সুবিধে রয়েছে জেনে নিন সম্পূর্ণ বাংলায়

Digital Health Card Online Apply 2021 | ডিজিটাল হেলথ কার্ড কি ?

8 10 99

 Digital Health Id Card- ভারতবর্ষের সাধারণ মানুয়ের জন্য ভারত সরকার নিয়ে এলো এক বড় স্বাস্থ্য পরিকল্পনা যেটি নাম ডিজিটাল হেলথ আইডি কার্ড। এই স্বাস্থ্য কার্ড দেশের সকল নাগরিকের জন্য প্রযোজ্য। 

দেশের আধার কার্ডের  সাহায্যে যেমন কোন ব্যক্তির পরিচয় দিয়ে থাকে ঠিক তার বিপরীতে কোন ব্যক্তির শারীরিক স্বাস্থ্যের সমস্থ তথ্য এই কার্ডের মাধ্যমে পাওয়া যাবে। 

আধার কার্ডের মতো এই হেলথ কার্ডে একটি Unique Number দেখতে পাওয়া যাবে যেটি ১৪ সংখ্যায় হয়ে থাকবে। এই Unique No কোন ব্যক্তির শারীরিক সমস্ত তথ্য উপলোড করা হবে। যেকোন ব্যক্তি তার চিকিৎসার সমস্থ তথ্য দেখতে পারবে অনলাইন নিদিষ্ট এপ্লিকেশনের সাহায্যে। 

তাহলে দেখে নিন যে এই ডিজিটাল হেলথ আইডি কার্ড কি? এই কার্ডের সাহায্যে কোন কোন সাহায্য পেতে পারেন এবং কিভাবে এই ডিজিটাল হেলথ আইডি কার্ডটি বানাবেন। সম্পূর্ণ তথ্য জানার জন্য এই আর্টিকেলের নিচের অংশ সম্পূর্ণ পড়ুন। 

What Is Digital Health Card In Bengali-ডিজিটাল হেলথ আইডি কার্ড কি ?

ডিজিটাল হেলথ কার্ড একটি চিকিৎসা বিষয় জনিত আইডি কার্ড যেটি ভারত সরকার দ্বারা শুরু করা হয়েছে। এই কার্ডের মাধ্যমে খুব সহজে যেকোন ব্যক্তিকে  তার শারীরিক স্বাস্থ্যের দিক দিয়ে চিহ্নিত করা হবে। 

এই কার্ডে যেকোন ব্যক্তির স্বাস্থ্য বিষয়ে সমস্থ তথ্য উপলোড করা হবে। যার মাধ্যমে খুব সহজে ব্যক্তির চিকিৎসা বিষয়ে যেকোন ধরনের তথ্য পেয়ে থাকবে চিকিৎসকেরা। 

২৭ সেপ্টেম্বর সোমবার দেশের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী One Nation One Health Card Scheme এ আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন প্রকল্পের অধীনে এই ডিজিটাল হেলথ কার্ডের বিষয়ে দেশের মানুষ কে জানায়। 

এই কার্ডে ১৪ ডিজিট নম্বরের সাথে যেকোন ব্যক্তি কে তার শারীরিক তথ্য উপলোড করা হবে। কোন চিকিৎসক এই ১৪ সংখ্যার নম্বরের মাধ্যমে খুব সহজে কোন ব্যক্তির স্বাস্থ্য বিষেয় সম্পূর্ণ তথ্য নিতে পারবে। 

কোন চিকিৎসকের পাশাপাশি ব্যক্তি তার নিজের স্বাস্থ্য বিষয়ে যেকোন তথ্য নিতে পারবেন তার জন্য তাকে নিদিষ্ট মোবাইল এপ্লিকেশনের মাধ্যমে তথ্য নিতে পারবে। 

মনে করুন কোন রোগী চিকিৎসর জন্য কোন বাইরেএর হসপিটালে গিয়েছে কিন্তু সেখানে সে তার পূর্বে Treatment হওয়া বা Test Report নিয়ে যায়নি। সেক্ষেত্রে তার ডিজিটাল হেলথ নাম্বারের সাহায্যে সমস্থ কিছু তথ্য নিতে পারবে চিকিৎসক কতৃপক্ষ। 

ডিজিটাল হেলথ কার্ডের উদ্দেশ্য - Purpose Of Digital Health Card 

ডিজিটাল হেলথ কার্ডের মূল্য উদেশ্য হল রোগীর সঠিক ভাবে চিকিৎসা হওয়া এছাড়া রাষ্ট্রীয় হেলথ ডিপার্টমম্যান্ট খুব সহজে Analysis করতে পারবেন যে দেশে কোন রোগে কত রোগী আক্রান্ত রয়েছে। 

কোন রোগী পূর্বে কোন রোগে আক্রান্ত হয়েছিল এবং সে মুহূর্তে কোন মেডিসিন ব্যবহার করা হয়ে ছিল এই সমস্থ হেলথ ডাটা এই কার্ডে স্টোর করা হবে যদি বর্তমানে কোন রোগে আক্রান্ত হলে চিকিৎসক সেই ডাটা দেখে রোগীর শারীকিক বিষয়ে তথ্য জানতে পারবে। 

এছাড়াও এই কার্ডের অন্য্ এক উদেশ্য হল যে সরকার খুব সহজে এটা জানতে পারবে যে কোন রোগে কত রোগী আক্রান্ত রয়েছে। এর থেকে স্বাস্থ্য বিভাগ খুব সহজে জানতে পারবেন যে সরকার দ্বারা রোগীর সাবসিডি পাওয়া সঠিক ভাবে ব্যবহার হচ্ছে কিনা। 

ডিজিটাল হেলথ কার্ডের সুবিধে - Benefits Of Digital Health Card 

ভারত সরকার দ্বারা আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন প্রকল্পের অধীনে এই ডিজিটাল হেলথ কার্ডের অনেক সুবিধে পেয়ে থাকবেন দেশ বাসি যেমন -

  • প্রথমত ব্যক্তি খুব সহজে সরকারের Treatment দেওয়া সাবসিডি খুব সহজে পেয়ে থাকবে। 
  • ব্যক্তির রোগ বিষয়ে যেকোন তথ্য এই কার্ডের ডাটা স্টোর অক্ষত থাকবে। 
  • পূর্বে কোন মেডিসিন ব্যবহার করা হয়েছিল তার তথ্য পেয়ে থাকবে চিকিৎসক। 
  • বর্তমানে চিকিৎসার জন্য Treatment Report সরাসরি এই কার্ডের স্টোর করা হবে। ফলে কোন কাজের ব্যবহার হবে না। 
  • কোন Test Report সরাসরি এই কার্ডের পোর্টালে উপলোড করা হবে। 

স্বাস্থ্য রেকর্ড তৈরির পদ্ধতি -

প্ৰথমে ব্যক্তির একটি ID বানানো হবে যেটি আধার কার্ড ও অন্যান্য তথ্য দিতে হবে। তারপর একজন অফিস কর্তৃপক্ষ ব্যক্তির স্বাস্থ্য বিষয়ে সমস্থ তথ্য নেব ও সেই তথ্য কে অনলাইন তার ID দ্বারা অনলাইনে উপলোড করা হবে। 

NDHM অফিসিয়াল ওয়েবসাইট ব্যক্তির সমস্ত ডাটা পার্সোনাল হেলথ রেকর্ড সিস্টেম ( PHRS ) নামে পরিচিত থাকবে। এই সিস্টেমে কবি ব্যক্তির Treatment Report, Lab Report, Medicine Report, Doctor Verification সমস্থ কিছু উপলোড করে রাখা হবে। 

ডিজিটাল হেলথ কার্ড কিভাবে বানাবেন 

Ayushman Bharat Digital Health Mission প্রকল্পের অধীনে ডিজিটাল হেলথ কার্ড আপনি খুব সহজে অনলাইন থেকে বানাতে পারেন। 

অনলাইন থেকে ডিজিটাল হেলথ কার্ড বানানোর জন্য আপনার আধার কার্ড অবশ্য প্রয়োজন হয়ে থাকবে। এই সমস্থ প্রক্রিয়া টি আপনি নিজের স্মার্টফোনের মধ্যেও করতে পারেন। অনলাইন থেকে ডিজিটাল হেলথ কার্ড বানানোর জন্য নিচের প্রক্রিয়া টি follow করুন।-

  • প্রথমে আপনাকে web Browser এ Ayushman Bharat Digital Mission সার্চ করে নিতে হবে। 
  • অফিসিয়াল ওয়েবসাইট আসার পর সেখানে দেন দিকে উপরে Create Your Health Id এই Option এ ক্লিক করতে হবে। 
  • পরবর্তী পেজ Generate Health ID অপসন টি এসে যাবে যেখানে আপনাকে Generate Via Aadhaar Option টিতে ক্লিক করতে হবে। কোন ব্যক্তির আধার না থাকে সেক্ষেত্রে নিচে আরেকটি বিকল্প দেওয়া থাকে যেখানে মোবাইলের মাধ্যমে কার্ড টি বানাতে পারেন। 
  • তারপর Next পেজে ১২ ডিজিটের আধার কার্ড নম্বর টি দিয়ে I Agree ও Im Not Robot বক্সে টিক দিয়ে Submit করতে হবে। 

  • তারপর আপনাকে আধার কার্ডের সাথে রেজিস্টার মোবাইল নম্বরে একটি OTP নম্বর চলে আসবে সেটি এখানে বসাতে হবে এবং Submit করতে হবে। 
  • Next Mobile No দিয়ে OTP Verify করতে হবে। 
  • এই প্রক্রিয়া টি করার পর আপনার কাছে একটি অনলাইন ফর্ম এসে যাবে যেখানে আপনি নিজের প্রয়োজন মতো ব্যক্তিগত তথ্য দিয়ে ফর্ম টিকে পূরণ করে কার্ড টি তৈরী করে নিতে হবে। 
  • সমস্থ কিছু হওয়ার পর আপনাকে অনলাইন থেকে কার্ডটি Downlode করে নিতে হবে। 

Conclusion

তাহলে আপনারা আসাকরী বুঝতে পেরেছেন ডিজিটাল হেলথ কার্ড কি? এই কার্ডের থেকে আমরা কোন কোন সুবিধে পেয়ে থাকি ,ও কিভাবে ডিজিটাল হেলথ কার্ড অনলাইন থেকে বানবেন। এই বিষয়ে কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সসে জানান। 

0 Post a Comment:

Please Do Not enter any spam link in the comment box.