This Blog is About Bengali Technology,banking tips and Information, Tech news in Bengali, tech tips in bangla, mobile tips in bengali, electric car review .
How to earn money from facebook group -আমরা এখানকার সময়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের ব্যবহার করে থাকি তার মধ্যে একটি হল ফেসবুক। বন্ধ...
ফেসবুক গ্রুপ থেকে টাকা আয় 2021-Earn Money From Facebook Group
ফেসবুক গ্রুপ থেকে টাকা আয় 2021-Earn Money From Facebook Group
জানুন কিভাবে ফেইসবুক গ্রুপ থেকে টাকা ইনকাম করবেন How to earn money from facebook group.
ফেসবুক গ্রুপ থেকে টাকা আয় 2021-Earn Money From Facebook Group
810
99
How to earn money from facebook group-আমরা এখানকার সময়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের ব্যবহার করে থাকি তার মধ্যে একটি হল ফেসবুক। বন্ধুরা আমরা আগেও আলোচনা করেছে যে ফেসবুক পেজ থেকে কিভাবে টাকা আয় করবেন।কিন্তু এবারে আমরা জন্য যে ফেসবুক গ্রুপ থেকে কোন কোন মাধ্যমে টাকা উপার্জন করবেন।
ফেসবুক সোশ্যাল মিডিয়া তে আমরা দেখে থাকি অনেক এই ধরনের গ্রুপ রয়েছে যেখানে বিভিন্ন ইউসার দের গ্রুপ ডিসকাশন হয়ে থাকে বা বিভিন্ন ধরনের কনটেন্ট পাবলিশ করে থাকে এবং সেখান থেকে প্রচুর পরিমানে টাকা আয় করে থাকে।
অনেক ব্যক্তিরা রয়েছে যারা হয়তো জানেন না যে ফেসবুক গ্রুপ থেকে টাকা আয় কিভাবে করা সম্ভব বা কোন কোন পদ্ধতিতে হয়ে থাকে।
তাহলে আজকে আমরা এই আর্টিকেল টির মাধ্যমে জেনে নেব যে কিভাবে একটি গ্রুপ তৈরি করতে হয় এবং কিভাবে সেখান থেকে টাকা উপার্জন করবেন সম্পূর্ণ তথ্য।
ফেসবুক গ্রুপ কি ?-What Is Facebook Group In Bengali
ফেসবুক সোশ্যাল মিডিয়ার মধ্যে সরাসরি চ্যাট অথবা মেসাগেইং করার মতো সুবিধে ছাড়াও গ্রুপ ভিত্তিক কোলেব্রেশন বা এক সাথে সম্বলিত হয়ে ডিসকাশন করার মতো সুবিধে দিয়ে থাকে ফেসবুক গ্রুপের মাধ্যমে।
Facebook Group হল একটি Cummunity বা অনলাইন কোলেব্রেশন স্পেস যেখানে অসংখ্য ইউসারা এক সাথে আলোচনা করতে পারে বা কোন তথ্য ইমেজ, ভিডিওর মাধ্যমে পোস্ট করতে পারে।
এখানে একজন গ্রুপ Creator বা admin থাকে যে এই পুরো গ্রুপ টিকে মনিটর করে থাকে। ফেসবুক গ্রুপে নিজের দের প্রয়োজন মতো role বানাতে পারেন যে কোন ধরনের বা কিভাবে ইউসারা গ্রুপে Join হতে পারবে।
ফেসবুক গ্রুপের রিচ কিভাবে বাড়াতে হয়
কোন গ্রুপের রিচ বাড়ানোর জন্য অনেক পদ্ধতি থাকে তার মধ্যে ভালো ও সহজ মাধ্যম হল Invite ও Organic. গ্রপ টির রিচ বাড়ানোর জন্য আপনার ফেসবুক একাউন্টে থাকে বন্ধুদের সরাসরি গ্রপ টির Invite লিংক পাঠিয়ে রিচ বাড়াতে পারেন।
বা এছাড়া গ্রুপের মধ্যে নিয়মিত উন্নত মানের কনটেন্ট পোস্ট করে রিচ বাড়াতে পারেন। কনটেন্ট পোস্ট করার জন্য আপনি যেকোন ধরনের Image, video বা Text এর ব্যবহার করতে পারেন।
ফেসবুক গ্রুপ থেকে কিভাবে টাকা আয় করবো
কোন ফেসবুক গ্রুপের রিচ অথবা Follower বাড়ার পর সেখান থেকে বিভিন্ন ভাবে টাকা উপার্জন করা সম্ভব। হয়তো ফেসবুক officialy গ্রুপে কোন ভাবেই টাকা দেয় না। তাই ফেসবুক গ্রুপ থেকে টাকা করার জন্য আরও অনেক পদ্ধতি রয়েছে যেখান থেকে আপনি ভালো পরিমানে টাকা আয় করতে পারেন। যেমন -
Paid Promotion
Product Sell
Affiliate Marketing
Website Traffic Transfer
Group Sell
1. Paid Promotion
আপনার গ্রুপে যদি অনেক বেশি পরিমানে Active User হয়ে থাকে তাহলে এখানে আপনি Paid Promotion এর মাধ্যমে অনেক টাকা আয় করতে পারেন। এবং যদি আপনার গ্রুপ যদি একটি বিশেষ ক্যাটাগরির মধ্যে হয়ে থাকে তাহলে এখান থেকে আরও বেশি পরিমানে টাকা আয় করা সম্ভব।
Paid Promotion মানে হল কোন কোম্পানির promotion করা আপনার গ্রুপের মধ্যে যেখানে আপনি সেই কোম্পানির কাছে থেকে যত খুশি টাকা চার্জ করতে পারেন।
2. Product Sell
ফেসবুক গ্রুপ যদি আপনার একটি সঠিক Niche এ হয়ে থাকে সেক্ষত্রে আপনি আপনার গ্রুপের ইউসার দের গ্রুপের ক্যাটাগরি অনুযায়ী প্রোডাক্ট বিক্রি করতে পারেন। এবং সেখান থেকেও অনেক টাকা উপার্জন করতে পারবেন।
মনে করুন আপনার Health বিষয়ে গ্রুপ রয়েছে সেখানে আপনার একটি সঠিক ক্যাটেগরির টার্গেট ইউসার রয়েছে সেখানে আপনি তাদের কে Health বিষয়ে বিভিন্ন ধরনের Product বিক্রি করতে পারেন। বর্তমানে এই ভাবে অনেকে গ্রুপ Creator রা টাকা আয় করে চলেছে।
ফেসবুক গ্রুপ থেকে টাকা আয় ভিডিওর মাধ্যমে জানুন
3. Affiliate Marketing
এফিলিয়াট মার্কেটিং প্রোডাক্ট বিক্রি করার মতো একটি পদ্ধতি সেখানে আপনি কোন প্রোডাক্ট বিক্রি করে সেখানে কমিশনের মাধ্যমে টাকা আয় হয়ে থাকে।
Affiliate Marketing মানে কোন অন্যের জিনিস বিক্রি করে কমিশনের মাধ্যমে টাকা উপার্জন করা। প্ৰথমে আপনাকে যেকোন একটি Affiliate Program Join করতে হবে। যেমন - Amazon ,ও ClickBank এর মতো বড় কোম্পানির সাথে।
তারপর তাদের E-commerce সাইট থেকে প্রোডাক্টের Affiliate Link Generate করে নিজের গ্রুপে Promotion করে Sell নিয়ে আস্তে পারেন এবং টাকা আয় করতে পারেন। বর্তমানে এই Affiliate Marketing পদ্ধতি অনেক উন্নত একটি প্রক্রিয়া।
4. Website Traffic Transfer
এখানকার দিনে অনেক এই রকম ব্যক্তিরা বা Business রয়েছেন যারা সোশ্যাল মিডিয়ার ট্রাফিক নিজেরদের বিসনেস ওয়েবসাইট নিয়ে এসে থাকে তারজন্য তারা গ্রুপ অ্যাডমিন কে প্রয়োজন মতো টাকা দিয়ে থাকে।
এখানে আপনি আপনার গ্রুপ পোস্টে সেই ওয়েবসাইটের লিংক পোস্ট করে আপনার ইউসার দের সেই ওয়েবসাইট ট্রান্সফার করে থাকেন। এবং এই পদ্ধতিতেও অনেক পরিমানে টাকা আয় করা সম্ভব।
5. Group Sell
সবার শেষ গ্রুপের মাধ্যমে টাকা আয় করার উপায়। মনে করুন আপনার গ্রুপে অনেক Follower রয়েছে এবং আপনার Group Active রয়েছে। সেখানে আপনি কোন ভাবেই কাজ করতে চান না বা করার মতো আপনার সময় নেই, সেক্ষেত্রে আপনি গ্রুপ টিকে বিক্রি করে অনেকে পরিমানে টাকা আয় করতে পারেন।
এখানকার দিনে অনেক এই রকম Creator রয়েছে যাদের কাজেই হচ্ছে ফেসবুক গ্রুপ সেল করে টাকা আয় করা। এখানে আপনি One Time টাকা আয় করতে পারেন কিন্তু নিজের প্রয়োজন মতো টাকা চার্জ করতে পারেন।
Conclusion
তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে ফেসবুক গ্রুপ কি এবং কিভাবে এই গ্রুপ থেকে কোন কোন পদ্ধতিতে টাকা উপার্জন করা সম্ভব। এই বিষেয় কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে জানান।
0 Post a Comment:
Please Do Not enter any spam link in the comment box.