সেপ্টেম্বর ২২, ২০২১
আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা কম্পিউটার অথবা ল্যাপটপ ব্যবহার করে থাকে। আমরা জানি কম্পিউটারের সাহায্যে যেকোন কাজ খুব সহজে করা সম্ভব এবং কাজ...
How To Increase Laptop Speed | কম্পিউটার দ্রুত করার উপায়
How To Increase Laptop Speed | কম্পিউটার দ্রুত করার উপায়
জানুন কিভাবে কম্পিউটার বা ল্যাপটপের গতি দ্রুত করবেন How To Increase Laptop Speed , কম্পিউটার দ্রুত করার ১০ টি সেরা উপায়। উইন্ডোস ১০ দ্রুত করুন।
How To Increase Laptop Speed | কম্পিউটার দ্রুত করার উপায়
8
10
99
আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা কম্পিউটার অথবা ল্যাপটপ ব্যবহার করে থাকে। আমরা জানি কম্পিউটারের সাহায্যে যেকোন কাজ খুব সহজে করা সম্ভব এবং কাজ খুব দ্রুত হয় থাকে।
কম্পিউটার অথবা ল্যাপটপের সাহায্যে কাজ করার জন্য আমাদের কে ইন্টানেটের সাথে connect করতে হয় যার মাধ্যমে আমরা ইন্টারনেট থেকে বিভিন্ন তথ্য বা কাজ করে থাকি।
কম্পিউটারের সাথে ইন্টারনেট কানেক্ট করার পর ইন্টারনেট থেকে ভাইরাস বা মালয়ের ডেভিসের মধ্যে এসে থাকে ফলে আমাদের কম্পিউটার বা ল্যাপটপের Performance অনেক Slow হয়ে থাকে।
কোন নতুন ল্যাপটপ ব্যবহার করার কিছু দিন পর এই ধরনের সমস্যা প্রায় অনেকের হয়ে থাকে এবং তারা বুঝতে পারেনা যে কিভাবে কম্পিউটারের বা ল্যাপটপের Speed বাড়াবো ( How To Increase Laptop Speed ).
বন্ধুরা আপনি যদি এই সমস্যা থেকে সমাধান পেতে চান তাহলে এই আর্টিকেল টি শেষ পর্যন্ত পড়ুন যেখানে খুব সহজে আপনি নিজে কম্পিউটারের স্পিড বাড়াতে পারবেন How To Increase PC Speed.
How To Increase Laptop Speed- কম্পিউটারের স্পিড কিভাবে বাড়াবেন
বন্ধুরা কোন ল্যাপটপ অথবা কম্পিউটারের মধ্যে বিভিন্ন ধরনের Operating System ব্যবহার করা হয় এবং যার কারনে এই গুলির সমাধান ভিন্ন হয়ে থাকে। আজকে আমরা এই পোস্ট টির মাধ্যমে জানবো কিভাবে আপনি Windows 10 ব্যবহার করা কম্পিউটারের স্পিড বাড়াবেন How To Increase Computer Speed Windows 10 Or How To Increase Laptop Speed Windows 10.
কোন কম্পিউটারের যদি Performance Speed বাড়াতে চান তাহলে নিচের দেওয়া সেটিং গুলি আপনাকে সিস্টেমের মধ্যে করতে হবে। এগুলি করার পর আপনার PC ৭০% ফাস্ট হয়ে থাকবে।
1. Disable Startup Programm
আপনার কম্পিউটারের যখন কোন এপ্লিকেশন বা সফটওয়্যার Open করে থাকেন তখন সেগুলি বন্ধ করার পরও আপনার PC এর Background Device এই সফটওয়্যার গুলি চালু অবস্থায় থাকে, সেগুলি PC OFF-On করার পরও চালু অবস্থায় থাকে।
এই সমস্থ এপ্লিকেশন গুলিকে আপনাকে ম্যানুয়ালি ভাবে বন্ধ করতে হবে তার জন্য আপনাকে কম্পিউটারের Keyboard এ Ctrl +Alt +Delete Press করতে হবে যেখানে একটি নতুন পেজ এসে যাবে তার মধ্যে আপনাকে Task Manager Option এ Click করতে হবে তারপর আপনাকে চার নম্বরের Startup এ ক্লিক করতে হবে এবং তারপর সমস্থ এপ্লিকেশন চলে আসবে, যেগুলি Background Run হয়ে থাকবে।
এই এপ্লিকেশন গুলিয়ে আপনি Right Click করে Disable করতে হবে।
2. Disable Animation & Visual Graphics
আমাদের PC সিস্টেম High গ্রাফিক্স হওয়ার কারনে সিস্টেমের Performance Slow হয়ে থাকে, কোন Normal Graphics এর তুলনায় High Graphics অনেক বেশি সময় লেগে থাকে ফলে আমাদের কম্পিউটার অনেক Slow থাকে।
তাই আপনি যদি আপনাকে PC এর Graphics Quality কম করেন তাহলে আপনার PC এর কিছুটা দ্রুত হয়ে থাকবে তার জন্য আপনাকে কম্পিউটারের বা ল্যাপটপের Control Panel আস্তে হবে তারপর System Option এ ক্লিক করে Advanced System Setting ক্লিক করে আবার Advanced ক্লিক করুন তারপর Setting এ ক্লিক করুন পরবর্তী Visual Effects ক্লিক করে Custome ক্লিক করে নিচের সমস্থ Option গুলিকে Uncheck করে Ok তে ক্লিক করুন।
Control Panel -System -Advanced System Setting -Advanced -Setting -Visual Effects-Custome-Uncheck-Apply
3. Auto One Drive Process
আপনার PC সিস্টেমে যদি One Drive অটোমেটিক অবস্থায় থাকে তাহলে আপনার ডিভাইসের থাকা মিডিয়া ফাইল Autometic Could সার্ভারে Save হয়ে থাকে এবং আপনার ডাটা Process হয়ে থাকে।
এই One Drive Online Service টিকে বন্ধ করার জন্য আপনার One Drive এর সেটিং যেতে হবে তারপর একাউন্ট এ ক্লিক করে Unlink Option এ click করে প্রক্রিয়া টি বন্ধ করতে হবে।
4. Windows Auto Update Off
আমাদের PC এর Operating System যদি Auto অবস্থায় থাকে তাহলে যেকোন মুহূর্তে আমাদের ডাটা ব্যবহার করে Windows টি আপডেট হয়ে থাকে। যার কারনে PC Slow হয়ে থাকে।
তাই Windows Update Off করার জন্য আপনাকে কীবোর্ড Windows +R Key Press করুন তারপর সেখানে Service.msc Type করে OK করুন ,তারপর এখানে অনেক Option এসে যাবে যার মধ্যে আপনাকে Windwos Update খুঁজে নিয়ে Right Click করে Properties ক্লিক করতে হবে সেখানে Startup Type এ Manual অথবা Disable করতে হবে।
Windows +R Key Press - Service.msc Type-OK-Windows Update -Right Click-Properties-Startup Type - Manual / Disable
Places Reset Your PC
5. Stop Notification Massage
আপনার কম্পিউটারের যদি Notification ম্যাসেজ যদি On অবস্থায় থাকে তাহলে সেকোন সময়ে আপনার PC এর System এ Notification এসে থাকবে ফলে আপনার কম্পিউটার Slow হয়ে থাকে।
এই Notification ম্যাসাজ আপনাকে বন্ধ করার জন্য Setting এ যেতে হবে তারপর System ক্লিক করে সেখানে Notification & Action Option এ ক্লিক করে দেন দিকে Notification Off করে নিতে হবে।
6. Run Disk Cleanup
Run Disk Cleanup একটি একটি সফটওয়্যার যেটি Windows এর মধ্যে ByDefault Insatll হয়ে থাকে যেটির সাহায্যে আপনি Hard Drive যেকোন C অথবা D Drive Clean করতে পারবেন।
তার জন্য আপনাকে Search Section এসে Disk Cleanup সার্চ করে ওপেন করে নিতে হবে যেখানে আপনি কম্পিউটারের যেকোন ড্রাইভার যে Select করে OK করতে হবে তারপর সমস্থ folder চলে আসবে যেখানে আপনি নিজের প্রয়োজন মতো Folder কে বেছে নিয়ে OK তে ক্লিক করুন।
আরও পড়ুন - Computer BIOS কি?
7. Clean Storage
আপনার কম্পিউটারে এমন অনেক ফাইল থেকে থাকে যেটি সিস্টেমের কোন কাজে ব্যবহার হয় না এবং স্টোর Memory বেড়ে থাকে যার কারনে কম্পিউটারের Performance এ অনেক Slow হতে দেখতে পাওয়া যায়।
তার জন্য আপনেকে Windows Icon এ Right Click করতে হবে তারপর Setting এ ক্লিক করে System Click করে Storage Option ক্লিক করুন যেখানে আপনার Storage Option ON করে নিতে হবে।
8. Delete Unuse Software
যেসব এপ্লিকেশন অথবা সফটওয়্যার আমাদের কম্পিউটারের মধ্যে Install হয়ে থাকে কিন্তু সেগুলিকে আমরা কোন ব্যবহার করি না। কিন্তু PC মধ্যে Store থাকায় memory Full হয়ে থাকে।
এই ক্ষেত্রে আপনি এই সমস্থ এপ্লিকেশন অথবা সফটওয়্যার গুলিকে সিস্টেমের Control Panel এ গিয়ে ইনস্টল বা ডিলিট করতে হবে। এই সমস্থ সফটওয়্যার গুলি ইনস্টল করার পর আপনার PC আগের তুলনায় অনেক টায় দ্রুত হয়ে থাকবে।
9. C Drive Clean
C Drive এর মধ্যে কম্পিউটারের Operating Software ব্যবহার করার জন্য হয়ে থাকে যেখানে অন্যান্য সফটওয়্যার বা এপ্লিকেশন store করার ফলে PC তে কোন Input Out Delivery করতে অনেক সময় নিয়ে থাকে।
তাই আপনাকে C Drive এর মধ্যে Operating Software ছাড়ার সমস্থ সফটওয়্যার কে ডিলিট করতে হবে।
10. Temp File Delete
যেকোন কম্পিউটারের ইন্টারনেট কানেক্ট করার পর সেই সিস্টেমে অনেক পরিমানে Temp File Store হয়ে থাকে যায় যেগুলি কে Delete করা খুবই প্রয়োজন। কোন কম্পিউটার Slow হওয়ার পিছনে এটিও অনেক বড় কারন হয়ে থাকে।
আপনি যদি এই সমস্থ Temp File Delete করতে চান তাহলে Windows Icon এর পাশে সার্চে গিয়ে %term % Inter করতে হবে সঙ্গে সঙ্গে আপনার সিস্টেম Temp File চলে এসে যাবে এগুলিকে Select করে Delete করে নিতে হবে। যেসব ফাইল গুলি কাজে সেগুলি Skip করতে হবে যেগুলি কোন কাজের না সেগুলি অটোমেটিক ডিলিট হয়ে যাবে।
বন্ধুরা এই সমস্থ সেটিং গুলি করার পর যদি কম্পিউটার দ্রুত না হয় তাহলে অবশেষ আপনার PC Hard করতে হবে।
Conclusion
তাহলে বন্ধুরা বুঝতে পেরেছেন যে কিভাবে নিজের কম্পিউটার বা ল্যাপটপ কে দ্রুত বানাবেন ( How To Increase Laptop Speed ). এই সমস্থ সেটিং গুলিয়ে আপনার উইন্ডোস ১০ অপারেটিং সিস্টেমের উপর প্রয়োগ করা হয়েছে-How To Increase Laptop Speed Windows 10. এই বিষয়ে কোন সমস্যা থাকলে নিচে কমেন্টের মাধ্যমে জানান।
0 Post a Comment:
Please Do Not enter any spam link in the comment box.