YouTube Tool For Creators - বর্তমানে ইন্টারনেট থেকে টাকা উপার্জন করা অনেক সহজ ও বিভিন্ন মাধ্যম তৈরি হয়ে উঠছে। যার মধ্যে একটি হল YouTube .এখা...

Top 10 Youtube Tool For Creators - ১০টি ইউটিউব ক্রিটোর টুল

Top 10 Youtube Tool For Creators - ১০টি ইউটিউব ক্রিটোর টুল

Top 10 Youtube Tool For Creators,১০টি সেরা ইউটিউব ক্রিটোর টুল যেটির সাহায্যে আপনি নিজের ইউটিউব চ্যানেলের ভিডিওকে Rank করতে পারবেন।

Top 10 Youtube Tool For Creators - ১০টি ইউটিউব ক্রিটোর টুল

8 10 99
YouTube Tool For Creators-বর্তমানে ইন্টারনেট থেকে টাকা উপার্জন করা অনেক সহজ ও বিভিন্ন মাধ্যম তৈরি হয়ে উঠছে। যার মধ্যে একটি হল YouTube .এখানকার দিনে প্রচুর Creator রা এখানে নিজের Category অনুযায়ী চ্যানেল বানিয়ে টাকা উপার্জন করে চলেছে। 

কোন ইউটিউব চ্যানেল বানানোর সাথে সাথে কিছু বিষয়ে আপনার যেমন ধারণা থেকে থাকে টিক সেরকম একটি ইউটিউব ভিডিও এডিটিং করার থেকে শুরু করে সেটিকে পাবলিশ করা পর্যন্ত অনেক HardWork থাকে Creator এর।

যেমন কোন চ্যানেল তৈরি করার সময়ে এটি ভালোভাবে রিসার্চ করে থাকেন যে কোন ক্যাটেগরি তে চ্যানেল বানাবো যাতে খুব তাড়াতাড়ি Grow হয় সম্ভব। 

তাই একটি ভালো ইউটিউব Creator হওয়ার জন্য আপনার মোবাইলের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ এপ্লিকেশন ইনস্টল থাকতে হবে। যার সাহায্যে আপনার ইউটিউব জার্নি সহজ ও সঠিক ভিডিও কন্টেন্ট পাবলিশ করতে পারেন। 

আজকে আমরা এই আর্টিকেল টিতে এমন ১০টি সেরা মোবাইল এপ্লিকেশনের বা Youtube Tools Free বিষয়ে তথ্য দেব যেগুলি আপনার মোবাইল অবশ্য ইনস্টল থাকতে হবে। 


Top 10 Youtube Tool For Creators - ১০টি ইউটিউব ক্রিটোর টুল 

এই ১০ টি সেরা ইউটিউব টুল অবশ্য একজন Mobile Creator জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই আপনি যদি একজন মোবাইল ক্রিটোর হয়ে থাকেন তাহলে নিচের দেওয়া এপ্লিকেশন গুলি অবশ্য ব্যবহার করুন। 
YouTube tool

#1. Tubebuddy

Tubebuddy একটি YouTube SEO Tool যেটির সাহায্যে আপনি ইউটিউব ভিডিও Analysis করতে পারবেন। ভিডিওর জন্য কীওয়ার্ড রিসার্চ করতে পারবেন। কোন ট্যাগ ব্যবহার করলে ভিডিও তাড়াতাড়ি Rank করবে। 

ভিডিওর SEO Score সার্চ করতে পারবেন এবং এই টুলের ব্যবহার করে খুব সহজে একটি Low Competition কীওয়ার্ড Find করতে পারবেন। সাধারণত এটি একটি YouTube Tool Keyword রূপে ব্যবহার হয়।  
এই এপ্লিকেশন টি আপনি খুব সহজে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন ,যেখানে আপনি এর Free ও Paid এই দুটি প্ল্যান রয়েছে। paid এর তুলনায় free তেও আপনি ভালো মানের রিসার্চ করতে পারেন। 


#2. VidIQ 

এই এপ্লিকেশন টির থেকেও আপনি ভালো মানের কীওয়ার্ড রিসার্চ করতে পারেন। Tubebuddy এপ্লিকেশনের মতো এটিও ভালো মানের কীওয়ার্ড আইডিয়া দিয়ে থাকে যার মাধ্যমে ইউটিউব ভিডিও বানানোর জন্য। 
এই এপ্লিকেশন টিকে আপনি খুব সহজে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন। যেখান এই এপ্লিকেশন টি ব্যবহার করার আগে আপনি নিজের ইউটিউব চ্যানেল ID বা Account এর মধ্যে SignUp করে নিতে পারেন। 
এখানে আপনি যেকোন কীওয়ার্ড এর Monthly Search Volume সার্চ করতে পারবেন এবং প্রতিদিন তিনটি করে নিজের চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী ভিডিও আইডিয়া পেয়ে থাকবেন। 


#3. KineMaster Video Editing App 

ইউটিউব ভিডিও বানানোর সবচাহিতে গুরুত্বপূর্ণ টুল হল ভিডিও এডিটিং এপ্লিকেশন যার সহজে নির্ভর করে ভিডিও কেমন হবে। বর্তমানে ৮০% মোবাইল creator ভিডিও বানানোর জন্য এই KineMaster Video Editing Apps ব্যবহার করে থাকে। 

এই এপ্লিকেশন কে Paid প্লানের পাশাপাশি ফ্রি প্লেনেও আপনি ভালো ভিডিও এডিট করতে পারবেন।  এই এপ্লিকেশন থেকে এডিট করা ভিডিওর মধ্যে কোন রূপ WaterMark থাকে না। কিন্তু watermark না আসার জন্য এই এপ্লিকেশন টি প্অন্য্ একটি Third Party প্লাটফর্ম থেকে ডাউনলোড করতে হবে। 

#4. Lexis Audio Editor

এটি একটি অডিও এডিটিং মোবাইল এপ্লিকেশন যেখানে থাকে আপনি যেকোন ধরনের অডিও music এডিট করতে পারবেন। এই apps টি সম্পূর্ণ ফ্রি এপ্লিকেশন যেটি আপনি খুব সহজে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন। 

আমরা অনেক ভিডিও তে শুনে থাকে সেই ভিডিওর মধ্যে সাউন্ড Quality অনেক খারাপ হয়ে থাকে। সাউন্ডের মধ্যে বিভিন্ন রকমের Noise এসে থাকে যেটি ভিডিওর জন্য একটি খারাপ Experience.

সেই ক্ষেত্রে আপনি এই এপ্লিকেশনের মাধ্যমে খুব সহজে অডিও মধ্যে থাকা Noise বাদ দিতে পারবেন। সরাসরি আপনি এপ্লিকেশন টিকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন।  

#5. Open Camera

আপনি যদি আপনার চ্যানেলের live অথবা ক্যামেরা থেকে Shot করা ভিডিও উপলোডে করে থাকেন তাহলে আপনি এই Open Camera থেকে অনেক উন্নত কোয়ালিটি ভিডিও Shot করতে পারেন। 
এখানে আপনি ভিডিও বানানোর জন্য বিভিন্ন ধরনের Effect পেয়ে যাবেন যেটি আপনি সাধারণ মোবাইল ক্যামেরাতে পাবেন না। 


এই এপ্লিকেশন টি একটি ভিডিও বা ইমেজ shot করার জন্য এত বেশি অপসন দেওয়া থাকে যেটির মাধ্যমে আপনি অনেক ভালো মানের ভিডিও তৈরি করতে পারেন এবং ইউটিউবে পাবলিশ করতে পারেন।

#6. Pixellab  

বর্তমানে যত প্রকারের ইমেজ এডিটিং টুল রয়েছে তার মধ্যে সবচাইতে উন্নত মানের Photo Editing Tool PixelLab . এখানে আপনি যেকোন ফটো কে এডিটি করার সাথে সাথে Text এডিটিংও ভালো মানের করতে পারবেন। 

কোন ভিডিও বানানোর সাথে সাথে সেই ভিডিওর জন্য একটি আকর্ষণীয় Thumbnail বানানো খুবই প্রয়োজন। এই এপ্লিকেশনের মধ্যে হাব সহজে নিজের মোবাইল থেকে ভালো মানের Thumbnail বানাতে পারেন কয়েক মিনিটের মধ্যে। 

এই এপ্লিকেশন সম্পূর্ণ ভাবে ফ্রি প্লেন কোন রূপ টাকা খরচ করতে হয় না ,সরাসরি প্লে স্টোর থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। 

#7. Pixeldlow

এই এপ্লিকেশন টি একটি ভিডিও এলিমেন্ট টুল এটির মধ্যে আপনি ভিডিওর জন্য ভালো ও আকর্ষণীয় Intro, Outro বানাতে পারেন। 

কোন ভিডিও তখনি ভালো মানের হয়ে থাকে যখন ভেতর মধ্যে বিভিন্ন এলিমেন্টের ব্যবহার করা থাকবে। আপনি ভিডিওর Title Cover করা বা Display করার জন্য এই এপ্লিকেশনের মধ্যে বিভিন্ন এলিমেন্ট ফরম্যাটে Title represent করতে পারেন। 

#8. TagYou

আপনি যদি আপনার ক্যাটাগরির Compititor এর ভিডিওর ট্যাগ কপি করতে চান বা দেখতে চান যে কোন ধরনের ট্যাগ ব্যবহার করা হয়েছে সের ভিডিও মধ্যে তাহলে আপনি খুব সহজে এই এপ্লিকেশনের থেকে করতে পারবেন। 

কেবল সেই ভিডিওর Url  কপি করে পেস্ট করলেই ভিডিওর মধ্যে ব্যবহার করা সমস্ত ট্যাগ আপনার কাছে চলে আসবে। যেখানে থেকে আপনি সেই ট্যাগ কে নিজের ভিডিওতে ব্যবহার করতে পারেন। 

#9. AZ Screen Recorder

আপনি যদি ইউটিউব ভিডিও জন্য নিজের মোবাইলের Screen রেকর্ডিং করতে চান তাহলে আপনি এই এপ্লিকেশনের মাধ্যমে খুব সহজে নিজের ফোনের স্ক্রিন রেকর্ড করতে পারেন। 

এই এপ্লিকেশনের মধ্যে কোন রূপ Watermark দেখতে পাওয়া যায় না। ফলে খুব সহজ হয় এই এপ্লিকেশনের ব্যবহার করে মোবাইলের স্ক্রিন রেকর্ড করতে। 

#10. YT Studio 

আপনি যদি ইউটিউবের মধ্যে চ্যানেল create করে কন্টেন্ট পোস্ট করেন তাহলে আপনাকে এটা জানা খুবই প্রয়োজন এই YT Studio Application টি YouTube সরাসরি অফিসিয়াল ভাবে লঞ্চ করা হয়েছে Creator দের জন্য। 

ইউটিউব চ্যানেলের সমস্থ কিছু Analysis করার জন্য এই appls টির ব্যবহার খুব প্রয়োজন হয়ে থাকে। এই apps এর সাহায্যে আপনাকে চ্যানেল ও ভিডিওর সমস্ত কিছু তথ্য মনিটর করতে হবে। 
এই apps টি ব্যবহার করার জন্য আপনি সরাসরি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন সম্পূর্ণ ফ্রি তে। এই এপপ্স টি কোন Third Party প্লাটফর্ম থেকে যেন না ডাউনলোড করা হয়। 

Conclusion

তাহলে বন্ধুরা দেখলেন একটি ইউটিউবের জন্য কোন কোন টুল মোবাইলের মধ্যে ইনস্টল থাকতে হবে Youtube চ্যানেলে ভিডিও পাবলিশ করার জন্য। এই বিষয়ে কোন সমস্যা বা প্রশ্ন থাকলে নিচে কমেন্টের মধ্যে জানান। 

0 Post a Comment:

Please Do Not enter any spam link in the comment box.