আজকে আমরা আলোচনা করবো  Business Meaning In Bengali 2021 বা ব্যবসা কি? বিষয়ে,আপনারা অনেকেই আছেন যারা ব্যবসা করছেন বা পরবর্তী দিনে এই পেশার...

Business Meaning In Bengali 2021| ব্যবসা কি?

Business Meaning In Bengali 2021| ব্যবসা কি?

Business Meaning In Bengali 2021,ব্যবসা কি? বর্তমানে ব্যবসা কয় প্রকারের হয় ও কি কি এবং কোন ধরনের ব্যবসায় বেশি মানে উপার্জন হয়ে থাকে

Business Meaning In Bengali 2021| ব্যবসা কি?

8 10 99

 আজকে আমরা আলোচনা করবো Business Meaning In Bengali 2021 বা ব্যবসা কি? বিষয়ে,আপনারা অনেকেই আছেন যারা ব্যবসা করছেন বা পরবর্তী দিনে এই পেশার সাথে যুক্ত হতে চান। সেই ক্ষেত্রে আপনাকে ব্যবসার বিষয়ে কিছু তথ্য জানা খুবই প্রয়োজন। 

এখানকার দিনে বর্তমান পরিস্থিতে যেকোন ব্যক্তি ব্যবসা করতে আগ্রহী তাতে কোন ছোট ব্যবসা বলুন বা কোন বড় মানের ব্যবসা বলুন। 

একজন ব্যবসাদেরের ব্যবসা করার আগে সেটা ভালো ভাবে জ্ঞান থাকতে হবে যে  সঠিক কোন পণ্যের উপর ব্যবসা করবেন এবং কোন মাধ্যমে করবেন। 

তাহলে আমরা জেনে নেব ব্যবসার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেটি একজন ব্যক্তির ব্যবসার করার জন্য খুবই প্রয়োজন। 

Business Meaning In Bengali 2021 | ব্যবসা কি?

Business Meaning কে আপনি এক কথায় ব্যবসা বা বাণিজ্য বলতে পারেন। ব্যবসার মাধ্যেমে আমরা বিভিন্ন ধরনের পণ্য,দ্রব্য মূল্য বা কোন সেবা উপার্জনের উদ্দেশ্যে করে থাকি। 

ব্যবসা সাধারণত আপনি দুই মাধ্যমে করতে পারেন একটি অনলাইন বিসনেস ও অন্যটি অফলাইন বিসনেস। 

business meaning

অনলাইন ব্যবসা মানে হল যে পণ্য আপনি ইন্টারনেটের মাধ্যমে গ্রাহদের কাছ থেকে অর্ডার নিয়ে এসে সরাসরি কোন কুরিয়ার বা পার্সেলের মাধ্যমে Delivery করে ব্যবসা করা। 

এবং অফলাইন ব্যবসা মানে হল যে ব্যবসার একটি সঠিক নিদিষ্ট স্থান রয়েছে। যেখানে গ্রাহক ও ব্যবসাদারের মধ্যে সরাসরি দ্রাব কেনা বেচার প্রক্রিয়া টি হয়ে থাকে। 

ব্যবসার মূল উদ্দেশ্য কোন পণ্য বা সেবা কে গ্রাহক কে সঠিক মূল্যে বিক্রয় করা। যেটি একজন টাকা খরচ করে থাকে এবং অন্য জন টাকা উপার্জন করে থাকে। 

একজন ব্যবসাদার কে কোন ব্যবসা করার আগে সেই ব্যবসার বিষয়ে সম্পূর্ণ ধারণা থাকা অবশ্য প্রয়োজন তার পাশাপাশি যে স্থানে ব্যবসা টি করবেন। 

সেই স্থানের সমস্ত তথ্য একজন বিক্রিতার থাকা প্রয়োজন। 


ব্যবসা কয় প্রকারের হয় - Types Of Business In Bengali 

আপনি যদি কোন ব্যবসা করতে চান তাহলে এটা সম্পূর্ণ ভাবে জানতে হবে যে ব্যবসা কয় প্রকার বা কয় ভাগ হয়ে থাকে। 

দেখুন ব্যবসার বা পণ্য বিক্রয় করার কোন প্রকার হয় না যেকোন ব্যবসাতে আপনি একজন বিক্রেতা ও অন্যজন পণ্য ক্রেতা। 

কিন্তু ব্যবসা করার মাধ্যম বা ব্যবসার মধ্যে টাকা বিনিয়োগের বিভিন্ন প্রকার রয়েছে যেটিকে ব্যবসার প্রকারভেদ বলা হয়ে থাকে। যেমন -

  • Sole Proprietorship Business 
  • Partnership Business 
  • Limited Partnership Business 
  • Cooperative Business 

Sole Proprietorship Business ( একক ব্যবসা ) 

যে ব্যবসা নিজ ও একক স্বাধীন ভাবে করা হয়। যার মালিকানা একজন ব্যক্তি হয়ে থাকে এবং ব্যবসায় সমস্থ ধরনের লাভ ক্ষতি বিশেষ একজন ব্যক্তির উপরে নির্ভরশীল অন্য কোন দ্বিতীয় ব্যক্তি এর মধ্যে যুক্ত থাকে না। 

বর্তমানে যত ছোট বড় ব্যবসা রয়েছে তার বেশির ভাগ একক ব্যবসা হয়ে থাকে। এই ব্যবসা তুলনা মূলক ভাবে ছোট মাঝারি মানের হয়ে থাকে। 

এই ব্যবসার ভাগিদারী একজন ব্যক্তি হওয়ার কারনে যেকোন ধরনের সিদ্ধান্ত মালিক একা হয়ে থাকে। এই ব্যবসা শুরু করার জন্য আপনার কাছে অর্থ ও কিছু সরকারি দপ্তরের অনুমতি থাকলে খুব সহজে এই একক ব্যবসা বা Sole Proprietorship Business করতে পারেন। 

সুবিধা  

  • এই ব্যবসা মালিকানা একজন ব্যক্তি হয়ে থাকে ফলে সমস্ত উপার্জন একা ভোগ করে। 
  • একক ব্যবসা স্বাধীন ভাবে পরিচালনা করা সম্ভব। 

অসুবিধা

  • কোন কারনে মালিকের অনুপস্থিতে এই ব্যবসা বন্ধ হতে পারে। 
  • ব্যবসায় যেকোন ধরনের গোপনীয়তা বজায় থেকে না।

Partnership Business ( অংশীদারি ব্যবসা )

যে ব্যবসায় একের বেশি সংখক অংশীদার বা মালিকানা থাকবে যেই ব্যবসা কে আমরা Partnership Business বলে থাকি। 

এই ব্যবসা তুলনা মূলক ভাবে অনেক বড় হয়ে থাকে। এই ব্যবসায় একের বেশি মালিক থাকায় পরিচালনা করা অনেক সহজ হয়ে থাকে। 
 

এই  ব্যবসায় লাগানো পুঁজি অনেক বেশি হয়ে থাকে যেটি সমস্থ অংশীদারিরা একত্রিত হয়ে গড়ে তোলে, এবং ব্যবসায় সমস্ত ধরনের লাভ ক্ষতি অংশীদারিরা সমান ভাবে ভাগিদারী। 

এই ব্যবসা গড়ে তোলার জন্য কিছু নিয়ম থাকে যেমন অংশীদারি দের মধ্যে সঠিক চুক্তির সংগঠন ও সরকারি অনুমতি অবশ্য থাকতে হবে। 

সুবিধা 

  • এই ব্যবসায় লাগানো পুঁজির রাশি অনেক বেশি হয়ে থাকে, ফলে ব্যবসা অনেক বড় মানের গড়ে তোলা সম্ভব। 
  • ব্যবসায় বিভিন্ন ধরনের সমস্যা দলবদ্ধ ভাবে সমাধান করা। 

অসুবিধা 

  • ব্যবসার গোপনীয়তা বজায় থাকে না। 
  • অংশীদার দের মধ্যে যেকোন বিষয়ে সমস্যা তৈরি হয়ে থাকে। 

Limited Partnership 

যে ব্যবসায় ১ থেকে শুরু করে ৫০ থেকেও বেশি ব্যবসাদার রা টাকা বিনিয়োগ করে যে ব্যবসা গড়ে থাকে তাকে লিমিটেড ব্যবসা বলা হয়। 


এই ব্যবসা প্রাইভেট লিমিটেড, পাবলিক লিমিটেড, সরকারি ও বেসরকারি লিমিটেড হয়ে থাকে না.যেখানে এই ব্যবসা একটি সঠিক সরকারি আইন অনুযায়ী হয়ে থাকে। 

এই ব্যবসায় সমস্ত অংশীদারা কোন ভাবেই ব্যবসার মালিক হয় না কেবল তাদের টাকা বিনিয়োগের সঠিক লেভার মূল্য দেওয়া হয়। 

এই ব্যবসা সম্পূর্ণ ভাবে সরকারি আইন অনুযায়ী কাজ করে থাকে। যেখানে কোম্পানির সমস্ত গতিবিধি একটি সঠিক নিয়ম অনুসারে হয়ে থাকে। 

Cooperative Business ( সমবায় ব্যবসা )

সমবায় ব্যবসা একাধিক ব্যক্তি একটি দলবদ্ধ ভাবে জনসাধারণের কল্যানের কথা মাথায় রেখে এই ব্যবসা কে নিয়ত্রন করে। 

এই ব্যবসার মূল উদ্দেশ্য বা ধরণ হল স্বেচ্ছাসেবক মাধ্যমে মানুয়ের উন্নয়ের কাজের সাথে জড়িয়ে কাজ করা। 

এই ব্যৱসা গণতান্ত্রিক ভাবে পরিচালনা করা হয় যেখানে সমস্ত অংশীদার রা এই ব্যবসা কে নিয়ন্ত্রণ করে এবং নিজেদের মধ্যে সমান ভাবে কাজ করে থাকে এই প্রতিষ্ঠানে।  

Conclusion

তাহলে বন্ধুরা আজকে এই আর্টিকেল টির মাধ্যমে জানলেন Business Meaning In Bengali 2021 বা ব্যবসা মানে কি? বর্তমানে কয় প্রকারের ব্যবসা হয়ে থাকে। 
এবং বর্তমানে একজন ব্যক্তি কে কোন ধরনের ব্যবসা শুরু করা সবচাইতে উপযোগী হবে। 
এই বিষয়ে কোন প্রশ্ন থাকলে নিচে কমান্ড বক্সে জানান। 

0 Post a Comment:

Please Do Not enter any spam link in the comment box.