বন্ধুরা আমাদের মধ্যে অনেকেই আছেন যারা কোন কোন কাজের জন্য ইন্টারনেট অথবা কম্পিউটারে ব্যবহার করে থাকি কিন্তু এটা জানি না যে কিভাবে সঠিক পদ্ধতি...

What Is Cyber Ethics In Bengali | সাইবার এথিক্স মানে কি?

What Is Cyber Ethics In Bengali | সাইবার এথিক্স মানে কি?

What Is Cyber Ethics In Bengali | সাইবার এথিক্স মানে কি?

8 10 99

বন্ধুরা আমাদের মধ্যে অনেকেই আছেন যারা কোন কোন কাজের জন্য ইন্টারনেট অথবা কম্পিউটারে ব্যবহার করে থাকি কিন্তু এটা জানি না যে কিভাবে সঠিক পদ্ধতিতে ব্যবহার করতে হয়। বর্তমানে দিন দিন যেভাবে কম্পিউটার ও ইন্টারনেটের ব্যবহার বেড়ে চলেছে এবং পরবর্তী সময়েও এর চাহিদা বাড়বে বয় কমবে না। 

তাই এখানকার দিনে যেভাবে ইন্টেরনেট মাধ্যমে Frouding হয়ে থাকে তার জন্য একজন ইউসারের সঠিক ভাবে ইন্টারনেট,কম্পিউটার পরিচানলা কার জানা খুবই প্রয়োজন। তাই আজকে আমরা এই আর্টিকেলর মাধ্যমে জেনে নেব What is Cyber Ethics n Bengali অথবা সাইবার এথিক্স মানে কি? কেন এই বিষয়ে আমাদের কে জানা উচিত সম্পূর্ণ তথ্য জেনে নেব। আপনি যদি ইন্টারনেট ও কম্পিউটার বিষয়ে সচেতন হয় তাহলে এই আর্টিকেল টি অবশ্য শেষ পর্যন্ত পড়ুন -

What Is Cyber Ethics In Bengali 

 Cyber Ethics এক ধরনের কম্পিউটার ইউসার Behavior বিষয়ে সম্পূর্ণ কাজ করে থাকে। যেমন কোন ব্যক্তি তার যেকোন কাজের প্রতি কতটা দায়িত্ব অথবা সেই কাজ কে কিভাবে পরিচালনা করতে হয় সেই বিষয়ে অবগত করানো ঠিক ইন্টারনেটের ভাষায় কিভাবে ইন্টারনেট বা কম্পিউটার ব্যবহার করতে হয় কোন দিক টি সঠিক কোনটি ভুল এই সবের বিষয়ে অবগত করানো কেই Cyber Ethics বলা হয়। 

Cyber Ethics

বর্তমানে একজন উপযুক্ত বয়সক ব্যক্তির পাশাপাশি ছোট বাচ্চারাও এখানকার দিনে ইন্টারনেট ও কম্পিউটারের ব্যবহার করতে শুরু করেছে। তাই এই ছোট বাচ্চা দের জন্য এই Cyber Ethics একটি গুরুত্বপূর্ণ বিষয়ে। যেখানে তাদের কে বোঝানো হয় কম্পিউটার কিভাবে ব্যবহার করতে হয়ে এবং এই কম্পিউটারের কি কি খারাপ দিক রয়েছে। 

এছাড়াও কোন এক ইউসারের কম্পিউটার ও ইন্টারনেটের প্রতি কি Behavior রয়েছে বা কোন মাধ্যমে সে ব্যবহার করছে সেটি খুব সহজে নির্বাচিত করা যায় এই  Cyber Ethik সাহায্যে। আপনি যদি সঠিক ভাবে সরকারে দেওয়া অথবা ইন্টারনেট policy অনুযায়ী এটিকে ব্যবহার করেন তাহলে খুব সহজে এর থেকে হাওয়া Inligeil কাজ রুখতে পারবেন। 


Cyber Ethics বিষয়ে থেকে জানা কোন কোন বিষয়ে আপনাকে মাথায় রাখতে হবে 

Hacking 

ইন্টারনেট সার্ভারের সবচাহিতে খারাপ কাজ হলে Hacking. এটির মানে হলো কোন ওয়েবসাইট কে হ্যাক করা যেখানে ওয়েবসাইটের মালিকের অনুমতি ছাড়া সেখানে থেকে পার্সোনাল অথবা প্রাইভেট ডাটা কে Accsee করা। বর্তমানে এই চুরি পদ্ধতি দিন দিন বেড়ে চলেছে। আমার দৈনন্দিন শুনে থাকে Cyber Fraud বিষয়ে। 

এই Hacking কেবল মাত্র ইন্টারনেট সার্ভারের মাধ্যমে হয়ে থাকে। আপনি যদি একজন সঠিক ইন্টারনেট ইউসার হয়ে থাকেন থাহলে খুব সহজে এই হ্যাকিং থেকে নিজেকে বাঁচাতে পারেন। 


>> Brute Force Attack মানে কি?


Plagiarism 

Plagiarism মানে অন্যের জরুরি তথ্য কে নিজের ভাবে পরিচানলা করা এটিও ইন্টারনেট জগতে চুরি বলা হয়। এখানকার দিনে এটির উপরের অনেক Frauding হয়ে থাকে বিশেষ করে Website Content মধ্যে।  আপনি যদি কোন কনটেন্ট লিখছেন সেখানে সম্পূর্ণ আপনার নিজের তথ্য লিখতে হবে। অন্য ব্যক্তির ইনফরমেশন Copy Pest করা চাবলে না। 

বর্তমানে অনেক ধরনের Tool রয়েছে যেটির সাহায্যে খুব সহজে যেকোন ইনফরমেশনের তথ্য কে সঠিক কি না পুষ্টি করা যায়। 


Copyright or Downloading 

কপিরাইট এবং ডাউনলোডিং এটি বর্তমানে অনেক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে যেখানে ইন্টারনেট থেকে ডাউনলোড করা যেকোন ভিডিও কে খুব সহজে নিজের যেকোন প্লাটফর্মে Uplode করে ব্যবহার করে থাকে। কিন্তু এটা হতে পারে অনেক বড়  Issue. ইন্টারনেটের যেকোন কোন ভিডিও আমরা সরাসরি ভাবে ব্যবহার করতে পারি না তার একটি সঠিক role রয়েছে যেটিকে আপনাকে Follow করতে হবে। যেমন কোন Movie, Song এই সব ধরনের ভিডিও উপর খুব করা মানের Security copyright Apply হয়ে থাকে যেটি আপনি সরাসরি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন না। 

আপনি যদি সাইবার এথিক্স জেনে থাকেন তাহলে খুব সহজে জানবেন যে এই ধরনের কন্টেন্টের উপর কি ধরনের নিয়ম রয়েছে। 


>>DDOS Attack মানে কি ? 

>>Incognito Mode মানে কি?

Cyberbullying 

Cyberbullying  এটির মানে হল ইন্টারনেট বা মোবাইলের মাধ্যমে কোন ব্যক্তিকে ধামকি বা খারাপ কথা বলা। এছাড়াও কোন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে যেমন Facebook,Whatsapp,Instagram,Youtube মধ্যে কোন ব্যক্তিকে অশ্লীল ভাষায় কমেন্ড করা। যেটি পরবর্তী দিনে আপনার উপরে আইনি ব্যবস্থাও নিতে পারে বিপক্ষীয় ব্যক্তি। 

একজন ব্যক্তিকে অথবা বাচ্চা Cyber Ethics এর মাধ্যমে শিখানো হয় যে কিভাবে ইন্টারনেটের মধ্যে কোন ব্যক্তির সাথে কোন Behavior সাথে কথা বলতে হয়। কোন ধরনের কথা বার্তা ইনেটরেন্ট অথবা সোশ্যাল মিডিয়া তে শেয়ার করতে হয়। 


Conclusion

তাহলে আশাকরি আপনারা বুঝতে পারলেন যে What is Cyber Ethics In Bengali-সাইবার এথিক্স মানে কি? একজন ইউসার কে কিভাবে ইন্টারনেট,কম্পিউটার সঠিক ব্যবহার করতে হয় এবং কোন কোন বিষয়ে থেকে আপনাকে দুই থাকতে হবে। এই বিষয়ে কোন প্রশ্ন থাকলে নিচে কম্যান্ড বক্সের মাধ্যেম জানান। 

0 Post a Comment:

Please Do Not enter any spam link in the comment box.