আমরা বিভিন্ন কাজের মাধ্যমে Barcode code ব্যবহার করে থাকি কোন তথ্য নেওয়ার বা কোন টাকা পয়সা লেনদেন করার জন্য। কিন্তু আমরা কি এটা জানি What Is...

বারকোড কি? | What Is Barcode In Bengali 2021

বারকোড কি? | What Is Barcode In Bengali 2021

বারকোড কি? | What Is Barcode In Bengali 2021

8 10 99

 আমরা বিভিন্ন কাজের মাধ্যমে Barcode code ব্যবহার করে থাকি কোন তথ্য নেওয়ার বা কোন টাকা পয়সা লেনদেন করার জন্য। কিন্তু আমরা কি এটা জানি What Is Barcode In Bengali ,বারকোড কি ? বারকোড কিভাবে তৈরি হয় এবং কোন পদ্ধতিতে কাজ করে সমস্থ কি তথ্য জানব এই পোস্টার মাধ্যমে। 

  বর্তমানে যেকোন কাজের ক্ষেত্রে আমরা এই বারকোডের ব্যবহার করে থাকি খুব সহজে। এখানে বিভিন্ন রকমের সুবিধা পেয়ে থাকি খুব অল্প সময়ে। আমরা দেখেছে যেকোন পণ্য কেনার সময় বড় বড় shop এ এই Barcode দ্বারা গ্রাহক দের কাছে পণ্যের মূল্য নিয়ে থাকে।  

তাই বন্ধুরা আজকে জেনে নেব barcode কি এবং কিভাবে কাজ করে নিজের বারকোড কথা থেকে বানাবেন সমস্ত কিছু তথ্য জেনে নেব। 


What Is Barcode In Bengali - বারকোড মানে কি?

barcode একটি ডিজিটাল ইনফরমেশন Store. যেখানে যেকোন ধরনের information Store করে রাখতে পারেন। বারকোড কে আপনি ধরে নিতে পড়েন একটি Machine Readable Code যেটি সম্পূর্ণ ভাবে নম্বর ও লাইনের ফরম্যাটে থাকে। 
Barcode Image

  এই লাইন গুলি Parallel অবস্থায় থাকে যেটি আমরা সাধারণত যেকোন Product বা পণ্যের Information Text এর পাশে দেওয়া থাকে। এই বারকোডে পণ্যের সমস্থ কিছু ইনফরমেশন Store থাকে যেটিকে কোন Barcode Reader বা Scanner দ্বারা সম্পূর্ণ তথ্য নিতে পারেন। 

  এই বারকোড ব্যবসার ক্ষেত্রে অনেক বেশি পরিমানে কার্যকরি যেখান বিভিন্ন product এর Price Calculat করে বা কোন Stock ম্যানেজ করতে খুব সহজ হয়। 

  আমরা অনেক সময় দেখে থাকি যে কোন shop পণ্য কেনার পর সেখানে সমস্থ পণ্যের Bill এই Barcode এর মাধ্যমে বানিয়ে থাকে। এই বারকোডের মাধ্যমে বিল বানানোর সময় অবশ্য এটিকে একটি Scanner দ্বারা Connect করে সেখানে সমস্ত Data কম্পিউটারের মধ্যে store করে bill গুলি তৈরী করা হয়। 

বারকোডের ইতিহাস কি? ( History Of Barcode in Bengali )

  বর্তমান ইন্টারনেট যুগে বারকোডের ব্যবহার প্রায় বেড়েয় চলেছে কিন্তু এর  আবিষ্কার অনেক বছর আগেই হয়ে গেছে। আজথেকে প্রায় ৭২ বছর আগে অর্থাৎ ১৯৪৯ সালে এই বারকোডের আবিষ্কার করা হয় যেটি একটি সমুদ্র এলাকার কাছা কাছি হয়। 

যেটিকে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার Joseph Woodland নামক ব্যক্তি বানিয়েছেন সেই সময় এই বারকোড এর মধ্যে বিভিন্ন Parallel Line ব্যবহার করা হয়। 

এবং পরবর্তী সময়ে তার এক বন্ধু যার নাম Bernard Silver যে কোন এক সূত্রে  জানতে পারেন যে কোন এক দোকানের মালিক তার পণ্যের হিসাব Automatically করার জন্য Drexel university কে এমন এক System বানানোর জন্য বলে যেটির সহজে যেকোন পণ্যের হিসেবে খুব সহজে Automatically হয়ে যায়। এই থেকে দুই বন্ধু Joseph & Silver এর উপর  Research শুরু করে এবং পরবর্তী সময়ে এই Barcode আবিষ্কার করে। 


বারকোড কয় প্রকারের হয় ( Type Of Barcode In Bengali )

   এখানকার দিনে বারকোড অনেক প্রকারের ব্যবহার হয়ে থাকে কিন্তু তার মধ্যে আমরা দু প্রকারের বেশি পরিমানে ব্যবহার হতে দেখা যায় - 2D এবং 3D, এই দুই প্রকারের বারকোড কে scan করার জন্য Scanner রয়েছে যার সাহায্যে আপনি খুব সহজে যেকোন barcode Scan করতে পারেন। 

বারকোড কিভাবে তৈরি করে 

  যদি আপনি নিজের কোন কাজের জন্য বারকোড বানাতে চান তাহলে নিচের দেওয়া তথ্য Step by Step দেখুন

  • আপনি যদি কোন ব্যবসা বা প্রোডাক্টের কাজের জন্য বারকোড বানাতে চান তাহলে barcode Create Website চলে আস্তে হবে। 
  • এই ওয়েবসাইটে আপনাকে অনলাইন বারকোড জেনারেট করার জন্য বিকল্প দেওয়া রইবে। এই অপসন থেকে খুব সহজে অনলাইনে বারকোড নিজের প্রয়োজন মতো বানাতে পারেন। 


  • এবং এই সব ওয়েবসাইট থেকে আপনি অনেক প্রকারের Barcode বানাতে পারেন যেমন -Linear Code, 2D, 3D, Postel Code, Banking Barcode, Payment Barcode. 
  • এছাড়া এখানে আরও কিছু  তথ্য আপনাকে দিতে হবে যেমন Product এর Details, Payment details সমস্থ কিছু দেওয়ার পর এখন থেকে খুব সহজে বারকোড জেনারেট করতে পারবেন। 

What Is Barcode Reader - বারকোড রিডার কি?

কোন প্রোডাক্টের বারকোড কে পড়া সাধারণ মানুষের ক্ষেত্রে অসম্ভব একটা বিষয়ে তাই এই কোড কে পড়ার জন্য বিশেষ মেশিন বানানো হয়েছে যেটির সাহায্যে এই কোড কে খুব সহজে পড়া যায়।
Barcode Reader

যেটি একটি সফটওয়্যার মাধ্যমে পরিচালিত হয়। এই রিডার মেশিন একটি Input device যেখানে কম্পিউটার সাথে Connect হয়ে কাজ করে। 

কোন বারকোড থেকে ডাটা সংগ্রহ করার জন্য কেবল এই রিডারের মাধ্যমে scan করলেই খুব সহজে কোডের ডাটা কম্পিউটারে Text formate Convert হয়ে যাবে। 


বারকোডের ব্যবহার 

  এখানকার দিনে বারকোডের প্রচুর পরিমানে ব্যবহার বেড়ে চলেছে যেকোন ব্যবসা বা পণ্যের উপর বারকোডের লেবেন অবশ্য থাকবে। যেমন 

  • পোস্ট অফিসে Speed করার জন্য এই Barcode এর ব্যবহার করা হয় যাতে খুব সহজে সেটিকে track করা যায়। 
  • যেকোন Product এর উপর এই কোড ব্যবহার বেশি হয়ে থাকে। 
  • Medicine Manufacturing করার জন্য ব্যবহার হয়ে থাকে। 
  • বিভিন্ন প্রকারের Ticket, Physical coupon & Gift Card ব্যবহার হয়। 
  • Retail good উপর বারকোড ব্যবহার হয়ে থাকে। 

Conclusion 

বন্ধুরা আশাকরি বুঝতে পারলেন Barcode মানে কি। কিভাবে কাজ করে এবং নিজের কাজের বা ব্যবসার জন্য কিভাবে অনলাইন থেকে Barcode বানাবেন। এই নিয়ে কোন প্রশ্ন থাকে নিচে কমেন্টের মাধ্যমে জানান। 

0 Post a Comment:

Please Do Not enter any spam link in the comment box.