Ration Card aadhaar card link Online West Bengal - বন্ধুরা আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ রেশন কার্ড বিষয়ে যে কিভাবে রেশন কার্ডের সঙ্গে আধা...

কিভাবে রেশন কার্ডে সাথে আধার কার্ড লিংক করবেন ২০২১

কিভাবে রেশন কার্ডে সাথে আধার কার্ড লিংক করবেন ২০২১

রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক-Ration Card aadhaar card link Online west bengal, অনলাইনের মাধ্যমে রেশন কার্ডের সাথে মোবাইল নম্বর লিংক করবেন।

কিভাবে রেশন কার্ডে সাথে আধার কার্ড লিংক করবেন ২০২১

8 10 99

Ration Card aadhaar card link Online West Bengal-বন্ধুরা আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ রেশন কার্ড বিষয়ে যে কিভাবে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করবেন। বর্তমানে পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তর থেকে এত সম্পূর্ণ ভাবে অফিসিয়াল ভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে সমস্থ Ration card ও Aadhaar card এ সংযুক্তি করণ করতে হবে। 


রাজ্যের খাদ্য মন্ত্রী রথীন ঘোষ জানিয়েছেন যে ডিজিটাল রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক না করলে পরবর্তী সময়ে সেই ব্যক্তির রেশন দ্রব্য মাল দেওয়া হবে না। এই পুঁজিকরন রাজ্যের মধ্যে যেসব ভুয়ো রেশন র্কাড রয়েছে বা এক ব্যক্তি দুই রেশন কার্ড থাকার কারনে এই সব প্রক্রিয়ার মাধ্যমে খুব সহজে পুষ্টি করা হবে। 

এছাড়াও এই সংযুক্তি করনের পর এখানে আপনি বিভিন্ন ধরনের সুবিধে পেয়ে থাকবেন। তার আগে জেনে নিবেন কোন কোন মাধ্যমে রেশনে কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক করতে পারবেন। 


রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক -Ration Card aadhaar card link Online West Bengal 

বন্ধুরা এই প্রক্রিয়া টি আপনি বিভিন্ন পদ্ধতির মাধ্যমে করতে পারেন খুব সহজে যেখানে আপনি নিজের স্মার্টফোনের মাধ্যমে ও করতে পারেন অথবা কোন অনলাইন তথ্যমিত্র কেন্দ্র করতে পারেন তার জন্য আপনার কাছে একটি মোবাইল নম্বর, রেশন কার্ড,আধার অবশ্য থাকতে হবে। 
West Bengal ration card

এই পুঁজিকরন আপনার পাশাপাশি আপনি নিজের পরিবারের সমস্থ  সদস্যের রেশন কার্ড ও আধার কার্ড লিংক করতে পারেন। একটি মোবাইলের মাধ্যমে। 

WB Ration Card & Aadhaar Card Link By Official Portal 

wb ration card aadhaar card link-পশ্চিমবঙ্গ রাজ্য খাদ্য দপ্তরের অফিসিয়াল সাইট থেকে রেশন আধার লিংক করার জন্য প্রথমে আপনাকে রাজ্যের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আস্তে হবে। তারপর নিচের দেওয়া Step by Step পদ্ধতি Follow করুন -

  • প্রথমে আপনাকে West Bengal Food Supply Department এর Official সাইটে এসে তার ডান দিকের Notice এ Link Ration Card With Aadhaar Card এই অপসনে ক্লিক করে নিতে হবে। 
  • তারপর এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি নতুন পেজ চলে আসবে যেখানে আপনি নিজের ১০ সংখ্যার মোবাইল নম্বর দিয়ে Get OTP Option এ ক্লিক করতে হবে। 
  • Get OTP ক্লিক করার পর আপনার মোবাইল নম্বরের একটি চার সংখ্যার OTP নম্বর চলে আসবে যেটিকে এখানে Enter করে Proceed বোতামে ক্লিক করে নিতে হবে। 
  • তারপর আপনার কাছে একটি নতুন পেজ চলে আসবে যেখানে আপনার রেশন কার্ডের ক্যাটাগরি ও রেশন কার্ড নম্বর বসিয়ে Search বোতামে ক্লিক করে নিতে হবে। 
  • এরপর আপনার কাছে একটি নতুন পেজ চলে আসবে যেখানে আপনার পরিবারের সমস্থ সদস্যের রেশন রেকর্ড লিস্ট আসে যাবে যেখানে আপনি আধার কার্ড লিংক করতে পারবেন। 
  • এখানেআপনার নিজের নাম দেওয়া থাকবে এছাড়া এখানে আধার নম্বর, আধার ফটো কপি উপলোডে ও জন্ম তারিখ দিয়ে সমস্থ সদস্যের আধার লিংক করতে পারবেন। 

>> এখানে আধার কার্ড ফটো কপি নিজের মোবাইলের ক্যামেরার মাধ্যমেও তুলতে পারেন 

  • সমস্থ কিছু ঠিকানা সম্পূর্ণ ভাবে পূর্ণ হওয়ার পর নিচে আপনার বাড়ির প্রধান সদস্যের নাম দিয়ে Next অপসনে ক্লিক করতে হবে। 
  • Next পেজ আপনাকে সমস্থ তথ্যে পুনরায় Check করার জন্য বলা হয় এখানে কোন কিছু file উপলোড করার প্রয়োজন নেয় কেবল Check Box ঠিক দিয়ে ক্লিক করে নিতে হবে। 
  • তারপর পেজ আপনার আবার চেক বক্সে ক্লিক করে পুনরায় মোবাইল OTP মাধ্যমে Verify করে Final Process এ ক্লিক করতে হবে। 
এই প্রক্রিয়ায় পর আপনাকে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক হয়ে যাবে। 


এই সম্পূর্ণ পদ্ধতি টি আপনি পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরের অফিসিয়াল সাইট থেকেও করতে পারেন যেখানে উপরের মানু বাড়ে E-Citizen Option ক্লিক করে পর Apply To Link Aadhaar cards Mobile Number with Your Family Option এ ক্লিক করে উপরের সমস্থ পদ্ধতি গুলি এখান থেকে করতে পারবেন। 

আরও পড়ুন 




অন্যান্য মাধ্যমে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক-west Bengal Ration Card Aadhaar link 

উপরের অনলাইন পদ্ধতি টি যদি আপনি করতে না পারেন অথবা আপনি এমন এক স্থানে আছেন যেখান কোন রূপ ইন্টারনেট পরিষেবা নেই ক্ষেত্রে আপনি অফলিয়ানের মধ্যে রেশন কার্ডের সাথে আধার লিংক করতে পারেন। 

  • রেশন দোকানে সরাসরি আধার লিংক করতে পারেন 
  • বাংলার সহায়তা কেন্দ্রে ( BSK ) গিয়ে করতে পারেন। 
  • ১১ ফর্ম পূর্ণ করে নিজের এলাকার food ইন্সপেক্টর জমা দিতে পারেন। 
  • নতুন মোবাইল এন্ড্রোইড app এর মাধ্যমেও জমা করতে পারেন। 
  • Whatsapp নম্বরের মাধ্যমে আধার লিংক করতে পারেন যেখানে ৯৯০৩০৫৫৫০৫ নম্বরের মারফতে করতে পারেন। 

তাহলে আশাকরি করি বুঝতে পেরেছেন কিভাবে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করবেন।এই নিয়ে কোন সমস্যা বা প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানান।  

রেশন কার্ডের সাথে আধার কার্ড লিংক ভিডিও 
 

0 Post a Comment:

Please Do Not enter any spam link in the comment box.