আমরা আজকে এই Article আলোচনা করব  লিঙ্কডইন কি?-What Is Linkedin- LinkedIn Marketing কি ?  কিভাবে এখানে একাউন্ট বানাতে হয় এই সাইট থেকে কেমন ভ...

লিঙ্কডইন কি?| What Is Linkedin | LinkedIn Marketing কি?

লিঙ্কডইন কি?| What Is Linkedin | LinkedIn Marketing কি?

লিঙ্কডইন কি?| What Is Linkedin | LinkedIn Marketing কি?

8 10 99

 আমরা আজকে এই Article আলোচনা করব লিঙ্কডইন কি?-What Is Linkedin- LinkedIn Marketing কি ? কিভাবে এখানে একাউন্ট বানাতে হয় এই সাইট থেকে কেমন ভাবে কাজ খুজবেন সমস্থ কিছু তথ্য এই পোস্ট টির মাধ্যমে জানাব  এছাড়া কিভাবে এই সাইট ব্যাবসার জন্য বিশ্বের সবচাইতে উপযোগী সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম সমস্থ তথ্য।.

বন্ধুরা আমরা বর্তমানে একাধিক বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ব্যবহার করে থাকি তার মধ্যেও এমন কিছু সোশ্যাল মিডিয়া আছেন যেখান থেকে আমরা আমাদের টাকা উপার্জনের উৎস খুঁজে পাই। তার মধ্যে হলো একটি LinkeDin. আপনি এখানে কোন ব্যবহার পাশাপাশি বিভিন্ন  কোম্পানি তে কাজের জন্য ও আবেদন করতে পারেন। 

আমরা দেখে থাকি বর্তমানে Facebook হলো বিশ্বে সবচাইতে বড় সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম যেখানে বিভিন্ন ইউসার রা তাদের personal life এর সাথে জড়িত সমস্ত তথ্য shere করে থাকে ঠিক সেরকম LinkeDin ও একটি বিশ্বের সবচাইতে বড় Professional সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম যেখানে বিশ্বের যেকোন কোম্পানি বা ব্যাবসায়িক ব্যাক্তিরা এখানে তাদের কোম্পানির সমস্থ তথ্য দিয়ে থাকেন। 

তাহলে বন্ধুরা আমরা জেনে নেব আসলে LinkeDin কি? কিভাবে এখানে একাউন্ট বানাবেন বা পেজ বানিয়ে নিজের কোম্পানির জনপ্রিয় বানাবেন। 

Linkedin image


Linkedin কি? What Is LinkedIn

Linkedin হল একটি Professional সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম। এখানে বিভিন্ন ধরনের ব্যবসা ও কাজের জন্য সমস্থ তথ্য Shere হয়ে থাকে। 

এই Linkedin সোশ্যাল মিডিয়া সাইট টি ৫ই মে ২০০৩ সালে Reid Hoffman বানিয়েছেন যেটির প্রধান কার্যালয় হল মার্কিনযুক্ত রাষ্ট্রের Sunnyvale,California শহরে। 

এই সোশ্যাল মিডিয়া টিকে web পেজের পাশাপাশি এটিকে Android Application ও ব্যবহার করতে পারেন। এই প্লাটফর্মে আপনি জেড ব্যবহার করতে চান তাহলে সবার প্রথমে এখানে Account বানিয়ে নিতে হবে। 

LinkeDin Account কিভাবে বানাবেন- Create linkedin account

লিঙ্কডইনে একাউন্ট বানানোর জন্য সবার প্রথমে আপনাকে এর অফিসিয়াল ওয়েবসাইটে বা এপ্লিকেশনে ( Linkedin App ) এসে create linkedin account করতে হবে । যেখানে Sign Up linkedin option এ ক্লিক করে একাউন্ট টি বানিয়ে নিতে হবে যেখানে 
  • মোবাইল নম্বর বা ইমেইল আইডি ও পাসওয়ার্ড বা Join google দিয়ে Continue বোতামে ক্লিক করতে হবে 
  • Step  তারপর নিজের নাম দিতে হবে First Name ও Last Name হিসেবে দিয়ে Agree & join Option টিতে ক্লিক করতে হবে। 
  • পরবর্তী step আপনাকে একাউন্ট টি Verify করে নিতে হবে Image Captcha দ্বারা। 
  • তারপর আপনাকে Country ও State টি বেছে নিয়ে Next করতে হবে। 
  • এখানে আপনাকে জানাতে হবে বর্তমানে আপনার পেশা কি যেখানে আপনি নিজের পেশার নাম বা Im Student বেছে Continue করতে হবে 
  • তরপর আপনাকে জানাতে হবে আপনি কি কোন নতুন কাজের জন্য সার্চ করছেন কিনা 
  • সমস্থ পদ্ধতি সম্পূর্ণ হওয়ার পর আপনাকে Linkedin এর Term & Policy Alow করে প্রক্রিয়া টি সম্পন্ন করতে হবে। 
  • সবার শেষ আপনাকে পুনরায় ইমেইল id Verify করার বিকল্প দেওয়া হবে বা Id পরিবর্তন ও করতে পারেন। 
  • একাউন্ট সম্পূর্ণ তৈরি হওয়ার পর এখানে আপনাকে নিজের Id বলো ভাবে Edit করে নিতে হবে যেমন Profile Photo, Cover Photo দিয়ে। 

Linkedin Profile Photo 

একটি যেকোন সোশ্যাল প্রোফাইল Professional ও সুন্দর বানানোর জন্য অনেক কিছুর প্রয়োজন হয়ে থাকে তার মধ্যে একটা Profile Photo. Linkedin একটি Professional Feild তাই এখানে ভালো মানের একটি Photo লাগাতে হবে। 

 Linkedin Profile Photo Size 400 px / 400 px হয়ে থাকে যেখানে আপনার একটা বর্তমানে তোলা ছবি উপলোডে করতে হবে। এই Image খুব সাধারণ পরিষ্কার তাকতে হবে ছবিতে কোন Color চশমা বা টুপি ব্যবহার করা চলবে না। 

Profile Photo Edit করার জন্য বিভিন্ন Application এর মাধ্যমে করে নিতে পারেন অথবা Photoshop থেকেও করতে পারেন। 


LinkedIn cover photo

একটি সোশ্যাল একাউন্ট Profile Photo এর পাশাপাশি Cover Photo ও অনেক Metar করে আপনি যদি একজন Professional কাজের সঙ্গে যুক্ত আছেন তাহলে সেক্ষেত্রে আপনার একটি আকর্ষণীয় cover Photo লাগাতে হবে যেটা আপার Professional কাজ কে ইঙ্গিত করে। 

Linkedin Cover Photo Size 1584 px/ 369 px, যেটি আপনি খুব সহজে photo editing App বা software থেকে বানাতে পারেন। তারমধ্যে জনপ্রিয় App হলো Pixcellab ও সফটওয়্যার এর মধ্যে Photoshop বা CorelDraw. 

এই Cover ইমেজে আপনাকে আপনার কাজের বিষয়ে ফোটোগ্রাফির মাধ্যমে তথ্য জানাতে হবে অনেক মানুষ আছেন যাদের সময় না থাকার কারনে Profile Description দেখেনা সে ক্ষেত্রে এই Cover image অনেক কাজে আসে। 

Linkedin Post Create 

লিঙ্কডইনে আপনি কি পোস্ট করছেন তার উপর নির্ভরকরে fan follower. এখানে আপনি আপনার  Profession অনুযায়ী যেকোন পোস্ট করতে পারেন অথবা কোন Motivational তথ্য দিতে পারেন। 

এখানে আপনি কোন পোস্টে hag tag ব্যবহার করতে পারেন যার কারনে পোস্টটির riche বাড়ে,এখানে অনেক Tranding # ট্যাগ পেয়ে যাবেন যেটিকে ব্যবহার করে পোস্ট টি rank করতে পারেন। 

Linkedin Post share Image Size 180px /110px. যেটি আপনি যেকোন editing সফটওয়্যার এর মাধ্যমে ব্যবহার করে বানাতে পারেন। 


Linkedin Use Benefits

লিঙ্কডইন একটি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম হওয়ার কারনে এখানে কোন পোস্ট Create করার পাশাপাশি আরও অনেক সুবিধে দিয়ে থাকে Linkedin .যেমন এখান থেকে বিভিন্ন কোম্পানি তে Jobs Notification ও বিভিন্ন ধরনের Learning Course করিয়ে থাকে Student দের জন্য। 


Linkedin Jobs কি 

যেমন টি উপরে আপনাকে জানালাম এখানে কোন Post create করার পাশাপাশি বিভিন্ন কাজের সংবাদ পেয়ে থাকবেন। এই Jobs পাওয়ার জন্য আপনাকে কিছু সঠিক তথ্য দিতে হবে। 

আপনাকে আপনার Location Coutry,City সঠিক ভাবে দিতে হবে এবং আপনার সম্পূর্ণ education qualification ও Work Exprinces দিতে হবে। 

আপনার এই Information অনুযায়ী Match করে Jobs notification দিয়ে থাকে নিদিষ্ট Location ভিত্তিক। 
এছাড়া আপনি এখন বিভিন্ন কোম্পানির CEO সাথে Connect হয়ে তাদের কাছ থেকে সরাসরি কাজের জন্য Approch করতে পারেন। 

তাছাড়া কোম্পানির অফিসিয়াল Job vaccancy এর নোটিফিকেশন ও পেয়ে থাকবেন। যেকোন কোম্পানির অফিসিয়াল পেজ অবশ্য থাকবে। 


Linkedin Learning 


লিঙ্কডইন একটি Professional Communication ছাড়াও একটি Learning প্লাটফর্ম যেখানে বিভিন্ন ধরনের Tranding Skill করিয়ে থাকে। এখানে এই কোর্স গুলি আপনি free বা Paid এই দুই ভাবে করতে পারেন। 

Linkedin Learning


এখানে আপনি Business education, higher education ,Engineering, Development Course এখান থেকে করতে পারেন। এখানে এই সব কোর্স গুলি Professional expert দ্বারা শিখানো হয়। 

কেবল আপনার প্রয়োজন মতো কোর্স বেছে নিয়ে ক্লিক করলেই কোর্স টির সমস্থ তথ্য চলে আসবে যে কোর্স টি কত সময় ধরে শিখানো হবে কেমন ভাবে করতে হবে সমস্থ কিছু। এখানে কোর্স সম্পন্ন করার পর এখানে আপনি Certificate ও দেওয়া হবে  Linkedin Learning  দ্বারা। 


Linkedin Marketing কি? কিভাবে করতে হয় 

 লিঙ্কডইন একটি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম তার এখানে মার্কেটিং স্ট্রাটেজি কে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলা হয়ে থাকে। অন্যান্য সোশ্যাল মিডিয়া গুলির মতোই ঠিক একই ভাবে এটিও কাজ করে থাকে। 

linkedin একটি Professional Business Network  যার কারনে এখানে বিশ্বের সমস্থ Businessman রা তাদের Business কে Promote করে থাকে। 

যেকোন business প্লাটফর্ম থেকে linkedin marketing strategy সম্পূর্ণ আলাদা এখানে business to business Connect হয়ে থাকে। তার কারনে এখানে থেকে Sales Lead Generation খুব ভালো হয়। 

লিঙ্কডইনে মার্টকেটিং করার জন্য এখানে একটি কোম্পানি থাকতে হবে। তো আমরা সংক্ষপে জেনে নেব কিভাবে এখানে মার্কেটিং করতে এ হয়। 


LinkedIn Page Create 

এখানে কোন মার্কেটিং করার জন সবার প্রথমে Page বানিয়ে নিতে হবে। এই পেজের মাধ্যমেই এখানে বিভিন্ন Ads Campaign চালাতে পারেন। 

LinkedIn Page Create

প্রথমে আপনাকে কোন Company Page বানানোর জন্য linkedin আপনার Individual একটি Account থাকতে হবে এবং সঙ্গে একটি Business Email Address থাকতে হবে। এখানে পেজ বানাবোৰ জন্য কোন Gmail Yahoo, outlook বা অন্যান্য কোন একাউন্ট দ্বারা Page খুলতে পারবেন না। কেবল মাত্র Business Mail দ্বারা Page খুলতে পারেন। যেমন - business@companyname.com 

lenkedin ads Account image


Page Create Step by Step Follow 

  • প্রথমে আপনার linkedin login করে নিতে হবে। 
  • তারপর উপরে Work Option এ ক্লিক করে সমস্থ মেনুর মধ্যে নিচে Create Company Page Option টিতে ক্লিক করতে হবে। 
  • click করার পর আপনার কাজে অনেক গুলি বিকল্প চলে আসবে যেখানে আপনার Business Type অনুযায়ী option বেছে নিতে হবে। 
  • Next আপনার কাজে Page Open করার ফর্ম টি চলে আসবে যেখানে প্রয়োজন মতো তথ্য দিয়ে ফর্মটিকে পূরণ করে সঙ্গে কোম্পানি Logo দিয়ে  Create Page Click করে প্রক্রিয়া টিকে সম্পূর্ণ করতে হবে। 
  • এই process করার পর Linkedin আপনার কোম্পানি পেজ টি তৈরি হয়ে যাবে। 

সমস্থ প্রক্রিয়া করার আপনি সঙ্গে সঙ্গে Admin Panel এ চলে আসবেন যেখান থেকে আপনাকে কোম্পানি পেজ টি ভালো ভাবে Customization করতে হবে। ১৫৩৬ ৭৬৮

প্ৰথমে আপনাকে এখানে একটি ভালো মানের ১৫৩৬px / ৭৬৮px মাপের একটি Cover photo add করতে হবে। তারপর আপনার পেজ টি কোন বিষয়ের সেটির একটি সম্পূর্ণ Description দিতে হবে। যাতে কোন ইউসার পেজ টিতে Visit করলে বুঝতে পারে কোন বিষয়ে রয়েছে পেজ টি। 


Linkedin Ads Campaign Manager Account Create 

আমরা অনেকেই দেখেছি লিঙ্কডইন সোশ্যাল মিডিয়া ব্যবহার করার সময় অনেকে কোম্পানির বিজ্ঞাপন এসে থাকে কোন পোস্ট বা ভিডিও ফরম্যাটে। এই সব বিজ্ঞাপন গুলি সাধারণত Linkedin Ads Campaign Manager Account এসে থেকে। 


Linkedin Ads Campaign Image


এই Ads Campaign চালানোর জন্য Linkedin আপনার Ads Campaign Manager একাউন্ট থাকতে হবে যেখান থেকে আপনি এই সমস্থ ads এখানে চালাতে পড়েন। 

 
আমরা দেখে নেব কিভাবে Campaign Manager একাউন্ট বানাবেন 

  • প্রথমে আপনার linkedin login করে নিতে হবে। 
  • তারপর linkedin Home পেজের footer Area তে চলে আস্তে হবে যেখানে Advertising Option টিতে ক্লিক করে নিতে হবে 
  • next Create ad বোতামে ক্লিক করলে Campaign Manager এ একাউন্ট খোলার পেজটি চলে আসবে যেখানে Account Name, Currency ও Page URL  দিতে Create Account Click করতে হবে। 
  • সঙ্গে সঙ্গে এখানে আপনার Account open হয়ে যাবে এবং এখান থেকে Linkedin সমস্থ বিজ্ঞাপনের জন্য Campaign চালাতে পারেন।


Linkedin sales navigator কি?


Linkedin প্লাটফর্মের sales navigator একটি business Marketing সাইট যেটিকে আপনাকে টাকা দিয়ে এই Plane নিতে হয়। এখানে সাধারণত কোন কোম্পানির Leads Generation এর কাজের জন্য ব্যবহার হয়ে থাকে। 

Linkedin sales navigator


এই tools এর সাহায্যে যেকোন কোম্পানির তথ্য leads মাধ্যমে নিয়ে আসে পারি। এখানে আপনি যেকোন Country টার্গেটে করতে পারেন। এখানে আপনি দুই ভাবে lead টার্গেটে করতে পারেন Search Of Leads মানে সেই কোম্পানির একজন ব্যাক্তির সম্পূর্ণ ডাটা ও Search for Accounts মানে সেই কোম্পানির সম্পূর্ণ ডাটা। 

এই প্লাটফর্ম কাজ করার জন্য আপনাকে এখানে Plane buy করে Account করতে পারেন। 


বন্ধুরা আপনারা আসা করি বুঝেছেন যে Linkedin কি কিভাবে এই Business Network টি কাজ করে। এই বিষয়ে কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে অবশ্য জানান আমরা অবশ্য আপনার প্রশ্নে উত্তর দেব। 

0 Post a Comment:

Please Do Not enter any spam link in the comment box.