মে ১৩, ২০২১
আজকে আমরা এই পোস্ট টিতে জানব What Is BIOS Meaning In Bengali- Bios কি? আমরা অনেকেই কম্পিউটার ব্যবহার করে থাকি কিন্তু Bios কি তা ভালোভাবে জ...
What Is BIOS Meaning In Bengali- Bios কি?- CMOS কি?
What Is BIOS Meaning In Bengali- Bios কি?- CMOS কি?
আজকে আমরা Article টিতে জানব What Is BIOS Meaning In Bengali- Bios কি?- CMOS Battery কি? কিভাবে বায়োস সেটিং setup করতে হয় এবং Computer Boot Process.
What Is BIOS Meaning In Bengali- Bios কি?- CMOS কি?
8
10
99
আজকে আমরা এই পোস্ট টিতে জানব What Is BIOS Meaning In Bengali- Bios কি? আমরা অনেকেই কম্পিউটার ব্যবহার করে থাকি কিন্তু Bios কি তা ভালোভাবে জানি না। এবং এর থেকে অনেক সমস্যার হয়ে থাকে কম্পিউটার পরিচালনা করার সময়।
আপনি যদি একজন কম্পিউটার ব্যবহার করি হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্য Bios কি তার সম্পূর্ণ তথ্য জানা প্রয়োজন কারন কম্পিউটার বা ল্যাপটপ পরিচানলা করার সময় যেকোন মুহূর্তে আপনার বায়োস সেটিং এ প্রয়োজন হতে পারে।
তা আমরা জেনে নেব কিভাবে Bios সেটিং এ যেতে হয় কিভাবে Windwos install করতে হয় এই Bios সেটিং এর মাধ্যমে তার সম্পূর্ণ তথ্য এই Article টির থেকে জানতে পারবেন। তার পাশাপাশি জানব COMS battery কি এবং কোন কাজে ব্যবহার হয়।
What Is BIOS Meaning In Bengali- Bios কি?
বায়োস একটি কম্পিউটারের খুব গুরুত্বপূর্ণ অংশ যেখানে Bios Full Form Basic Input Output System. যেখানে কম্পিউটার Boot Process কে পরিচালনা করে এবং Computer Start করে থাকে।
এই Bios এর সিস্টেমের মাধ্যমে কম্পিউটার তার সমস্থ Input ও Output Device গুলি কে বুঝতে সাহায্য করে। যেমন মাউস,কীবোর্ড, মনিটর,RAM,CPU সমস্থ Device Tool গুলিকে Configure করে।
কম্পিউটাররে সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ Operating System কে এখান থেকেই Setup করতে হয়। এখানে আপনি দেখতে পারেন আপনার PC মধ্যে কোন Divece টি সঠিক ভাবে কাজ করছে কি না।
Bios একটি সফটওয়্যার সিস্টেম যেটি সমস্থ মোদারবোর্ডের EEPROM Chip এ Store হয়ে থাকে। EEPROM Full-Form - Electrically Erasable Programmable Read-Only Memory.
বায়োস তার বুটিং কার্য বা সমস্থ সেটিং গুলিকে CMOS battery এর সাহায্যে সম্পন্ন করে থাকে। তাই আমরা জেনে নেব CMOS কি এবং এটি কোথায় থাকে।
CMOS Battery কি?
CMOS Battery Full-Form-Complementary Metal Oxide Semiconductor. যেটি একটি ছোট মানের battery. এটি BIOS এর সমস্থ সেটিং গুলিকে সুরক্ষিত রাখে। এই ব্যাটারির সাহায্যে বায়োস কম্পিউটারের Boot Process পরিচালনা করে থাকে।
এই CMOS battery কম্পিউটারের মোদারবোর্ডে লাগানো থাকে এবং আকারে অনেক ছোট হয় এছাড়া একটিকে Motherboard Battery ও বলা হয়ে থাকে। এই ব্যাটারী কোন কারনে ত্রুটি হলে কম্পিউটার অনেক সমস্যা দেখা দিতে পারে।
আমরা অনেক সময় দেখে থাকি কম্পিউটার OFF করার পরেও কম্পিউটারের Date Of Time একই থাকে সিস্টেম OFF করার পর Date Of Time কোন পরিবর্তন হয় না।
এই ব্যাটারী খারাপ হলে কম্পিউটারের Date Of Time সেটিং Autometic Reset হয়ে যাবে।
কিভাবে BIOS Setup করবেন?
কোন কম্পিউটারের Bios Setup করার জন্য আগে বায়োস সেটিং যেতে হবে। যেকোন কম্পিউটাররের বায়োস সেটিং এ যাওয়ার জন্য বিশেষ একটি Key Press করে যেতে হবে। বিভিন্ন কম্পিউটারের বিভিন্ন Key এর মাধ্যমে এই সেটিং এ যাওয়া যায়। যেখানে বেশির ভাগ ক্ষেত্রে F1, F10,Delete, ESC key প্রেস করে বায়োস সেটিং যেতে হয়।
- HP PC BIOS Key - F10
- Dell PC BIOS Key - F2
- ACER PC - F2
- SONY PC - F1,F2,F3 KEY
এই BIOS সেটিং এ যাওয়ার জন্য প্রথমে আপনাকে PC চালু করার সময় কম্পিউটারের WINDOWS Start হওয়ার আগে আপনাকে এই Bios Key Continuously প্রেস করতে হবে। যত খন না Bios Setting আসছে ততক্ষন এই key press করতে হবে।
সেটিং আসার পর আপনাকে কীবোর্ড এর মাধ্যমে এই সমস্থ কাজ করতে হবে কেননা এখানে মাউস ব্যবহার করা যায় না। এখানে Upper Key, Down key ,Left & right Side Key এবং Enter Key প্রেস করে সেটিং Save করতে হবে।
BIOS Update কিভাবে করবেন
কোন কম্পিউটারের বায়োস আপডেট করার আগে আপনাকে জানতে হবে বর্তমানে আপনার pc কোন Verison যেটি আপনাকে জেনে নিতে হবে। যেটি খুব সহজে BIOS সেটিং থেকে জানতে পারবেন।
আমরা অনেক সময় দেখে থাকি আমাদের pc এর বিভিন্ন Parts ঠিক মতো কাজ করে না সেক্ষেত্রে কম্পিউটেরর টির বায়োস Verison Update করে নিলে এই সব সমস্যা সমাধান পাওয়া যায়।
কোন PC Bios আপডেট করার জন্য প্রথমে সের Computer Brand এর Official ওয়েবসাইটে যেতে হবে যেখানে Bios এর সমস্থ তথ্য দেওয়া থাকবে। এখান থেকে খুব আপডেট করতে পারেন।
বন্ধুরা আপনারা জেনেছেন computer Bios কি। কিভাবে এটি কাজ করে এবং আপডেট করতে হয় কি ভাবে এ নিয়ে কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে জানান।
0 Post a Comment:
Please Do Not enter any spam link in the comment box.