বন্ধুরা আজ কে আমরা এই  পোস্ট টিতে Captcha কি ? বা  captcha meaning in bengali .আমরা অনেকেই দেখে থাকি যেকোনো অনলাইন কাজের ক্ষেত্রে কোন ফর্ম...

Captcha Meaning In Bengali- ক্যাপচা কি ?

Captcha Meaning In Bengali- ক্যাপচা কি ?

Captcha Meaning In Bengali- ক্যাপচা কি? কিভাবে ব্যবহার করা হয়ে এবং কিভাবে অনলাইন ডাটা কে Protecটি করে। কয় প্রকারের ক্যাপচা ইন্টারনেটে রয়েছে

Captcha Meaning In Bengali- ক্যাপচা কি ?

8 10 99

 বন্ধুরা আজ কে আমরা এই  পোস্ট টিতে Captcha কি ? বা captcha meaning in bengali.আমরা অনেকেই দেখে থাকি যেকোনো অনলাইন কাজের ক্ষেত্রে কোন ফর্ম Filp করার সময় একটি ক্যাপচা আমাদের কে পূরণ করতে বলা হয়. কিন্তু আপরা কি আদেও এটির বিষয়ে জানি। 


এই ক্যাপচা অনলাইনের বিভিন্ন কাজে ব্যবহার  হয়ে থাকে। দিন দিন যেভাবে দুনিয়া ডিজিটাল হচ্ছে তার যেমন একটা ভালো দিক রয়েছে ঠিক তার বিপরীত একটিও খারাপ দিকও রয়েছে। এই খারাপ দিকের জন্য ক্যাপচা ব্যবহার হয়ে থাকে। 

সাধারণত এটি অনলাইন Hacking, Spam কে বন্ধ করার জন্য এটিকে ব্যবহার করা হয়। এই ক্যাপচা বিভিন্ন প্রকারের হয়ে থাকে। যেখানে কোনো Form Filp Submit করার পূর্বে পূরণ করতে হবে। 


Captcha Meaning In Bengali



ক্যাপচা কি ?- Captcha Meaning In Bengali

captcha এমন একটি Data Management Device System যার সাহায্যে এটা যাচাই করা হয় যে Online System টি পরিচালনা করা একটি ব্যাক্তি ( Human ) না robot .

বর্তমানে অনলাইনে অনেক froding Scam হয়ে থাকে robotics এর মাধ্যমে। তাই এই রোবোটিক্সে Scam কে রুখতে এই সব ক্যাপচা ব্যবহার হয়ে থাকে। কারন কোনো Robot text Script পড়তে পারে কিন্তু Mental Script পড়তে পারে না। আজ কে জানবো Captcha Bengali Meaning

আমরা দেখে থাকে computer বা mobile এ কোনো কাজ করলে এই এটিকে পূরণ করতে বলা হয়ে। যতক্ষন না সঠিক ভাবে এই ক্যাপচা পূরণ করছি ততক্ষন তার পরবর্তী পদ্ধতিতে যেতে পারবো না। 

এই গুলি বিভিন্ন প্রকারের আমাদের কাজে এসে থাকে এবং এর সমাধানেও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। 

ক্যাপচা কয় প্রকার - Type Of Captcha 

সাধারণত অনলাইন কাজের ক্ষেত্রে বিভিন্ন ধরনের captcha আমাদের কাছে এসে থাকে। কিছু এমন Captcha রয়েছে বলে আমরা বুঝতেই পারি না তাই আজ জেনে নেব captcha ক্যাপচা কয় প্রকার ও কি কি -

Text Captcha 

অনলাইনে কাজের ক্ষেত্রে এই Text Captcha সবচাইতে বেশি ব্যবহার হয়ে থাকে। এই ক্যাপচা Alphabet ও Numbering Type এর হয়ে থাকে। যেখানে আমাদের কে সেই ক্যাপচার Image টি দিয়ে দে এবং সেই Alphabet, No Type  করে পূরণ করতে বলা হয়। 

Image Captcha 

এই captcha ইউসার দের কাছে অনেক আকর্ষণীয় হয়ে থাকে কারন এই captcha বিভিন্ন ধরনের ছবির ব্যবহার করা হয়। যেমন ৯ তা ছবি দেওয়া রয়েছে তাদের মধ্যে তিন টি ছবি কে ম্যাচিং করে Verify করতে হবে। 

Audio Captcha 

এই captcha অন্য যেকোনো ক্যাপ্টচার তুলনায় কম ব্যবহার হয়ে থাকে। কারন এটি বেশির ভাগ মোবাইল Divece দিয়ে থাকে। এই ক্যাপচায় আপনাকে বলা হবে কোনো Alphabet বা বেশির ভাগ নম্বর বলা হয় যেটা আপনাকে স্পিকারে শুনে Type করতে হয়। 

Math Solving Captcha 

আপনার অনেকেই দেখে থাকে কোনো অনলাইন কাজ করার সময় আপনাদের কে বলা হয় ৫০ থেকে ২০ বাদ বা যোগ ( ৫০+২০,৫০-২০ ) এই রকম captcha এসে থাকে এগুলো Math Solving Captcha  বলা হয়। 

3 D Captcha 

এই ক্যাপচা হলো সব চাহিতে কঠিন যেটি আমাদের কে অনেক মনোযোগ দিয়ে দেখতে হয় এবং খুব সতর্কা ভাবে পূরণ করতে হয় এবং এই ক্যাপচা তে সময় অনেক বেশি লাগে। কারন এটিতে খুব কঠিন প্রতিছবি দেওয়া পূরণ করার জন্য।

Ad injected Captcha 

এই ক্যাপচা টি অন্য captcha এর তুলনায় অনেক কম এসে থাকে।  এই Captcha তে বিজ্ঞাপনের মাধ্যমে code দেওয়া হয় যেখানে আপনাকে কোনো Brand এর নাম পূরণ করতে বলা হয়। 

Social Captcha 

এই ধরনের ক্যাপচা কেবল মাত্র সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে ব্যবহার হয়ে থাকে। যেখানে আপনাকে ধাঁদা দেওয়া পূরণ করার জন্য এগুলি friend Profile photo উপর এসে থাকে। এই ক্যাপচা তে ইউসার কে code দেওয়া হয় এবং friends Profile Picture কে চেনার জন্য বলা হয়। 

Recaptcha কি? What Is Recaptcha? 

Recaptcha google দ্বারা বানানো একটি Free service. যেটির সাহায্যে খুব সহজে বুঝা যাই অনলাইন Work করা ইউসার টি একটি ব্যাক্তি কি না robot. এটি বিভিন্ন spam এর হাত থেকে ওয়েবসাইট কে রক্ষা করে। 

এই captcha কোনো Text Image কোনো দেওয়া হয় না কেবল টিক মার্ক করতে বলা হয়। এটি একটি খুব সাধারণ Captcha. 

captcha ব্যবহার করার সুবিধা কি কি রয়েছে

বর্তমানে সমস্থ কাজ Online হয়ে পড়েছে এবং সাথে সাথে অনেক সহজ হয়ে উঠেছে। তার সাথে অনেক বিপদ আসে থাকে কেমন hacking এই সব জাতীয় কাজ। তার এসব খারাপ কাজ কে রুখতে এই Captcha ব্যবহার হয়। যেমন 

  • বিভিন্ন Spam থেকে ওয়েবসাইট কে বাঁচানো 
  • ওয়েবসাইট এ fack Comment Spam থেকে বাঁচানো 
  • Email Address কে scraper এর হাত থেকে রক্ষা করা। 
  • website cyber Attect থেকে বাঁচানো। 

Captch বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে অবশ্য জানান 


1 টি মন্তব্য

Please Do Not enter any spam link in the comment box.