অ্যাফিলিয়েট মার্কেটিং কি ? এটি আপনি সোজা ভাবে বুঝে নিতে পারেন কোনো অন্য কোম্পানির Product আপনি যদি নিজের মাধ্যমে বিক্রি করে সেখান থেকে টাক...

What is Affiliate Marketing in Bengali | অ্যাফিলিয়েট মার্কেটিং কি ?

What is Affiliate Marketing in Bengali | অ্যাফিলিয়েট মার্কেটিং কি ?

What is Affiliate Marketing in Bengali-অ্যাফিলিয়েট মার্কেটিং কি? জেনে নিনি কিভাবে এই পদ্ধতিতে মাধ্যমে সহজে প্রোডাক্ট বিক্রি করবেন,অনলাইন টাকা আয়.

What is Affiliate Marketing in Bengali | অ্যাফিলিয়েট মার্কেটিং কি ?

8 10 99

অ্যাফিলিয়েট মার্কেটিং কি ? এটি আপনি সোজা ভাবে বুঝে নিতে পারেন কোনো অন্য কোম্পানির Product আপনি যদি নিজের মাধ্যমে বিক্রি করে সেখান থেকে টাকা উপার্জন কে অ্যাফিলিয়েট মার্কেটিং বলে। 

বর্তমানে আমাদের বাংলায় অনেক বেকার যুবক-যুবাকীরা  আছেন যারা অনলাইন থেকে অৰ্থ উপার্জন করতে চান এবং জানেন না কিভাবে করবেন তাদের জন্য বলে দি অ্যাফিলিয়েট মার্কেটিং সবচাইতে ভালো এক মাধ্যম টাকা আয় করার জন্য। 

এখানে আপনি বিভিন্ন ধরনের সামগ্রিক Sale করতে পারেন Physical Product বা Digital Product এই দুই ধরনের জিনিস বিক্রি করতে পারেন। 

Physical Product - Computer, Tv, Mobile এবং অন্যান্য 

Digital Product - Ebook, Service, Web Hosting, এবং অন্যান্য 

সারাবিশ্বে প্রায় ১৯৯৪ সাল থেকে এই মার্কেটিং এর কাজ হয়ে আসছে। যেখান প্রচুর মানুষ মাসিক অনেক টাকা এখান থেকে আয় করে থাকে। এবং জানা যাচ্ছে ২০৫০ এর Growth পাঁচ গুনা বেশি হয়ে দাঁড়াবে। 

What is Affiliate Marketing


বর্তমানে অনেক বড় বড়  কোম্পানির  Affiliate Program রয়েছে। যেমন Amazon, Clickbank , Commission Junction ও আরও অনেক। 

তো বন্ধুরা  আমরা জেনে নেব এর মূল ব্যাখ্যা এবং এটি কিভাবে শুরু করবেন তার সমস্থ তথ্য 

What is Affiliate Marketing- অ্যাফিলিয়েট মার্কেটিং কি?

যেকোনো কোম্পানির পণ্য জিনিস তাদের থেকে অনুমতি নিয়ে নিজের মাধ্যমে বিক্রি করে টাকা উপার্জন করা কে অ্যাফিলিয়েট মার্কেটিং বলে। এটি একটি ডিজিটাল মার্কেটিং পদ্ধতি যা সারা বিশ্ব ব্যাপী এই কাজ করতে পারেন। 

এফিলিয়াটে মার্কেটিং কি সোজা ভাবে বলতে গেলে অন্যের কোনো জিনিস Commission এর মাধ্যমে বিক্রি করে টাকা আয় করা বলতে পারেন। 

অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি অনেক মাধ্যমে করে থাকতে পারেন আপনি আপনার ওয়েবসাইট বা ব্লগের মাধ্যমে,Youtube চ্যানেলের মাধ্যমে সোশ্যাল মিডিয়া থেকে এই ব্যবসা করতে পারেন।  

আপনাকে Affiliate মার্কেটিং শুরু করার জন্য যেকোনো Affilitae Program join করতে পারেন অবশ্য এই মার্কেটিং করার জন্য একটি সঠিক প্লাটফর্ম তৈরি করতে হবে। যেমন -Website, Youtube, Facebook Page, Instagram .

অ্যাফিলিয়েট মার্কেটিং কি ?- ভিডিও মাধ্যমে দেখুন। 

Video Credit - Growbig Youtube Channel 

অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে শিখব 

 অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য সাধনত কোনো কোর্স করার প্রয়াজন  নেই কিন্তু এর কিছু Basic জিনিস আপনকে অবশ্য শিখে নিতে হবে। কারন এটি না জানলে আপনি এখান থেকে ভালো অৰ্থ আয় করতে পারবেন না। যেমন -

  • আপনি Affiliate Product কোথায় Promote করবেন-হতে পারে আপনি Website, Blog,Social বা Youtube এ। 

  • আপনার Website, Blog ,বা Youtube চ্যানেল যেকোনো একটি নিদিষ্ট Topic বেছে নিতে হবে। 

  • Product Neche Select করা কোন Audience  কে আপনি Target  করবেন। 

  • Website বা ব্লগেগ টপিক অনুযায়ী Product Sale করা। অনেকেই  করে ফেলে যেমন - আপনার Blog টি Computer টেক বিষয়ে কিন্তু আপনি সেখানে Affiliate Product বিক্রি করছেন T-Shirt. এখানে আপনার ইউসার কোনো মতে T-Shirt. Buy করবে না। কারনে সে Computer বিষয়ে তথ্য নিতে এসেছে। 


What is Affiliate Marketing  Infographic
Affiliate Marketing Infographics 

Affiliate Product কিভাবে Sale করব 

আমরা আগে জানিয়েছি Affiliate Product অনেক প্লাটফর্মে Promote করতে পারেব। 

Website or Blog এর মাধ্যমে 

আপনার যদি একটি নিদিষ্ট  বিষয়ের উপর ওয়েবসাইট বা ব্লগ থাকে এবং সেখানে প্রতিদিন অনেক Visitor এসে  থাকে তাহলে সেখানে আপনি Affiliate Product Link দিয়ে Sell Genaret করতে পারেন। 


মনে করুন আপনি একটি Samsung মোবাইলের Review Article পোস্ট করলেন সেখানে আপনি এই Samsung মোবাইলের Buy Link দিতে পারেন - Buy Now Amazon, Buy Now Flipkart .


>> আরও পড়ুন - ইউটিউব শর্টস ফান্ড থেকে ৭,০০০ টাকা পর্যন্ত আয় করুন


Facebook  Page এর মাধ্যমে 

মনে করুন আপনার একটি facebook Page আছে যেখানে আপনি নিয়মিত বিভিন্ন Smart TV এর Review দিয়ে থাকেন এবং সেখানে আপনার অনেক Follower রয়েছে।  সেখানে আপনি ভিডিওর Description এ  Product Link দিয়ে Sell আনতে পারেন। 

Youtube এর মাধ্যমে 

Youtube আমরা অনেকেই ব্যবহার করে থাকি এখানে প্রতিদিন অনেক মানুষ এই প্লাটফর্মে এসে  থাকে। কারন YouTube ওয়ার্ল্ডের সবচাইতে বড় Video Search Engine .

এখানে আপনি নিজের topic অনুযায়ী চ্যানেল বানিয়ে Product সেল করতে পারেন। অবশ্য আপনার চ্যানেল এর Subscriber বলো হতে হবে। ভিডিওর Description এ প্রোডাক্টের লিংক দিয়ে product sell করতে পারেন। 


>> জেনে নিন কোন কোন বিষয়ে Affiliate Marketing শুরু করবেন 


Affiliate Marketing Platform 

২০২১ বর্তমানে অনেক বড় বড় Affiliate Program রয়েছে। যেখানে আপনি তাদের Affiliate join করে Product Sell করতে পারেন। আর মধ্যে রয়েছে - 

  • Clickbank, 
  • Commission Junction, 
  • Amazon, 
  • Flipkart 
  • eBay 
  • Shopify ও 
  • আরও অন্যান্য 

Amazon Affiliate Program কিভাবে Join করব 

আমাদের পণ্য জিনিস ব্যবহার ক্ষেত্রে ৮০%  Product  Amazon পাওয়া যাই তাই যেকোনো Affiliate Program এর চেয়ে এটি খুব লাভ জনক হয়। 

Affiliate Marketing With Amazon Join করার জন্য আপনাকে Amazon Accociates এ গিয়ে Registration করতে হবে  সঙ্গে নিচের দেওয়া  Information গুলি দিতে হবে। 

  1. Name 
  2. Address 
  3. Email Id 
  4. Mobile No 
  5. Pan Card 
  6. Website /Blog URL Or Social Media URL 
  7. Payment 


Amazon Affiliate Marketing


এখানে আপনার সমস্থ Info Fill করার পর আপনার Amazon Accociates Account Open হয়ে যাবে  এবং সঙ্গে সঙ্গে আপনি এখান থেকে কোনো প্রডাক্টের Affiliate লিংক জেনারেট করে আপনার ওয়েবসাইটে, ব্লগে বা অন্যান্য প্লাটফর্মে Share করে টাকা উপার্জন করতে পারেন। এটা খুব সহজ পদ্ধতি অন্যান্য Affiliate Program ঠিক একই Information দিয়ে Join করতে পারেন। 


আরও পড়ুন 

>> ফ্রীল্যান্সইং কিভাবে করবেন 

>> TRP কি ? TRP কিভাবে Point দিয়ে থাকে টিভি চ্যানেল গুলিকে 


Affiliate Markteing কোন কোন ভাবে টাকা আয় হয় 

অ্যাফিলিয়েট মার্কেটিং এ আপনি অনেক ভাবে টাকা আয় করতে পারেন কেবল কোনো Product sell করা বাদ দিয়ে আরও কিছু মাধ্যম রয়েছে যেখান থেকে ভালো টাকা আয় হয়ে থাকে 

1. CPC (Cost Per Click) - আপনার ব্লগ বা ওয়েবসাইট যদি কোনো প্রডাক্টের Advertisement, Banner লাগিয়ে CPC থেকে ভালো টাকা আয় করতে পারবে। 

কোনো কোম্পানি তার product  সেল বাড়ানোর জন্য এই সব Amazon এর মতো কোম্পানি গুলিতে Ads দিয়ে থাকে। আবার সেই Product এর  Affiliate আপনি যদি জেনারেট করে Website Promote এবং  সেই Product  Click করে সেখানে আপনি Commisstion পাবেন per ক্লিক $ ০.১২। 


2. CPM  ( Cost Per Impression ) - CPM মানে হচ্ছে কোনো Ads Product দেখার জন্য বা Impression জন্য টাকা দিয়ে থাকে যেমন ১০০০ জন দেখলে $  ১। এভাবেও আপনি টাকা Earn করতে পারেন না.


3. CPS ( Cost Per Sale ) - Affiliate Marketing এ মূল টাকা উপার্জনের পদ্ধতি হলে CPS. যেখানে আপনি যত গুলি Product আপনার Website বা Social Media থেকে Sell করে থাকবেন সে হিসাবে Commission দিয়ে থাকে Affiliate  Network থেকে। 


4. References  Sale - মনে করুন কোনো ব্যাক্তি  আপনার Website থেকে কোনো প্রোডাক্টে Click করে তার  অফিসিয়াল ওয়েবসাইট যাই এবং সেখানে সে ওই  প্রোডাক্টের পরিবর্তে অন্য Product কিনলে আপনি কিন্তু সেখান থেকেও commission পেয়ে থাকবেন। 

এই সমস্থ Affiliate Marketing থেকে Commission এর টাকা তারা একটা নিদিষ্ট সময়ে মধ্যে দিয়ে থাকে। যেমন Amazon প্রতি ১২ তারিখে Sale commission দিয়ে থাকে।

1 টি মন্তব্য

  1. আমার তো কোনো ইউটিউব চ্যানেল ,ফেসবুক পেজ ও অন্য কোনো প্ল্যাটফর্ম নেই আমি তাহলে কোথায় লিংক গুলো শেয়ার করবো

    উত্তরমুছুন

Please Do Not enter any spam link in the comment box.