আপনি যদি কোনো ওয়েবসাইট বানাতে চান তাহলে আপনার হোস্টিং সমন্ধে অবশ্য জানা প্রয়োজন। হোস্টিং কি ? কিভাবে হোস্টিং কাজ করে। কোন হোস্টিং নেওয়া আমাদ...

হোস্টিং কি ? | Hosting Meaning In Bengali 2021

হোস্টিং কি ? | Hosting Meaning In Bengali 2021

হোস্টিং কি ? Hosting Meaning In Hindi কিভাবে হোস্টিং কিনবো , কোন হোস্টিং কিনা সবচাইতে ভাল, জেনে Shered,Vps,Dedicated hosting কি ?

হোস্টিং কি ? | Hosting Meaning In Bengali 2021

8 10 99

আপনি যদি কোনো ওয়েবসাইট বানাতে চান তাহলে আপনার হোস্টিং সমন্ধে অবশ্য জানা প্রয়োজন। হোস্টিং কি ? কিভাবে হোস্টিং কাজ করে। কোন হোস্টিং নেওয়া আমাদের জন্য উপযোগী ( হোস্টিং কি ? Hosting Meaning In Hindi ).

হোস্টিং হলো অনলাইন কম্পিউটার server যেখানে সমস্থ Website তাদের সাইট কে হোস্ট করার জন্য space বা জায়গা ব্যবহার করে থাকে। 

এটি একটি Computer যেমন সাধারণ কম্পিউটার আপনারা ব্যাবহার করে থাকেন ঠিক সে রকমেন এটিও কিন্তু পার্থক্য একটায় এটি কেবল মাত্র ওয়েবসাইট server  এর জন্য কাজে আসে। 

যেমন সাধারণ কম্পিউটার পরিচালনা করার জন্য operating System এর প্রয়াজন  হয়ে থাকে ঠিক সে রকমের এটিতেও operating System এর প্রয়াজন হয়ে থেকে। 

সাধারণ অনেক মানুষ এটির storage বা Hosting  বিষয়ে জেনে থাকেন। কারন ওয়েবসাইট হোস্ট করার জন্য এই রকম সার্ভার বা স্টোরেজের প্রয়োজন হয়ে থাকে। 

আমরা জেনে নেব Hosting কি তার বিস্তারিত তথ্য 

Hosting Meaning In Hindi

হোস্টিং কি? Hosting Meaning In Bengali 

হোস্টিং বিষয়ে জানার আগে আপনাকে ইন্টারনেট কি জেনে নেওয়া অবশ্য প্রয়োজন কারন হোস্টিং যেটির উপরে নির্ভর সেটি হলো ইন্টারনেট। 

ইন্টারনেট একটি অন্তর্জালিক পরিষেবা System যেখানে IP Address এর মাধ্যমে একাধিক computer কে এক সাথে সংযুক্ত করে তাদের মধ্যে Data আদান-প্রদান করে। ইন্টারনেট বিশ্বের সবচাইতে Interconnect Network.

এটি একটি ওয়েব Storage যেখানে সমস্থ Website তাদের ডাটা কে Store করার জন্য এবং তাদের Data কে ইন্টারনেটে Access  দেওয়ার জন্য web hosting ব্যবহার করতে হয়।

উদাহরণ সমূহে বুঝতে পারেন - আপনি যেমন বাস্তবে কোনো বাড়ি বানানো জন্য  এক খানা জায়গা বা প্লটের প্রয়োজন হয় যেখানে আপনি বাড়ি টি স্থাপন করবেন। 

ঠিক সে রকম ইন্টারনেটও আপনার ওয়েবসাইট বানানোর জন্য জায়গা বা প্লটের প্রয়োজন হয় হোস্টিং হলো সেই জায়গা বা প্লট।


হোস্টিং কয় প্রকার -Type Of Hosting 

বর্তমানে মোট চার ধরনের Web Hosting রয়েছে - Shere Hosting, VPS Hosting, Dedicated Hosting, Cloud hosting.

এই সব হোস্টিং গুলি বিভিন্ন কোম্পানির মাধ্যমে নিতে পারেন তার আগে জেনে নিন কোন হোস্টিং নেওয়া আপনার জন্য কার্য্য করি। 

Shared hosting

Shered হোস্টিং এখন কার দিনে সবচাইতে কম খরচের মধ্যে হয়ে থাকে। কারন এই hosting তার Parent Hosting Server থেকে একাধিক Site কে Access দিয়ে থাকে। 

যেমন আপনি একটি বাড়ি বানিয়েছেন যেখান অনেক জন কে থাকতে দিয়েছেন কোনো এক ব্যাক্তি কে না। ঠিক ওই রকম হোস্টিংয়ের ক্ষেত্রেও হয়ে থাকে একটি Server এ অনেক Website কে host করতে দিয়ে থাকে। 

Shere hosting সুবিধা 

  • এই হোস্টিং ব্যবহার করার জন্য খুব সহজ 
  • এটি মূল্য খুব কম 
  • কোনো নতুন ওয়েবসাইটের ক্ষেত্রে এই হোস্টিং সবচাইতে ভালো 
  • shered হোস্টিংয়ের CPanel খুব সহজ ও User friendly.

Shere hosting  অসুবিধে 

এই হোস্টিংয়ের মূল্য বাজারে কম হওয়ার কারনে এর অনেক খারাপ দিক রয়েছে 

  • এই হোস্টিং Securty থেকে এতটা ভালো না। 
  • বেশি পরিমানে visitor এলে website Down হতে পারে 
  • এখানে একাধিক কাজের জন্য Limitasion রয়েছে। 

VPS Hosting

এই হোস্টিং Shered হোস্টিংয়ের তুলনায় এর মূল্য বেশি। VPS Hosting Full Form- Virtual dedicated Server. 

কোনো হোস্টিং Server বানানোর সময় তার Storage Server কে বিভিন্ন Sub Storage Server এ  ভাগ করে দেওয়া হয়। কোনো কম্পিউটারের Ram ১৬ GB রয়েছে এবং সেখানে ১৬ Gb কে ২ Gb করে মোট ৮ টি Core এ ভাগ করে দেওয়া হলো। সেখানে ৮ ভাগে ১ ভাগ কে VPS Hosting বলা হয়। 

এখানে ৮ ভাগের ১ ভাগ web Server কোনো এক জনের জন্য Allot করা হবে। ফলে এই Server এর Speed অনেক দ্রুত হয়ে থাকে। 

মনে করুন কোনো একটি Flat বানানো হয়েছে যেখানে তার মধ্যে অনেক Room রয়েছে তার মধ্যে আপনি একটি room কিনে নিয়েছেন।যেখানে সেই Room টি কেবল আপনার  জন্য allot করা হয় এবং সেই রুমটির সম্পূর্ণ অধিকার আপনার থাকে। 


এই হোস্টিংয়ের Performance খুব ভালো হয়ে থাকে এবং আর মূল্য অনেক বেশি হয়ে থাকে। 


VSP Hosting সুবিধা 

  • এই হোস্টিং এ Performance খুব ভালো হয়ে থাকে 
  • VSP Hosting এর সম্পূর্ণ control নিজের কাজে থাকে। 
  • যে কোনো Customize করতে পারবেন RAM, Storage বাড়া কমা। 
  • এখানে Privacy ও Securty অনেক উন্নতমানের দিয়ে থাকে 

Dedicated Hosting 

যেমন Shered হোস্টিং এ অনেক ওয়েবসাইট এক সাথে একটি সার্ভারে যুক্ত হয়ে থাকে ঠিক তার উল্টা তা হয় Dedicated Hosting.Dedicated Server কেবল একটি ওয়েবসাইটের জন্য দিয়ে থাকে। মানে একটি কম্পিউটার এর পুরো System একটি ওয়েবসাইটের জন্য দেওয়া হয়। 

এখানে সম্পূর্ণ Control নিজের কাজে থাকে। যে কোনো সময় এর Configaration আপনি পরিবর্ত করতে পারেন। এর Speed অন্য্ হোস্টিংয়ের তুলনায় ১০ গুলা বেশি। 

এখানে আপনি সার্ভার কাউকে Shere করতে পারবেন না। 

ধরে নিতে পারেন আপনি একটি কম্পিউটার কিনেছেন। 

Dedicated Hosting  অনেক বড় বড় Website হোস্ট করে থাকে যেখানে প্রতিদিন Milion visitor এসে থাকে যেমন E-Commanrce Amazon, Flipkart, Snapdeal এর মতো High Traffic ওয়েবসাইট গুলি এই হোস্টিং ব্যবহার করে থাকে। 

আরও পড়ুন Digital Marketing কি ?


Cloud Hosting 

Cloud Hosting এমন এক প্রকার হোস্টিং যেখানে clustered Server কে ব্যবহার করে। অর্থাৎ একটি ওয়েবসাইট তার নিজের সার্ভার ছাড়া অন্যের সার্ভার ব্যবহার করে। এখানে একটি সার্ভার অন্য সার্ভারের সাথে Connect থাকে।

মনে করুন আপনি যে Server ব্যবহার করছেন তা কোনো কারনে Down হয় তখন সেই মুহুতে আপনার ওয়েবসাইট অন্য Server এর সাথে Connect হয়ে যাবে। 

ফলে আপনার ওয়েবসাইট Down থাকার কোনো প্রশ্ন নেই। 

Hosting Meaning In Hindi

Disk Space কি?

Disk Space হলো হোস্টিং এর Capacity বা Storage. হোস্টিং টি কত Gb অব্দি ডাটা Save করে রাখতে পারে। এটি ২ Gb থেকে ১ TB বা তার বেশি হয়ে থাকে। সাধারন কম্পিউটারের মতো এখানে Hard Disk ব্যবহার করা হয়। 

Hard Disk আপনি দুই ধরনের নিতে পারেন HDD বা SSD. HDD তে আপনি এর Speed কম পাবেন এবং এর মূল্য অনেক কম হয়ে থাকে। SSD বর্তমানে যত হোস্টিং কোম্পানি রয়েছে তারা এই Hard Disk ব্যবহার  করে থাকে এবং এর মূল্য HDD এর তুলনায় অনেক বেশি এবং Performance অনেক ভালো ও উন্নত। 

Bandwidth মানে কি?

Bandwidth মানে হলো আপনার ওয়েবসাইটের এক সেকেন্ডে কত Data access করতে পারবে,একে Bandwidth বলে। যখন আপনার ওয়েবসাইট কেউ ভিসিট করে সেই সময় Server তাকে Information দিয়ে থাকে।  

আপনার যদি Bandwidth কম হয় তাহলে আপনার Server বেশি সংখক Visitor কে Access দিতে পারবে না। 

Uptime কি?

এখানে Uptime মানে আপনার Website কত সময় online Available থাকবে। অনেক হোস্টিং কোম্পনি বলে থাকে ৯৯.৯৯% uptime মানে ০.১ % আপনার ওয়েবসাইট Down থাকবে। 


বন্ধুরা আসা করি বুঝে গেছেন হোস্টিং মানে কি। এ নিয়ে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে জানান।  

0 Post a Comment:

Please Do Not enter any spam link in the comment box.