ফিন্যান্সিং কি ? কিভাবে অনলাইনের মাধ্যমে ফিল্যান্সিং করে প্রচুর টাকা আয় করা যায় তার সংস্থা পদ্ধতি শিখে নেব এই Article টি থেকে।  বর্তমানে আ...

Freelance Meaning In Bengali 2021 - ফিন্যান্সিং কি?

Freelance Meaning In Bengali 2021 - ফিন্যান্সিং কি?

Freelance Meaning In Bengali ফিল্যান্সিং কি? জেনে নিন ফিল্যান্সিং এ মাধ্যমে কিভাবে নিজের ক্যারিয়ার তৈরি করতে হয় এবং প্রতিমাসে প্রচুর টাকা আয় করবেন।

Freelance Meaning In Bengali 2021 - ফিন্যান্সিং কি?

8 10 99

 ফিন্যান্সিং কি? কিভাবে অনলাইনের মাধ্যমে ফিল্যান্সিং করে প্রচুর টাকা আয় করা যায় তার সংস্থা পদ্ধতি শিখে নেব এই Article টি থেকে। 

বর্তমানে আমাদের বাংলায় প্রচুর মানুষ কাজের অভাৱে বেকারত্বের পর্যায় গিয়ে দাঁড়িয়েছে। এই থেকে দেশে বেকারত্বের সংখ্যা বেড়ে চেলেছে। অনেকেই দিসে হারা হয়েছে কিভাবে টাকা আয় করবেন তা  বুঝতে পারছেন না। 

বন্ধুরা 2021 এ অনলাইনের অনেক সুবিধে রয়েছে টাকা আয় করার জন্য তার মধ্যে হল একটি ফিল্যান্সিং। এখান থেকে আপনি মাসে প্রচুর টাকা উপার্জন করতে পারেন বর্তমানে। এখানে আপনি নিজের স্বাধীন ভাবে কাজ করতে পারেন। ( what is freelancing in bangla ) .

Freelance Meaning In Bengali Image
Online Freelance Work


আপনি যদি কোনো কোম্পানি তে কাজ করেন সেখানে আপনাকে ৮ থেকে ১০ ঘন্টা সময় দিতে হয় তার উপর কোম্পানি চাপ। কিন্তু এখানে কোনো চাপ নেয় এবং দিনের যেকোনো সময় কাজ টি করতে পারেন ও কোম্পানীয়ের চেয়ে চার গুন্ বেশি টাকা আয় করবেন। 

তো চলুন দেখে নি এটি কি , কিভাবে করবেন এবং তার সংস্থা তথ্য 

 What Is Freelancing In Bengali - ফিন্যান্সিং কি ?

ফ্রিল্যান্সিং কাকে বলে ?- ফিল্যান্সিং মানে আপনি ধরে নিতে পারেন স্বাধীন মুক্ত পেশা।  যেখানে আপনি অনলাইনের থেকে  কাজ নিয়ে এসে অনলাইনের মাধ্যমে কাজ সম্পন্ন করে দেওয়া কে ফিল্যান্সিং বলে। 

আপনি যদি ফিল্যান্সিং এ ব্যবসা শুরু করতে চান তাহলে আপনার যে কোনো Skill থাকলে সে বিষয়ে কাজ করতে পারেন যেমন - Content Writing, Logo Designing, Web Designing, Data Entry, Banner Design বা অন্যান্য কোনো Digital দক্ষতা থাকে তাহলে ফিল্যান্সিং এর কাজ করতে পারেন। 

বর্তমানে এখন ফিল্যান্সিং মার্কেটে অনেক সাইট রয়েছে যেখানে আপনি নিজের Profile বানিয়ে এই ব্যবসা শুরু করতে পারেন। 

 ফিন্যান্সিং সাইট

 ফিল্যান্সিং মার্কেট জগতে অনেক Site রয়েছে তার মধ্যে এগুলি সবচাইতে ভালো Sites.

  • Guru.com 
  • Upwork 
  • Fiverr 
  • Freelancer 
  • Peopleperhour

Freelance Meaning In Bengali Image
Freelancing Marketplaces Site


ফ্রিল্যান্সিং করে আয় কত?

ফ্রিল্যান্সিং এ  Fix কোনো বেতন  নেয়  বা কোনো Limit নেয়। এখানে আপনার অভিজ্ঞতার উপর নির্ভর করে আপনার টাকা উপার্জন। 

আপনার যদি কাজের অভিজ্ঞতার ভালো হয় তাহলে এখানে আপনি নিজের ইচ্ছে মতো টাকা আয় করতে পারবেন। 

আবার এখানে আপনার আয়  Relationship ও Profile Rating মাধ্যমে হয়ে থাকে আপনার রেটিং যত বেশি হবে এখানে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা তত  বাড়ে সঙ্গে আপনার Brand তৈরি হয়। 

ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো

 What Is Freelancing In Bengali-অনেকের প্রশ্ন আছে যে ফ্রিল্যান্সিং কিভাবে শিখব। তাহলে বলে দি  ফ্রিল্যান্সিং করার  জন্য আপনাকে কোন কোর্স করার প্রয়াজন নেয়। আপনার কাজের Skill ও সাধারণ কিছু অভিজ্ঞতা থাকলেই এই কাজ আপনি খুব সহজে করতে পারবেন। 

এছাড়া আপনাকে কাজ করার জন্য আপনাকে Skill শিখতে হবে যেমন - Content Writing, Logo Designing, Web Designing, Data Entry এ গুলোর মধ্যে যেকোন একটি শিখলেই এখানে কাজ করতে পারবেন।

এবং আপনাকে জানতে হবে কিভাবে এই সব সাইট থেকে  কাজ নিয়ে আস্তে হয়, কাজ সম্পন্ন হলে কিভাবে Client কে দেবেন। আবার কাজের বিষয়ে  Client এর সাথে চ্যাট কিভাবে করবেন . এই সব সাধারণ কিছু কাজ আপনাকে শিখে নিতে হবে। 

সঙ্গে অবশ্যই ইন্টারনেটের ও Client দের সাথে Communication করার জন্য ইংরেজি জানতে হবে। কারন ফ্রিল্যান্সিং সাইটে যত কাজ আসে তার ৯০ %  কাজ অন্য দেশ থেকে এসে থাকে যেখানে বাংলা ভাষারকোনো প্রচলন নেয়. 

ফ্রিল্যান্সিং শেখার বই 

ফ্রিল্যান্সিং শেখার জন্য সাধারণত কোনো বয়ের প্রয়াজন হয় না। যদি  আপনি বই এর মাধ্যমে এই কাজ শিখতে চান তাহলে Internet এর অনেক Book বা PDF রয়েছে যেখানে ফ্রিল্যান্সিং বিষয়ে সম্পূর্ণ তথ্য দেওয়া আছে।

এর মধ্যে  ফ্রীল্যান্সার নাসিমের বই থেকে আপনি শিখতে পারেন  এবং তার থেকে ও ভালো Youtube থেকে ফ্রি তে শিখতে পারেন। 

ফ্রিল্যান্সার কিভাবে হবেন 

ফ্রিল্যান্সিং অনেকে শিখে কিন্তু সফল ফ্রিল্যান্সার খুব কম হয়।  আপনি যদি একজন সফল ফ্রিল্যান্সার হতে চান তাহলে আপনাকে চারটি  কথা মাথায় রাখতে হবে - Time Value , Money Value ,Honest and Next Skill Development 

1. Time Value 

ফ্রিল্যান্সিং মার্কেটে আপনাকে সময়ের Value জানতে হবে এটি হচ্ছে এই ব্যাবসার মূল অংশ।  ফ্রিল্যান্সিং মার্কেটে থেকে আপনি কোনো কাজ নিয়ে আসেন এবং সেটি সময় মতো না সম্পন্ন করতে পারেন তাহলে আপনার জন্য এটা খুবই খারাপ বিষয়। 

কারন আপনার Client আপনার উপর ভরসা করতে পারবেন না। এর থেকে আপনার প্রোফাইলের Rating কম হবে ফলে এই সব মার্কেট থেকে কাজ পাওয়ার সম্ভাবনা কমে যায়. 

Freelance Meaning Infographic
Freelance Meaning Infographic

2. Money Value 

এখানে আপনাকে সময়ের সাথে Money Value  জানতে হবে। টাকার অনুপাতে কাজ করা। Money Value আপনার দু ভাবে হয়ে থাকে এক আপনার কাজের অভিজ্ঞতা তে এবং অন্যটি  আপনার Profile Brand Value থেকে।  

3. Honest 

সময় ও টাকার থেকেও আপনাকে Honest হতে হবে এই সব Business প্লাটফর্মে, কোনো কাজ সঠিক সময়ে দেওয়া ও সঠিক কাজ করা।

4. Skill Development 

আপনাকে সময়ের সাথে সাথে আপনার Skill কেও Develop করতে হবে. তা না করলে আপনার Skill Outdate হয়ে যাবে।  এই কথাটা শুনতে অনেকটাই আলাদা যে Skill outdate হয় কিন্তু এটা ১০০% সত্যি। 

আপনি এখন যে স্কিলের উপর কাজ করছেন তা ৫ বছর পর সে নাও চলতে পরে। 

মনে করুন আপনি ২০২১ এখান যে  Logo Designing করছেন ২০২৫ সেই Designing নাও চলতে পারে। তাই আপনাকে সময়ের সাথে Skill কে Develop করতে হবে।  

Type Of Freelancing Work

এই প্লাটফর্মে আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারেন যেমন 

1. Logo Designing 

বর্তমানে অনেক কোম্পানি তৈরি হচ্ছেন তাদের ব্র্যান্ড বানানোর জন্য Logo খুবই প্রয়াজন। এই সব লোগো বানানোর জন্য তারা  কিন্তু কোনো local Designer কাছে যায় না। তারা এই সব Site থেকে Logo বানিয়ে নেয়। 

আপনি Coreldraw, Adobe Photoshop, Adobe Illustrator থেকে খুব ভালো মানের Logo বানাতে পারেন।

2. Web Designing 

বর্তমানে Web Designing এর কাজ এই সব  Marketplace  গুলিতে সবচাইতে বেশি। আপনি যদি WordPress Developer হন তাহলে এই সব কাজ করে ভালো টাকা আয় করতে পারবেন। ২০২১ এ ৪০% ওয়েবসাইট কেবল WordPress CMS বানানো হচ্ছে।

3. Short Video Creator 

আপনি যদি Video Editing করতে জানেন তাহলে আপনি যেকোনো কোম্পানির Advertising video বানিয়ে টাকা আয় করতে পারেন। যেখানে আপনি কোম্পানি এর জন্য ৩০ সেকেন্টের ভিডিও বানিয়ে ভালো টাকা তাদের কাছ থেকে নিতে পারেন। 

4 . Animation 

২০২১ যদি আপনি Animation এ মাস্টারী করেছেন তাহলে আপনি খুব তাড়াতাড়ি লাক্ষ পতি হবেন। কারন যেকোনো Image বা Video বলুন তার মধ্যে অ্যানিমেশন থাকবেই। ইন্টারনেটে অ্যানিমেশন  সবচেয়ে বিষয় সার্চ হয়ে থাকে।

আপনি যদি After Effects .Stop Motion ,Cartoon Making বা VFX এ কাজ জানেন তাহলে ফ্রিল্যান্সিং থেকে অনেক টাকা আয় করতে পারবেন। 

5. Data Entry

এটি একটি খুবই সাধারণ কাজ কিন্তু এর চাহিত দিন দিন বেড়েই চলেছে। বিভিন্ন কোম্পানির ডাটা মেনটেইন করতে হয়।  Data Entry কোনো এক প্রকারের হয় না বিভিন্ন প্রকারের হয়ে থাকে। 

আপনি Microsoft Excel এর কাজ জানেন তাহলে এই কাজ আপনি খুব সহজে করতে পারবেন। বর্তমানে ফ্রিল্যান্সিং সাইট গুলিতে ভয়ানক পরিমানে এর কাজ রয়েছে। 

তাহলে বন্ধুরা আপনারা বুঝে গেছেন What Is Freelancing In Bengali বা Freelancing কি? আপনাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্য কমেন্ড বক্স এ জানান। 

২টি মন্তব্য

Please Do Not enter any spam link in the comment box.