Online Youtube Video Downloader : আজকে আমার জানবো ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার এর বিষয়ে। আমার প্রায় অনেক সময় ইউটিউব এর মাধ্যম...

ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার - ইউটিউব ভিডিও ডাউনলোড

ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার - ইউটিউব ভিডিও ডাউনলোড

online youtube video downloader আজকে আমার জানবো ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার বিষয়ে। জেনে কিভাবে ডাউনলোড করবেন Youtube এর Video

ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার - ইউটিউব ভিডিও ডাউনলোড

8 10 99

 Online Youtube Video Downloader: আজকে আমার জানবো ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার এর বিষয়ে। আমার প্রায় অনেক সময় ইউটিউব এর মাধ্যমে ভিডিও দেখে থাকি এবং অনেক ভিডিও আমাদের ভালো লেগে থাকে। আর আমরা  ভিডিও টি ডাউনলোড করে রাখতে চাই কিন্তু Youtube এ ডাউনলোড করার কোনো Option থাকে না Option দেওয়া থাকা ডাউনলোডের জন্য কিন্তু সেটি Youtube মধ্যে Save হয়ে থাকে কিন্তু সেটি  কিছু দিনের জন্য। 

তাই  আজ আমরা জানবো কিভাবে  ভিডিও গুলি কে সরাসরি ডাউনলোড করে  রাখতে পারবেন আপনার Phone Memory তে. আমরা খুব সহজ পদ্ধতির মাধ্যমে জানাব  এবং কোনো Apps ছাড়াই সরাসরি Online থেকে ডাউনলোডের পদ্ধতি জানাব আপনাদের কে।


online Youtube Video Downloder
Online Youtube Video Downloder 

4 Free Online Youtube Video Downloader Website - ইউটিউব ভিডিও ডাউনলোড

তো এক নজরে দেখে নিনি সম্পূর্ণ ভিডিও ডাউনলোডের পদ্ধতি 

1. SAVEFROM.NET

এই ওয়েবসাইট থেকে আপনি যদি ভিডিও ডাউনলোড করতে চান তাহলে প্রথমে আপনাকে Google Search Box অথবা Broswer Search Bar এ Savefrom.net লিখে Search করলে ওয়েবসাইট টির Home Page চলে আসবে। 


তারপর আপনাকে চলে  আসতে হবে Youtube ভিডিও টিতে যেখানে আপনাকে Shere বোতামে Click করে ভিডিও টির লিংক টি Copy করে Savefrom.net এর সাইট এ গিয়ে লিংক টিকে পেস্ট করতে হবে এবং Downlode Option টিতে ক্লিক করতে হবে। 

সঙ্গে সঙ্গে ভিডিও ডাউনলোড হয়ে যাবে আপনার Phone Memory তে. যেটি আপনি কোনো Internet ছাড়াই যেকোনো Video Player থেকে দেখতে পারবেন। 

2. Y2MATE.GURU

এই ওয়েবসাইট টির মাধ্যমেও আপনি খুব অল্প সময়ে অনলাইন থেকে ইউটিউব ছাড়াও অন্যান্য অনলাইন ভিডিও ডাউনলোড করতে পারবেন। আপনা কে  কেবল মাত্র ভিডিওটির URL লিংক টিকে Copy করে পেস্ট করে Downlode Option এ ক্লিক করলেই ভিডিও টি ডাউনলোড হয়ে চাবে। 


কিন্তু আপনি এই সাইট থেকে যেকনো Quality এর ভিডিও ডাউনলোড করতে পারবেন। যেমন MP4,HD,Full HD, মতো ভিডিও ডাউনলোড করতে পারবেন। 


3. ONLINEVIDEOCONVERTER.PRO

এই ওয়েবসাইট টি অন্য সাইট থেকে সম্পূর্ণ আলাদা এখানে আপনি ভিডিও ছাড়া Audio ও ডাউনলোড করতে পারবেন। এটি ভিডিও ছাড়া Online Audio Downloder. আপনা কে কিছুই করতে হবে না। শুধু মাত্র  আপনাকে ভিডিও বা অডিও টির  লিংক টিকে Copy করে পেস্ট করতে হবে। যেখানে দুটি Option চলে আসবে যেকোনো একটি বেঁছে File টিকে Downlode করে নিতে হবে। 


4. 9X BUDDY.ORG

এই ওয়েবসাইট টি আপনার জন্য সব চাইতে ভালো হতে পারে কারন এই মধ্যে প্রচুর Option রয়েছে Youtube এর ভিডিও ডাউনলোড করার জন্য। আপনি যেকোনো Quality ভিডিও ডাউনলোড করতে পারবেন এই সাইট টি থেকে সঙ্গে আমি ভিডিওর পাশাপাশি ওই ভিডিওর Audio টি আলাদা ভাবে ডাউনলোড করতে পারবেন।

মনে করুন আপনার ভিডিও দেখতে চান না কিন্তু সেই ভিডিওর Audio টি আপনার প্রয়োজন সেই ক্ষেত্রে আপনি এই সাইট থেকে হাব সহজে Audio ডাউনলোড  পারবেন 


0 Post a Comment:

Please Do Not enter any spam link in the comment box.