বর্তমানে অধিকাংশ কাজেই ইন্টারনেটে অনলাইনের মাধ্যমে হয়ে থাকে এবং পরবর্তী দিনেও এই অনলাইন কাজ বৃদ্ধি পাবে বলে আসা করা যাচ্ছে .তাই এই বিষয়ে আ...

টর ব্রাউজার কি?-What Is Tor Browser in Bengali

টর ব্রাউজার কি?-What Is Tor Browser in Bengali

টর ব্রাউজার কি?-What Is Tor Browser in Bengali

8 10 99

 বর্তমানে অধিকাংশ কাজেই ইন্টারনেটে অনলাইনের মাধ্যমে হয়ে থাকে এবং পরবর্তী দিনেও এই অনলাইন কাজ বৃদ্ধি পাবে বলে আসা করা যাচ্ছে .তাই এই বিষয়ে আরেকটি জিনিস মাথায় রাখতে হবে যেমন যেকোন কাজ অনলাইনের খুব সহজ হয়েছে ঠিক তার উল্টো নিজের Privacy Data বা  নিজি তথ্য চুরি হয় অথবা ডাটা হ্যাক করে তথ্য চুরি করে হ্যাকারা. তাই অনলাইনে নিজের তথ্য বা Identity বাচানোর জন্য আমরা আজকে জেনে নেব যে Tor Browser কি ? কিভাবে Tor ব্যবহার করতে হয়

আমরা খুব সহজে জেনে নেব টর ব্রাউজার কি? What Is Tor Browser In Bengali . কিভাবে এই Browser ব্যবহার করলে নিজেদের তথ্য সুরক্ষিত থাকে .এছাড়াও জেনে নেব এই Browser এর Privacy বিষয় নিয়ে এটিকে কিভাবে ব্যবহার করতে হয়,কোন Operating System এই Browser  ভালোভাবে কাজ করে থাকে। 

সমস্থ কিছুর তথ্য সংক্ষেপে নিচে আলোচনা করা হলো যদি আপনি এই Browser ব্যবহার করতে চান তাহলে অবশ্যয় Article টি সম্পূর্ণ পড়ুন। 

tor Browser image


টর ব্রাউজার কি? What Is Tor Browser In Bengali

Tor Browser বলতে এটি একটি সফটওয়্যার যেটিকে সিস্টেমে Install করে ইউসারা ইন্টারনেট যেকোন তথ্য সার্চ করে থাকে.এটি অন্যান্য ব্রাউসার তুলনায় অনেক ভিন্ন মানের Browser যেটির ব্যবহারের অনেক Privacy রয়েছে। 

অনন্যা ব্রাউসারের মত এটিকেউ খুব সহজে নিজের PC তে ব্যবহার করতে পারেন . এই ব্রাউসার ব্যবহার করার মানে হল ইন্টারনেট নিজের তথ্য সুরক্ষিত রেখে বা নিজের তথ্যে গোপন রেখে কোন তথ্য ইন্সাটারনেটে সার্চ করা। 

এই ব্রাউসার একটি  Non Profit Organization যেটি ইউসারদের Personal Details Hide রেখে ইন্টারনেটে কাজ করে . এই ব্রাউসারের আসল নাম  Onion Router. কারন এই ব্রাউসার কে Onion Routing Technology এর মাধ্যমে বানানো হয়েছে। 

এছাড়াও এটিকে Dark Web বলতে পারেন. ইন্টারনেট অনলাইনের দুনিয়ায় এটি একটি খুব গোপনীয়তা ভাবে কাজ করে ও অনন্যা সব ব্রাউসারের থেকে সম্পূর্ণ আলাদা। 

সাধারনত এই ব্রাউসারের ব্যবহার কোন দেশের Restriction কাজের জন্য ব্যবহার হয়ে থাকে এটি নিজের কাজের সময় নিদিস্থা ওয়েব স্পেস মধ্যে দিয়ে কাজ করে যে কারনে ইউসারদের ব্যক্তিগত তথ্য কোন কারনে হ্যাক হওয়া সম্ভব থাকে না। 

Tor Browser History - টর ব্রাউসারের ইতিহাস 

Tor একটি Anonymity Network ও Onion Routing যেটিকে ১৯৯০  সালে Paul Syverson, Micheal G. Ree এবং Nick Mathewson এই তিন  ব্যক্তিরা United States Naval Research Laboratory টে Develop করে ছিলেন। 

Tor এর Full -The Onion Router. এটি একটি Open Source Software যেখানে The Onion Routing Project দ্বারা বানানো হয়েছে এটিকে  Roger Dingledine এবং Nick Mathewson এই দুই ব্যক্তি Develop করেছেন এবং ২০০২ সলের সেপ্টেম্বর মাসে Launch করা হয়েছিল। 

এই ব্রাউসার কেবল গোপনীয়াভাবে ইন্টারনেট Access করার জন্য বানানো হয়েছে যেটি যেকোন দেশে ব্যবহার করতে পরেন। 

এই ব্রাউসার বানানোর জন্য অধিকাংশ Funding মাকিন যুক্তারাষ্ট্র সরকার করেছেন তাই এই ব্রাউসার প্রথমেত US Army ব্যবহারের কাজে লাগাতেন .কারন যুক্তারাষ্ট্র তাদের ইন্টারনেট সমস্থ তথ্য secure রাখার জন্য ও পরিচালনা করার জন্য ব্যবহার করত এবং পরবর্তী সময় সারা বিশ্বে এই ব্রাউসারের ব্যবহার শুরু হয়। 

এই ব্রাউসারের নাম Onion router কেন রাখা হয়েছে কারন এই ব্রাউসার বানানোর সময় Onion Technology র ব্যবহার করা হয়েছে. যেমন একটি পেয়াজ তৈরি হয় একটি একটি খোসার মাধ্যমে জার থেকে পেয়াজের ভেতর অব্দি ভালো থাকে ঠিক যেই একই ভাবে এই ব্রাউসার কেও বানানো হয়েছে একটি একটি encryption layer এর মাধ্যমে। 

যাতে কোন হ্যাকার রা ইউসারদের কোন গোপনীয় তথ্য চুরি করার সময় এই encryption Layer গুলিকে না কিছু করতে পারেন.এই ব্রাউসার থেকে ইউসারদের কোন তথ্য নিওয়া সম্ভব নই কারন এই ব্রাউসার একাধিক layer এর কারনে এটা সম্ভব নয়।  


Tor Browser কিভাবে কাজ করে - How To Work Tor Browser

Tor Browser একটি Onion Routing Technology তে বানানোর কারন এটি কাজ করে একটি বিশেষ Web Space এর মাধ্যমে . উপরে যেমন বলেছে এটি একটি পিয়াজের মত ভাবে বানানোর জন্য এটির নাম The onion router.

 কোন ইউসার এই ব্রাউসার কিছু সার্চ করলে করলে প্রথমে Tor ইউসারের  search Query কে নিজের Destination Server এ নিয়ে যাই তারপর search Query হিসেবে ইন্টারনেট থেকে Result নিয়ে আসে. এখানে ইউসারের সমস্থ ডাটা Tor Destination Server এ Hide হয়ে থাকে। 

যার কারনে ইউসারের ডাটা ইন্টারনেট কোন ভাবেই Publicly হয় না। 

যেমন VPN এর মাধ্যমে কোন ইন্টারনেটের কোন সার্চ করলে তার সমস্থ ডাটা গোপন থাকে কারন VPN এর মাধ্যমে কোন ডাটা ইন্টারনেটে সার্চ করলে প্রথমে সার্চ করা ডাটা VPN Server এ যাই তারপরে সার্চ করা ডাটা Result আসে .এখানে ইউসার এর ডাটা VPN সার্ভার পর্যন্ত যাই তারপর Search Result পর্যন্ত VPN ডাটা যায়। 

এখনে VPN ও Tor ব্রাউসারের মধ্যে কিছু পার্থক্য আজে . যেখানে VPN এ ইউসার দের Search Query অনুযায়ী বিভিন্ন Location এ একাধিক Web Server ব্যবহার করে ইউসার দের Search Result নিয়ে আসে কিন্তু Tor Browser তার ইউসার দের ডাটা Result এর জন্য নিজের Web Server ব্যবহার করে। 

ইউসার দের যেকোন Search Query Tor ব্রাউসারের একটি একটি encryption Layer মধ্যে দিয়ে যেতে হয় তার কারনে ইউসারদের IP Address ইন্টারনেট Hide অবস্থা থাকে . এখানে এই IP Address ট্রেস করা কোন মতেই সম্ভব নয় . 

tor Browser user Secure image


Tor ব্রাউসার কিভাবে ব্যবহার করবেন - How To Use Tor Browser

Tor Browser PC তে ব্যবহার করার জন্য আপনাকে প্রথমে এর Tor Software টি Install করতে হবে tor Browser 32 bit বা 64 bit অনুযায়ী PC এর মধ্যে এই সফটওয়্যার Tor Browser WindowsTor Browser LinuxTor Browser For Mac, Unix- Like সমস্থ Operating System এর ব্যবহার করতে পারেন .

  • প্রথমে আপনকে Tor ব্রাউসার কে Downলোড করে নিতে হবে Tor এর অফিসিয়াল সাইট থেকে এখনে আপনি নিজের Operating System অনুযায়ী .
  •  Downলোড করার পর আপনার pc তে tor ফাইল চলে আসবে যেটিকে ডাবল ক্লিক করে Install করতে হবে .
  • Install করার পর আপনার pc তে দুটি Folder এসে যাবে যার মধ্যে একটি Folder Tor Browser নামে থাকবে যেখানে Tor File গুলি থাকবে যেটি Delete করা যাবে না .এবং দ্বিতীয় folder Star Tor Browse এটির  মাধ্যমে আপনাকে Tor ব্রাউসার টি ব্যবহার করতে হবে 

  • Star Tor Browse  ডাবল ক্লিক করার পর আপনাকে Connect ও Configure দুটো option দেওয়া হবে আপনাকে Connect এ ক্লিক করতে হবে .

  • Connect এ ক্লিক করার ৫ সেকেন্ড পর Tor Browse  এর Home page টি এসে যাবে এবং যেখান থেকে ইন্টারনেট ব্যবহার করতে পারেন 
  • এখানে ইন্টারনেট ব্যবহার করার সময় আপনার IP address কোন ব্রাউসার জাবে না .আপনার IP Address Hide হয়ে থাকে .


Tor Browser মোবাইল কিভাবে ব্যবহার করব- Tor Browser For android

Tor browser Computer এর পাশাপাশি মোবাইলেও ব্যবহার করতে পারেন খুব সহজে যেখানে Google Play Store বা অনন্যা কোন Store থেকে নিতে পারে সম্পূর্ণ free তে . App Store Search বক্সে গিয়ে Tor Browser apk লিখে সার্চ করলে চলে আসবে এখানে থেক App টিকে Install করে নিতে হবে .

tor Browser android app


ব্রাউসার টি install Process সম্পূর্ণ হয়ে গেলে App টিকে One Click করে নিতে হবে যেখানে প্রথমে কিছু Privecy Accept করতে হবে .তারপর খুব সহজে অনন্যা Chrome Browser,Opera mini Browser মত ব্যবহার করতে পারেন .

আরও পড়ুন Domain meaning in Bengali

Tor Browser Feature

অনন্যা ব্রাউসার থেকে এখানে কিছু অধিক Feature রয়েছে Tor এ Chrome বা operamini ব্রাউসার আপনার Indentity বা Privacy জন্য কোন Security থাকে না যেকোন মুহুর্তে আপনের Identity সমেত বিভিন্ন  তথ্য hack হতে পারে .কিন্তু Tor Browser Online এ Identity, IP Address বা  Personal Details সমস্থকিছু Hide থাকে ফলে আপনার তথ্য hack হবার কোন সম্ভবনা থাকে না .

এই ব্রাউসার মধ্যে আপনাকে দেওয়া হয় বিভিন্ন search Engine এর Option যেটি অনন্যা ব্রাউসারে কোন বিকল্প থাকে না. Google Yahoo ছাড়াও DuckDuckGo, Youtube, Startpage এর মত ভালো কিছু সার্চ ইঞ্জিনের অপসন .

এখানে একাধিক Tab open করে একের বেশি সাইটে Browsing করতে পারবেন .

আরও জানুন Call forwarding কিভাবে করবেন 


এছড়াও অনেক Chrome Browser মত Dasktop Verison পেয়ে যাবেন এর সাহায্যে আপনার web Page কে PC মত ব্যবহার করতে পারেন  .

যেকোন unsecure সাইট কে আগে থেকে block করে রাখতে পারেন যেমন HPPS সাইট গুলিকে .

এবং এর সেটিং এ অনেক Advance কিছু Faeture পেয়ে যাবেন যেটার থেকে আরও ভালো ইন্টারনেট Access করতে পারবেন .


বন্ধুরা আসা করি বুঝতে পেরেছেন Tor Browser কিভাবে  ব্যবহার করবেন  এবং জানলেন কেন এটিকে সারা বিশ্বের সবচেয়ে Secure Web Browser বলা হয় .

0 Post a Comment:

Please Do Not enter any spam link in the comment box.